সোমবার, ২০ মে ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

হাইড্রেট অব এমোরিয়া ৬-৩০-২০০-১এম-১০এম-সিএম

আরোগ্য হোমিও হল / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৪:১১ অপরাহ্ন

হাইড্রেট অব এমোরিয়া ৬

Hydrate of ammonia 6.30.2C.1M.10M.CM
এমোনিয়াম কষ্টিকাম

Ammonium Causticum

ডা: উইলিয়াম বরিক

ইহা হৃদৎপিণ্ডের একটি উত্তেজনক ঔষধ। এইজন্য ইহার ঘ্রন লইতে মুচ্ছা, থ্রম্বসিস, রক্তস্রাব, সর্পদংশন, ক্লোরোফর্মজাত মাদকতায় উপকার হয়। এই শক্তি শালী ঔষধটি শ্লৈম্মিক ঝিল্লীর শোথ এবং ক্ষত উৎপাদন করে, সেইজন্য ঐ লক্ষগুলিই ইহার পরিচালক লক্ষণ। সুতারায় কৃত্রিম পর্দা জমা ক্রপ কাশিতে গলমধ্যে জ্বালা থাকিলে ইহা উপযোগী। স্বরভঙ্গ (কষ্টিকাম দ্রষ্ঠব্য)।

শ্বাস-প্রশ্বাস-কষ্টকৃত শ্বাসক্রিয়া। শ্বাসযন্ত্রে শ্লেম্মা জমিয়া অবিরত কাশি। স্বরভঙ্গ। গলমধ্যে জ্বালাকর হাজিয়া যাওয়া বোধ। গলনালীর দ্বারে আক্ষেপ, তৎসহ শ্বাসবোধ। রোগী মুখ দিয়া শ্বাস লইতে বাধ্য হয়। গভীর শ্বাসগ্রহনকালে গলনলীতে বেদনা। গলগহ্বর ও গলনালীতে জ্বালা এবং চাঁচিয়া ফেলার ন্যায় অনুভুতি। আলজিভটি সাদা শ্লেম্মায় আবৃত। নাসিকার ডিপথেরিয়া অৎসহ জ্বালাকর সর্দিস্রাব।

 

হস্ত-পদাদি : অত্যন্ত অবসাদ ও পেশী সমুহের দুর্বলতা। স্কন্ধদেশে বাতের বেদনা। চর্ম শুস্ক ও উত্তপ্ত।

মাত্রা : ১ম হইতে ৩য় শক্তি অথবা মুল ঔষধ পাঁচ হইতে দশ ফোঁটা জলের সহিত উত্তমভাবে মিশাইয়া সেবন করতে হবে।

সমাপ্ত

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev