সোমবার, ২০ মে ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

আর ৮০ (আর্নিকা তেল)

আরোগ্য হোমিও হল / ৯৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ন
আর ৮০ (আর্নিকা তেল)

  Dr. Reckeweg R 80/ আর ৮০ (আর্নিকা তেল)
R 80 (Arnica Oil)     
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো “ আর ৮০ (আর্নিকা তেল)” কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
প্রস্তুত প্রণালী :  Dr. Reckeweg R 80/ জার্মান আর্নিকা তেল।
আর ৮০ তেলের ইঙ্গিত: পেশী ব্যথা এবং শক্ত জয়েন্টগুলোতে উপশমের জন্য স্থানীয়ভাবে সমাধান করে।

আরও পড়ুন – আর ৮৯ (চুল পড়া প্রতিরোধ করে)

আর ৮০ আণিকা তেলের মুল উপাদান: ওলিয়াম অলিভারাম বেসে হোমিওপ্যাথিক আর্নিকা নির্যাস।
আর ৮০ অর্নিকা তেলের কার্যকারিতা : 
(ক) যান্ত্রিক আঘাতের প্রভাব, এটি ধমনী সিস্টেমের উপর কাজ করে। (খ) রক্ত সঞ্চালনের উপর প্রভাব নিয়মিত করে, স্টপেজগুলি দূর করতে সাহায্য করে।
(গ) বেদনাদায়ক জয়েন্টগুলোতে প্রদাহ দুর করে।

আরও পড়ুন –  অ্যাডাল-৯ (চুল পড়া প্রতিরোধ করে) 

আর ৮০ আর্নিকা ব্যবহার বিধি : সকালে এবং সন্ধ্যায় সাময়িক প্রয়োগ সাধারণত যথেষ্ট। ব্যথা ও যন্ত্রণার তীব্র ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশনের প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন –  এইচ আর – ৭৮ (মাথার খুশকি চিকিৎসায় কার্যকর)

চিকিৎসকের মন্তব্য : 
জয়েন্ট ও পেশীর বাত, অস্টিওআর্থারাইটিস বা অস্টিওকন্ড্রাইটিস: আর ১১ এবং আর ৩০।

আরও পড়ুন –  এইচ আর – ৭৮ (মাথার খুশকি চিকিৎসায় কার্যকর)

পার্শ্বপ্রতিক্রিয়া : হোমিওপ্যাথি সর্বোত্তম চিকিৎসা প্রদান করে কারণ এটি নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।

আরও পড়ুন –  র‌্যাক্স নং – ১১৮ (উকুন নাশক)

আর্নিকা তেল সংরক্ষণ : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন।  এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।  সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন।  আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev