শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

এন – ৪১ (যৌন দুর্বলতায় কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১:৪৮ অপরাহ্ন

এন – ৪১ যৌন দুর্বলতা জনিত 

Damiana N- 41 Sexual Weakness Drops

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতকারী : আল নূর মেডিকা (প্রা:) লি: লাহোর, পাকিস্থান।

কার্যকারিতা :  বীর্য পাতলা, সাধারণ দুর্বলতা, শারীরিক দুর্বলতা, অতিরিক্ত দৈহিক ও মানসিক পরিশ্রম জনিত, স্নায়ুবিক দুর্বলতা এবং অন্যান্য রোগের কারণে দুর্বলতায় অত্যান্ত কার্যকরী। এছাড়াও যৌন দুর্বলতায় বেশ কার্যকর।

বলা যেতে পারে যাবতীয় যৌনব্যাধি নিরাময়ে উৎকৃষ্ট ঔষধ। ইহা সেবনে যৌন ইন্দ্রিয় সক্রিয় হয় যৌন ক্ষমতা বাড়ে, দ্রুত বীর্যপতন দুর করে, যৌন উত্তেজনার অভাব, যৌনরোগের শিথিলতা, স্নায়ুবিক দুর্বলতা, পুরুষত্বহীনতা, সহবাসের সময় ১/২ মিনিট অথবা তার আগেই বীর্য বাহির হয়ে যাওয়া। শুক্রানু না থাকা, শুক্রানু শূন্য, ধ্বজভঙ্গসহ যে কোন যৌন সমস্যা নিরাময়ে এন – ৪১ ঔষধ খুব কার্যকরী।

সেবন বিধি : তরুণ রোগের ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ একঢোক পরিমাণমত পানিতে মিশিয়ে ২ থেকে ৩ বার সেবন খাবার ১৫ মিনিট আগে অথবা খাবার ১৫ মিনিট পরে ঔষধ সেবন করুণ। আরও ভালো ফলাফলের জন্য প্রয়োজনে – Stem Plus Tab / Alfa Tone Syrup খেতে পারেন।

Stem Plus Tab  Alfa Tone Syrup

বিশেষ:দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

সর্তকতা : বিশেষ করে গর্ভবতী মহিলার ঔষধ খাবার আগে একজন রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্ষে ঔষধ সেবন করবেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : এন-১০১ ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া  আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন  “লাইক – কমেন্ট “ করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev