সোমবার, ২০ মে ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন

হাইপেরিকাম Q

আরোগ্য হোমিও হল / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৮ জুলাই, ২০২৩, ১:০৪ অপরাহ্ন

হাইপেরিকাম Q

Hypericum

চলতি নাম সেন্টজনস – ওয়ার্ট (St. John’s Wort)

ডা: উইলিয়াম বরিক

শরীরের কোন স্থানে, বিশষত: হস্তঙ্গুলি, পদাঙ্গুলি এবং নখে আঘাত জাগিয়া সেই স্থানে স্নায়ুসমুহ আঘাত হইলে উপযোগী। আঙ্গুল, থেঁতলাইয়া যাওয়া, বিশেষত: আঙ্গুলের হাড়া। ইহার পরিচায়ক লক্ষণ অত্যাধিক বেদনা। দাঁতে দাঁত লাগা নিবারণ করে। ছিদ্র হইয়া যাওয়া ক্ষত। অস্ত্রোপাচারের পর বেদনা নিবারণ করে। মফিয়া হইতেও উপযোগী ঔষধ (হুলমুথ)। যেন কোন প্রকার আঘাতের পর আক্ষেপ। গুহ্যদ্বারের উপর ক্রিয়া আছে। অর্শরোগ, মেরুদণ্ডের নিন্মতম অস্থিতে শূল বেদনা। ঋতুর পরিবর্তনে অথবা ঝড়বৃষ্টির পূর্বে আক্ষেপনক হাঁপানির আক্রমণ, প্রচুর শ্লেম্মা উঠিলে উপশ্রম। কোন জীবজন্তর দংশনে ম্নায়ুশণ্ডলে ক্ষত। ধুনষ্টঙ্কার। ম্নায়ু প্রদাহ, ঝিঝি লাগা জ্বালা অবশতা। সর্বদা ঘুম ঘুমভাব।

মুন : মনে হয়, সে যেন শূন্য উঠিয়া যাইতেছে, ভয় হয় সে যেন ঐ শূন্য স্থান হইতে পড়িয়া যাইবে। লিখিতে ভুল করে। উপঘাতের মন্দ ফল। গভীর বিষাদ।

মস্তক : ভারী, মনে হয় মাথা বরফবৎ ঠাণ্ডা হাত দ্বারা স্পর্শ করিতেছে। মস্তক-শীর্ষে দপদপানি, বদ্ধ গৃহে বৃদ্ধি। মনে হয় মস্তিস্কে চাপ পড়িতেছে। মুখের ডানদিকে কামড়ায়। মস্তিস্কের দুর্বলতা ও স্নায়ুবিকতা। মুখের স্নায়ুশূল এবং দন্তশূল, যেন দাঁত উপড়াইয়া লইতেছে, তৎসহ বিষন্নতা। মাথাটি লম্বা মনে হয়-মনে হয় যেন বাড়িয়া সুক্ষ্ম গ্রে হইয়া গিয়াছে। মাথার খুলি ভাঙ্গিয়া হাড় টুকার হইয়া গেলে মস্ককটি সজীব মনে হয়। চক্ষু ও কর্ণে বেদনা। চুল পড়িয়া যায়।

পাকস্থলী : মদ্যপানে স্পৃহা। তৃষ্ণা বিবমিয়া। জিহ্বার মুলদেশ সাদা লেপ, সম্মুখে ভাগ পরিস্কার। মনেহয় পাকস্থীতে একটা গোলা রহিয়াছে (এবিস নায়াগ্রা, ব্রায়ো)।

সরালান্ত্র : মলবেগ, শুস্কতা অপ্রবল চাপ দেওয়া বেদনা, অর্শবলি, ইহাতে বেদনা, রক্তস্রাব, স্পর্শকাতরতা।

পৃষ্ঠদেশ : ঘাড়ে বেদনা। কটিদেশে চাপবোধ। মেরুদণ্ডে সংঘাত (Concussion)। পরিয়া গিয়া চঞ্চাস্থিতে আঘাত লাগা, তাহার ব্যথা উপর দিকে মেরুদণ্ড ও নীচের দিকে পা পর্যন্ত ছড়াইয়া পড়ে। পেশীসমুহ ঝাঁকি লাগে ও মোচড়ায়।

হস্ত-পদাদি : স্কন্ধে খোঁচামারা বেদনা। বাহুর অভ্যন্তরস্থ দীর্ঘাস্থিও উপর চাপবোধ। পায়ের ডিমে খিলধার । হাতের ও পায়ের আঙ্গুলে বেদনা, বিশেষত: আঙ্গুলের ডগায়। হাতে ও পায়ে সুড়সুড়ি বোধ। শরীরের উপর দিকে ও নীচে অঙ্গপ্রত্যাঙ্গে ছুরি মারার ন্যায় বেদনা। স্নায়ুশূল, তৎসহ ঝিঁঝিঁ ধরা ও জ্বালকর বেদনা। সন্ধিগুলি ছড়িয়া যাওয়ার মত। সন্ধিগুলি থেঁতলানবৎ। ধনুষ্টঙ্কার (ফাইসোষ্ট, ক্যালি ব্রোম)। আঘাতজনিত স্নায়ুশূল ও স্নায়ুপ্রদাহ।

শ্বাসযন্ত্র : হাঁপানি, কয়াশাচ্ছন্ন দিনে বৃদ্ধি, যথেষ্ট ঘর্মে উপশম।

চর্ম : অতি ঘর্ম, মাথার ত্বকে ঘর্ম, প্রাত:কালে ঘুমের পর বৃদ্ধি। আঘাতের পর চুল পড়িয়া যায়। মুখে ও হাতে একজিমা, অত্যান্ত চুলকানি, মনে হয় যেন, চর্মের নীচে উদ্ভেদ প্রকাশ পাইয়াছে। পোড়া নারাঙ্গা। মুখের পুরাতন রক্তপাতের জন্য অত্যন্ত দুর্বলতা।

উপচয়, উপশম- বৃদ্ধি- ঠাণ্ডায়, ভিজে আবহাওয়ায়, কুয়াশায়, বন্ধ ঘরে, সামান্য মাত্র ঠাণ্ডা লাগাইলে স্পর্শে।
উপশম : মাথা পিছনে দিকে গেলাইলে।

সম্বন্ধ : তুলীয়-লিডাম (কোন সুক্ষ্মাগ্র জিনিস ফুটিলে এবং জীবজন্ততে কামড়াইলে), আর্ণিকা, ষ্ট্যাফিস, ক্যালেণ্ডুলা, রুটা, কফিয়া।

দোষঘ্ন : আর্স, ক্যামো।

মাত্রা : মুল অরিষ্ট হইতে ৩য় শক্তি।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev