শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

আর ১৫ ভিটা সি – ১৫ (নার্ভ এবং এনার্জি টনিক)

আরোগ্য হোমিও হল / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৯ মে, ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
আর – ১৫ ভিটা সি ১৫ (নার্ভ এবং এনার্জি টনিক)

Dr. Reckeweg R 15 Vita C Nerve and Energy Tonic
R 15 Vita C Nerve and Energy Tonic
আর – ১৫ ভিটা সি ১৫ (নার্ভ এবং এনার্জি টনিক)
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো “  আর – ১৬ আর – ১৫ ভিটা সি ১৫ (নার্ভ এবং এনার্জি টনিক) কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
প্রস্তুত প্রণালী : Dr. Reckeweg Vita C15/  জার্মান হোমিওপ্যাথি কম্বিনেশন ঔষধ।
ব্যবহার : ভিটা সি-১৫ (আর -১৫) নার্ভ টনিকটি মানসিক চাপ, উদ্বেগ, ক্লান্তি ইত্যাদিতে ব্যবহার করা হয়।
ভিটা সি-১৫ (আর -১৫) নার্ভ টনিক (সেডেটিভ) সম্পর্কে ধারণা :
ভিটা সি-১৫ (আর -১৫) সিরাপটি হল হোমিওপ্যাথিক প্রশমক যা স্নায়বিক ক্লান্তি, ক্লান্তি, স্ট্রেস এবং দুশ্চিন্তা এবং ঘুমের সমস্যাগুলির চিকিত্সায় সহায়ক হিসাবে কাজ করে। এতে অ্যাসিড ফসফরিকাম (Acidum Phosphoricum), ককুলাস ইন্ডিকা (Coculus Indica) ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ঔষধ রয়েছে যা ক্লান্তি, স্নায়বিক ক্লান্তি, স্নায়বিক দুর্বলতা, নিদ্রাহীনতা (অনিদ্রা) যা মানসিক দ্বন্দ্ব, স্নায়বিক মাথাব্যথা, স্নায়বিক শারীরিক দুর্বলতা (নিউরাস্থেনিয়া) এবং ঘনত্বের অভাবের উপর কাজ করে তা থেকে মুক্তি দেয়।
বায়ো কম্বিনেশন ২৫
বেনজোডায়াজেপাইনের মতো মূলধারার সেডেটিভ/হিপনোটিক রোগগুলির প্রতিরোধক বৈশিষ্ট্যের ঝুঁকি বহন করে যা ক্লান্ত রোগীর জন্য ক্ষতিকারক হতে পারে। তবে উপশমকারী প্রতিকার হোমিওপ্যাথিক ঔষধ যেমন – ভিটা সি সিরাপ প্রাকৃতিকভাবে উৎপন্ন পদার্থ দিয়ে তৈরি এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত।
ভিটা সি-১৫ (আর -১৫) নার্ভ টনিকের ইঙ্গিত : ক্লান্তি, স্নায়বিক দুর্বলতা, স্নায়বিক ক্লান্তি, মানসিক দ্বন্দ্বের পর অনিদ্রা, স্নায়বিক মাথাব্যথা, সহজে ক্লান্তি, বিষণ্নতার প্রবণতা, সাধারণ স্নায়ুবিকাশ, শক্তির অভাব, কোন কাজে মনোনিবেশ করতে করতে না পারা ইত্যাদি।

আরও পড়ুন –  অ্যাডাল-৮৫ (এনার্জি টনিক)

ভিটা সি-১৫ (আর -১৫) নার্ভ টনিকের মুলউপাদান : 
(ক) অ্যাসিডাম ফসফোরিকাম D3(Acidum Phosphoricum D3)।
(খ) ইগ্নেসিয়া অ্যামেরা D5 (Ignatia Amara D5)
(গ) ককুলাস ইন্ডিকা D5 (Coculus Indica D5)।
(ঘ) জিঙ্কাম মেটালিকাম D6 (Zincum Metallicum D6)।
(ঙ) সাইট্রাস লিমোনাম D1(Citrus Limonum D1)।
(চ) সিপিয়া অফ D5 (Sepia off D5)।
(ছ) স্যাকারাম অফিসিয়াল D5 (Saccharum officinarum D5)।
(জ) হেলোনিয়াস ডিওইকা D5 (Helonias Dioica D5)।

আরও পড়ুন –  আর ৪১ (পুরুষের যৌন স্বাস্থ্য)

ভিটা সি-১৫ (আর -১৫) নার্ভ টনিকের মুল উপাদানের কর্মের মোড : ভিটা সি-১৫ (আর -১৫) নার্ভ টনিকের মূল বৈশিষ্ট্যগুলি নিম্নলিখিত উপাদানগুলি থেকে উদ্ভূত হয়েছে এবং তাদের কার্যকারিতা।
(১) অ্যাসিডাম ফসফোরিকাম (Acidum Phosphoricum)  : মানসিক ও শারীরিক দুর্বলতা, পিঠ এবং স্যাক্রাল অঞ্চলের দুর্বলতার চিকিৎসা করে। এটি মানসিক চাপ, নিরুৎসাহ, দিনের বেলা তন্দ্রা, দূষণ ও লিঙ্গের উত্থানে অক্ষমতা দ্বারা চিহ্নিত যৌন কর্মহীনতা ইত্যাদির চিকিৎসা করে।
(২) ককুলাস ইন্ডিকা (Coculus Indica ) : শারীরিক ক্লান্তি, শারীরিক দুর্বলতা, বিরক্তি, অনিদ্রা, বিষণ্নতা ইত্যাদির চিকিৎসা করে
(৩) জিঙ্কাম মেটালিকাম (Zincum Metallicum) : এটি স্নায়বিক ক্লান্তি, স্নায়ুতন্ত্রের বিরক্তি, পায়ের অস্থিরতা, দুর্বল স্মৃতিশক্তি, দুর্বলতা ও মেরুদন্ড বরাবর জ্বলন্ত সংবেদন, অঙ্গ-প্রত্যঙ্গের অসাড়তা এবং প্রিকিং সংবেদনের চিকিৎসা করে।
(৪) সাইট্রাস লিমোনাম (Citrus Limonum) : এটি সঞ্চালন ও রক্তকে প্রভাবিত করে। এটি অজ্ঞানতা ও দুর্বল নাড়ির চিতিৎসা করে।
(৫) সিপিয়া অফ  (Sepia off ) : এটি বিশেষ করে মহিলাদের মেনোপজের সময় মেজাজ, খিটখিটে ও বিষণ্ণতা ইত্যাদির চিকিৎসা করে।
(৬) হেলোনিয়াস ডিওইকা (Helonias Dioica) : এটি অতিরিক্ত পরিশ্রম, ক্লান্তি, স্নায়বিক জ্বালা, বিষণ্নতা ও একা থাকার আকাঙ্ক্ষার মতো পেশী দুর্বলতা ইত্যাদির লক্ষণগুলির চিতিৎসা করে।

আরও পড়ুন –  এন – ১৫ (নার্ভ টনিক ড্রপস)

ভিটা সি-১৫ (আর -১৫) -এর জন্য আরও কিছু ওষুধ :
(ক) ঘুমের ব্যাঘাতে : আর- ১৪ দেখন।
(খ) মেনোপজের সময ়: অতিরিক্ত আর- ১০ দেখুন।
(গ) অন্তঃস্রাবী ব্যাঘাতে : আর- ১৯, যথাক্রমে আর- ২০ দেখুন।
(ঘ) হাইপোটেনশনে : আর- ৪৪ দেখুন।
(ঙ) পুরুষত্বহীনতায ়: আর- ৪১ দেখুন।
আর – ১৫ ঔষধ সেবন বিধি : প্রতিদিন সকাল-দুপুর-রাতে অথবা সকালে রাতে চা-চামচের এক চামচ ঔষধ ১/৪ জলে মিশিয়ে সেবন করুণ। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।
চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।

আরও পড়ুন –  আলফা টনি সিরাপ (শরীরে শক্তি যোগায় ও হজম শক্তি বৃদ্ধি করে)

সতর্কতা : গর্ভবতী মা অথবা দুগ্ধদানকারী মারা ঔষধ সেবনের পূর্বে রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করা উত্তম।
শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।
পার্শ্বপ্রতিক্রিয়া : হোমিওপ্যাথি সর্বোত্তম চিকিৎসা প্রদান করে কারণ এটি নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
ঔষধ সংরক্ষণ : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
ঔষধের গুণগতমাণ : এটি একটি প্রাকৃতিক পণ্য, এটি কখনও কখনও সামান্য বৃষ্টিপাত অথবা মেঘলা হতে পারে, কিন্তু এটি পণ্যের গুণমান এবং এর কার্যকারিতা প্রভাবিত করে না। যদি এটি ঘটে তবে পণ্যটি ব্যবহার করার আগে ভালভাবে ঝাঁকি নিন। একবার আপনি সীলটি ভেঙে ফেললে, ওষুধগুলি দ্রুত ব্যবহার করা উচিত।
2454
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন।  এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।  সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন।  আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev