সোমবার, ২০ মে ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন

হাইড্রোজিয়া ৩০-২সি-১০এম

আরোগ্য হোমিও হল / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৬:৪০ অপরাহ্ন

হাইড্রোজিয়া ৩০-২সি-১০এম

Hydrangea
চলতি নাম- সেভেন বার্কস

(Seben barks)

ডা: উইলিয়াম বরিক

মুত্র পাথুরি, মুত্রে প্রচুর সাদা দানাবিহীণ লবণ তলানি। মুত্র মিরা, মুত্রশূল রক্তাক্ত মুত্র। মুত্রনলীর উপর ক্রিয়া করে। কটিদেশে বেদনা। ঘুম ঘুমভাব। বক্ষে চাপবোধ।

মত্র : মুত্রনলীতে জ্বালা এবং পুন:পুন: মুত্রবেগ। মুত্র নির্গমন আরম্ভ হইতে কষ্ট হয়। মুত্র যথেষ্ট শ্লেম্মাময় তলানি। কটিদেশে তীব্র বেদনা, বিশেষত্ব: বাম কটিদেশে। অত্যান্ত তৃষ্ণা, তৎসহ তলপেটে বেদনা এবং প্রষ্টেট গ্রন্থিও বৃদ্ধি (ফেরাম পিক্রিক, স্যাবাল)। পাথরি সঞ্চয়। আক্ষেপিক মুত্রবোধ মুত্রে প্রচুর সাদা দানাবিহীন লবণের তলানি।

 

সম্ভন্ধ : তুলনীয়- লাইকো, চিমাফিলা, বার্বেরিস, প্যারিরা, ইউভা স্যাবাল, অক্সিনেডণ্ড্রন, গিউম। চলতি নাম –ওয়াটার এড্রেন্স (ভয়ানক খোঁচামারা বেদনা-তলপেটের গভীর অংশ হইতে মুত্রপথের শেষ পর্যন্ত বিস্তৃত। মুত্রধারের পীড়া, তৎসহ সমগ্র লিঙ্গটিতে বেদনা, আহারে বৃদ্ধি। শ্লৈম্মিক ঝিল্লীসমুহ শিথিল, তৎসহ যথেষ্ট ও বিকৃত স্রাব, ভুক্তদ্রব্য সম্পর্ণ কাশিংগ্নের মতে এই ঔষধটি মুল অরিষ্ট অথাব ক্রাথ প্রষ্টেট গ্রন্থিও বৃদ্ধি ও প্রষ্টেট গ্রন্থিও প্রদাহ রোগে উপযোগী।

সমাপ্ত

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev