সোমবার, ২০ মে ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

শিশুর অন্ত্র-প্রদাহ

আরোগ্য হোমিও হল / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১১:০২ পূর্বাহ্ন

শিশুর অন্ত্র-প্রদাহ
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

শিশুর অন্ত্র-প্রদাহ : শিশুর অন্ত্র-প্রদাহ (Enteritis) কম্প, জ্বর দ্রুত তারবৎ নাড়ী, পিপাসা, বমন বা বমনোদ্বেগ, পেটে (বিশেষত: নাভির চারিধারে) তীব্র বেদনা, হাঁটু উচু করিয়া করিয়া রাখা, কোষ্ঠকাঠিন্য বা উদরাময় প্রভৃতি লক্ষণ “অন্ত্র-প্রদাহ” নির্দ্দেশক।

ঠাণ্ডা লাগান, আহারের দোষ, বিবেচক ঔষধ সেবন, ক্রিমিদোষ, প্রভৃতি এই রোগাৎপত্তির প্রধান কারণ। রোগের সুচনা হইতেই (বিশেষত: ঠাণ্ডা লাগিয়া জরাদি হইলে) – অ্যাকোনাইট 3x, নাভিপ্রদেশে জ্বালাকর বেদনা, উৎকট বমন, গভীর অবসন্নতা প্রভতি লক্ষণে – আর্সেনিক 3x-৩3০ শক্তি। পিত্ত-বমন, পেট ঢোলের মত ফুলিয়া থাকা, পেটে তীব্র বেদনা প্রভৃতি লক্ষণে – করোসিন্থ 3 শক্তি। পেট শক্ত, ফাঁপা ও টাটানিযুক্ত, কোঁথপাড়া, আম-মিশ্রিত রক্ত-ভেদ প্রভৃতি লক্ষণে- মার্ক কর 6 শক্তি। উদরাময় ও ন্যাবা হইবার সুত্রপাত হইলে – পডোফাইলাম 6 শক্তি। পুরাতন রোগে – আর্জ্জে নাইট্রিকাম 6 শক্তি। পেটে গরম জলের সেঁক উপকারী।

আরোগ্য হোমিও হল এডমিন :  এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev