সোমবার, ২০ মে ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

হঠাৎ স্তনের পরিবর্তন হলে হতে পারে মহা বিপদ

আরোগ্য হোমিও হল / ৩১৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৬:১৬ অপরাহ্ন
হঠাৎ স্তনের পরিবর্তন হলে হতে পারে মহা বিপদ

হঠাৎ স্তনের পরিবর্তন হলে হতে পারে মহা বিপদ

আরোগ্য হোমিও হল এ আপনাকে স্বাগতম, আজ এখানে যদি আপানার  স্তনের হঠাৎপরিবর্তন হলে হতে পারে মহা বিপদ হতে পারে তা নিয়ে আলোচনা করবো চলেন কথা না বড়িয়ে মুল আলোচনায় ফিরে যায়।

যদি আপনার স্তনে হঠাৎ পরিবর্তন দেখা দেয় তা হলে সেটা কিসের লক্ষণ কি হতে পারে, সেটা মহা বিপদের লক্ষণ জেনে নেওয়া যাক। 

হঠাৎ স্তনে পরিবর্তন : স্তনে পরিবর্তন হলে এখনই সতর্ক হন। নারীর শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল স্তন। নারীর স্তনেই রয়েছে তার সন্তানের প্রথম খাদ্য। তা ছাড়া শারীরিক সৌন্দর্যে এর অবদানের কথা বলাই বাহুল্য। এত কিছু জেনে তবুও যেন এই স্তনের ব্যাপারেই অধিকাংশ নারীরাই অসচেতনতা। বিশেষ করে রোগের ব্যাপারে। স্তনের কিছু পরিবর্তন বয়ে নিয়ে আসতে মহাবিপদ। জেনে নির কিছু লক্ষণ এবং হোন সতর্ক।

ফুসকুড়ি : ঘামাচির মতো ছোট ছোট ফুসকুড়িকে আমরা সাধারণত গুরুত্ব নেই। এই ফুসকুড়ি যদি দেখা দেয় স্তনে, বিশেষ করে স্তনবৃন্তের আশেপাশে তাহলে মোটেও হেলাফেলা করা ঠিক না। এটা হতে পারে স্তনে অ্যালার্জির লক্ষণ, এমনকি স্তন ক্যান্সারেরও। অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ করুণ।

কুঁচকে যাওয়া : স্তনের চামড়া কুঁচকে যাওয়া বা টোল খাওয়া মহা বিপদের লক্ষণ হতে পারে। এটিই স্তন ক্যান্সারের প্রধান লক্ষণগুলোর মধ্যে অন্যতম। তাই অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হোন।

চুলকানি : স্তনের বিভিন্ন অংশ চুলকাচ্ছে কী, প্রথমেই বলে রাখি, স্তনের চামড়া ভীষণ পাতলা, খুব জোরে জোরে চুলকালে ছিলে যেতে পারে, কেটেও যেতে পারে, রক্তপাতও হতে পারে। আর সবচেয়ে বড় সমস্যা হলো চাপ লাগলে রক্ত জমাট বেঁধে ব্যথা হতে পারে। তাই স্তনে ঘনঘন চুলকানি হতে থাকলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুণ।

টোল পড়া : অনেক মেয়ের স্তনের চামড়া ঢিলা থাকায় টোল পড়ে। কিন্তু এটাও মনে রাখা জরুরি, কুঁচকে যাওয়ার মতো টোল পড়াও কিন্তু বিপদ। অর্থাৎ, এটি স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে। আপনার স্তনে যদি হঠাৎ টোল পড়া শুরু করে তাহলে অতিসত্বর চিকিৎসকের কাছে যান।
চাকা অনুভব : মাসিক শেষ হবার পর স্তন পরীক্ষা করা খুবই জরুরি। কারণ এ সময়টাতেই পরিষ্কারভাবে বোঝা যায় যে স্তনে কোনো চাকা বা গোটার কোন উপস্থিতি আছে কি না। স্তনে চাকা অনুভূত হওয়া মাত্রই চিকিৎসকের কাছে যাওয়া দরকার। কারণ স্তন ক্যান্সার হলে প্রথমে স্তনে এক ধরনের চাকা হিসেবে দেখা দিতে পারে। শতকরা ৮০ শতাংশ বা তার চেয়ে বেশি ক্ষেত্রে নারীরা স্তনে চাকা অনুভব করে।

অ্যালার্জি : স্তনে বিভিন্ন কারণে অ্যালার্জিও হতে পারে। অনেক সময় অন্তর্বাসের কারণেও অ্যালার্জি হয়ে থাকে। অ্যালার্জি কারণ যা-ই হোক না কেন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা জরুরি। কারণ আপনি যেটাকে সাধারণ অ্যালার্জি ভাবছেন সেটা হতে পারে স্তন ক্যান্সারের উপসর্গ । কারণ স্তন ক্যান্সারের একটি উপসর্গ হলো paget রোগ। এই অসুখে স্তনের চামড়াতে অ্যালার্জি বা এগজিমার মতো পরিবর্তন আসে। যেমন- লালচে ভাব, স্তনের চামড়া ও রঙে পরিবর্তন আসা, স্তনের চামড়া উঠে যাওয়া ইত্যাদি।

কষ বা পুঁজ নিঃসরণ : স্তনবৃন্তের আশেপাশে ক্ষত বা স্তনবৃন্ত থেকেই যদি কষ বা পুঁজ নিঃসৃত হতে থাকে তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুণ । কারণ এটা হতে পারে ক্যান্সারের উপসর্গ।

আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। যদি এই পোস্টটি আপনার ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তবে অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।

আরোগ্য হোমিও হল এডমিন  : এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev