সোমবার, ২০ মে ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

শিশুর অনিদ্রা

আরোগ্য হোমিও হল / ২২০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১১:১২ পূর্বাহ্ন

শিশুর অনিদ্রা

পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

শিশুর অনিদ্রা : মস্তিকে রক্তধিক্য ও রক্ত-সঞ্চয়, প্রভৃতি বা শিশুর আহার দোষ বা ক্রিমি জনিত অনিদ্রা হইতে পারে। অনিদ্রার মূলগত কারণ নিরুপন করিয়া তদনুযায়ী চিকিৎসা করা কর্ত্তব্য।

মস্তক উত্তপ্ত, অকারণ অবিরত ক্রন্দন ও ঘুমের ঘোরে হঠাৎ চীৎকার করিয়া ক্রন্দন লক্ষণে.-  বেলেডোনা 6 শক্তি। থাকিয়া থাকিয়া অঙ্গ-স্পন্দন, গাত্র উত্তপ্ত, খিটখিটে স্বভাব এবং সর্ব্বদা কোলে উঠিয়া বেড়াইতে ইচ্ছায় – ক্যামোমিলা 6 শক্তি। হাসে ও খেলা করে, কিন্ত গ্রাত্র উত্তপ্ত ও মধ্যে মধ্যে কোঁথপাড়া লক্ষণে – কফিয়া ৬ শক্তি। জ্বর হইয়া মধ্যে মধ্যে যে ভয় পাইয়া চীৎকার করে – অ্যাকোনাইট 3 শক্তি। ক্রিমি হেতু অনিদ্রায় – সিনা 3x । কোষ্ঠকাঠিন্য হেতু – নাক্স ভমিকা 6 শক্তি। অতিরিক্ত ভোজন হেতু অনিদ্রায় – পালসেটিলা ৬ শক্তি উপকারী।

আরোগ্য হোমিও হল এডমিন :  এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev