সোমবার, ২০ মে ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

বিবিধ পীড়া (রেপটারি)

আরোগ্য হোমিও হল / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৮:৩৩ পূর্বাহ্ন

 বিবিধ পীড়া (রেপটারি)

ডা: উইলিয়াম বরিক

এডিসনাখ্য পীড়া – এড্রোনালিন, আর্স, ফস, ক্যাল্কে আর্স।
শোথ রোগ – এপিস, এপাইসাই ক্যানা, ক্যাহিঙ্কা, স্যাম্বু, ক্যানা, অক্সিডেণ্ডুন, হেলিবো, ডিজি, আর্স।
সর্বাঙ্গীন শোথ – ফেরাম সায়ান, চায়না, নেট্রাম মিউ, ক্যাল্কে ফস।
সর্বাঙ্গীন শোথ, সাংঙ্ঘাতিক – আর্স, টি এন টি।
উদরী- এসেট এসি, এপোসাই, হেলিবো, এপিস, আর্স, ডিজি।
স্ফীতি, ফুসফুসের – প্রুনাস।
বেরিবেরি – ইলেটি, রাস, আর্স।
পক্ষঘাত – ডিপথেরিয়ার পরবর্তী – জেলস, কক্কু, ল্যাকে, অরম মিউ, আর্জে নাই।
অর্ধাঙ্গের আক্ষেপ – ম্যাঙ্গে অক্সি, ক্যালি টার্টা, লেথাইরাস, থ্যাস্পি, হাইপেরি, এনহোল।
অর্ধাঙ্গের পক্ষাঘাত – ওলিয়েণ্ডু, কক্কু, বোথ্যস্প।
লেখকদিগের আঙ্গুলে খিল ধরা – আর্জ মেট, সালফ এসি।
আংশিক পক্ষঘাত – ইস্কু গ্লাব, ব্যাডি।
আংশিক পক্ষাঘাত – পাক্শয় অন্ত্র রোগজ – গ্রিণ্ডেলি।
আংশিক পক্ষাঘাত -শ্বাসযন্ত্রের রোগজাত – লেবে পার্প।
আংশিক পক্ষাঘাত – বার্ধকাজ – ইরিডি।
আংশিক পক্ষাঘাত – টাইপিসষ্টেদের- ষ্ট্যানাম।
কম্পনশীল পক্ষঘাত – অরম সাল, আয়োসা, হাইড্রোব্রোম, মার্ক।
অনুষ্টঙ্কার – ষ্ট্রিকনি, ইউপাস, প্যাসিফ্লোরা, ফাইজষ্টি।
ক্যান্সার – মূত্রধার সংক্রান্ত – টেরোক্সি।
ক্যান্সার-অন্তরত্বকের- এসেটিক এসিড।
ক্যান্সার-পাকাশয়িক – জিরেনিয়াম।
ক্যান্সার-গুহদেশের – রুটা, হাইড্রোষ্ট, ক্যালি সায়ান।
ক্যান্সার-জিহব্বায় – ফুরিগো।
ক্যান্সার-স্তনের – এষ্টেরি, কোনি, প্লাম্বাম, আগ্নো, ক্যাসিনেসিন।
ক্যান্সার (সাধারণ) – সিম্ফ্যাডি, আর্স, হাইড্রোষ্ট, এন্টিম ক্লোর, গ্যালিয়ম।
ক্যান্সারের বেদনা – ইউফবি।
অর্বুদ – ক্যাল্ক ফ্লুওর, কোরিয়াম, ব্যারা মিউ, থুজা, মার্ক-আয়ো-রুবার, হাইড্রোষ্ট, ফাইটো, প্লাম্বাম আয়ো।
বসার্বুদ – থুজা, বেঞ্জ, এসি, ব্যাসিলি।
সৌত্রিক অর্বুদ – ক্যাল্ক আয়ো, ট্রিলিয়াম, আর্গট, লেপিস।
কৌমিক অর্বুদ – জেকুইর, আর্স, থুজা, ক্রোমিক এসি।
বহুপাদ অর্বুদ – ফস ক্যাক্ল, স্যাঙ্গুই থুজা।
শ্লোম্মা গণ্ড (কণ্ডাইলোমেটা)- সিন্নেবে, নেট্রাম সাল, নাই এসি, থুজা।
মেদ রোগ- ফাইটো, ফিউকাস।
মোটা হওয়ার প্রবণাতা – এমন ব্রোম, ফিউকাস, ক্যাল্ক, ফাইটো, থাইরেয়েড।
স্ক্রুফলা – ইথিয়প্স, ফেরাম আয়ো, ষ্টিাস, মার্ক, ক্যাল্ক সালফ।
পুঁয়ে পাওয়া – এবোটে, আয়োড, নেট্রাম মিউ, আর্স আয়ো।
পরিপুষ্টিহীনতা – এলফালফা, ক্যাল্ক, ফস।
গণ্ডমালা- ইথিয়প্স ফেরাম অয়ো, সিষ্টাস, মার্ক, ক্যাল্ক, সালফ, থাইরয়েড।
জীবনীশক্তির হীনতা – ফস এসি, চায়না।
শুস্কতা রোগ – ওলি জেকেরিস, আর্স, আয়োড।
মৃগী রোগ – এবসিস্থ, আর্টমিশিয়া, সোলেনাম ক্যারা, ফেরাম সায়ান, কুপ্রাম, হাইড্রো এসি, সাইলি, ক্যাল্ক আর্স, ওয়েন্যান্থি।
সন্ন্যাস রোগ- ওপি, ফস, আনি, বের।
সমুদ্রপীড়া- এপোমফি, পেট্রল, কক্কু, নাক্স ভম, টেবে।
পর্বতপীড়া – কোকা।
গাড়ী চড়িলে বমন – কক্কু।
মদতায় – কয়ারকাস, এভেনা, ক্যাপ্সিকাম, নাক্স ভম।
সন্তরণকারীদের চুলকানি – এন্টিম টার্ট।
হিমাঙ্গ অবস্থা – ক্যাম্ফর, মফিন, ভেরেট, আর্স।
মফিয়া অভ্যাস – এভেনা।
সুরাস্পৃহা-ক্যাপ্সিকাম।
গলগণ্ড – লাইকোপাস, পাইলোক।
জলাতঙ্ক – জ্যান্থিয়াম, এনাগেলিস, ক্যান্থারিস।
প্রদাহ যে কোন কারণে) – একোন, বেল, ফেরাম ফস, সালফ।
কামলা রোগ – সিয়োনান্থ, কোলেষ্ট ব্রায়ো, চায়না, মাইরিকা, পডো,মার্ক, চেলিডো, ক্যালি ফস, নেট্রাম ফস।
কামলা রোগ শিশুদের – লিউপুল ক্যামো।
কামলা রোগ – রক্তদুষ্টিহেতু- টি.এন.টি (ট্রিাটিল)।
প্লেগ – ইগ্নে, অপারকিউ।
ঊার্ধকাজ ক্ষয় – অপারেকিউ, ব্যারাইটা।
গোদ রোগ – ইলেইন, আর্স, হাইড্রোকোটা, লাইকো।
বর্ধনশীল বেদনা – ফস এসি, গুয়াই ক্যাল্ক ফস।
নিদ্রারোগ – নাক্স মস্কো, ওপিয়াম, জেলস, এটক্সিল।
নিদ্রাহীনতা – টেলা এওে, কফিয়া, ইগ্নে সিমিসি, জেলস, ওপি (উচ্চশক্তি), ড্যাফনি, হায়োসা, হাইড্রোব্রোম।
স্বপ্ন-সঞ্চারণ – ক্যালি ফস, ক্যালি ব্রোম।
আঘাত – আনি, বেলিস।
সর্ববিষ প্রতিষেধক – গোলণ্ড, সিড্রন, জিম্নমা সিলভ, গুয়াকো, সেলাজিনেলা।
অগ্নিদগ্ধ – ক্যান্থা, অর্টিকা, পিক্রি এস।
ব্যাঙের ছাতা বিষাক্ততা – এবসিন্থ।
পয়জন ওক বিষাক্ততা – এ্যানাকাডি, জেরোফাই, গ্রিণ্ডেলি, সাইপ্রিসি, রাস, ক্রোটন, গ্র্যাফাই, ইরেকট।
পচা মাংস হইতে বিষাক্ততা – আর্স ক্রিয়োজো পাইরোস।

 

সমাপ্ত


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev