শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

এইচ আর – ১৮ (পুরুষ বন্ধ্যাত্বের চিকিৎসায় কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৪:২৩ অপরাহ্ন
এইচ আর - ১৮ (পুরুষ বন্ধ্যাত্বের চিকিৎসায় কার্যকর)

এইচ আর – ১৮ (পুরুষ বন্ধ্যাত্বের চিকিৎসায় কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তত প্রণালী : এইচআর মাসুদ/হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

ব্যবহার : এইচ আর – ১৮ পুরুষ বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহার করা হয়।

আরও পড়ুন – এইচ আর – ৪০ (পুরুষত্বহীনতায় কার্যকর)

এইচ আর – ১৮ পুরুষ বন্ধ্যাত্বের বর্ণনা :
এইচ আর – ১৮, যৌন বা স্নায়বিক ও শারীরিক দুর্বলতার কারণে পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে নির্দেশিত হয়।

ক/ শুক্রাণুর সংখ্যা কম বা শুক্রাণুর অচলতা নির্দেশিত।

খ/ যৌন বা কামশক্তি বৃদ্ধিতে উপকারী।

গ/ সংক্রমণের কারণে বন্ধ্যাত্বে কার্যকরী।

ঘ/ ঘন ঘন নির্গমনের কারণে গাউট ব্যথা উপশম করে।

ঙ/ এছাড়াও পুরুষ হরমোন সমস্যা থাকে সেটা স্বাভাবিক করে তোলে।

এইচ আর – ১৮ পুরুষ বন্ধ্যাত্বের ভূমিকা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে পুরুষ ফ্যাক্টর বন্ধ্যাত্বকে বীর্য বিশ্লেষণে ≥১ অস্বাভাবিকতার উপস্থিতি বা অপর্যাপ্ত যৌন বা বীর্যপাত ফাংশনের উপস্থিতি হিসাবে ধরা হয়।

আরও পড়ুন – কেন্ট ১৬ (পুরুষ যৌন দুর্বলতায় কার্যকর)

এইচ আর – ১৮ পুরুষ বন্ধ্যাত্বের কারণ :
বন্ধ্যাত্বে অনেক কারণ থাকতে পারে, পুরুষ বন্ধ্যাত্বে অবদান রাখতে পারে যেমন –

১/ শুক্রাণু উৎপাদন কম ।

২/ শারীরবৃত্তীয় অস্বাভাবিকতা।

৩/ কম টেস্টোস্টেরন।

৪/ টেস্টিকুলার ট্রমা।

৫/ জেনেটিক কারণ বা ইমিউনোলজিক্যাল অবস্থা।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৭২ (হস্তমৈথুনের কুফল)

এইচ আর – ১৮ পুরুষ বন্ধ্যাত্বের লক্ষণ :

ক/ অণ্ডকোষ ব্যথা, ফোলা বা পিণ্ড।

খ/ বারবার শ্বাসযন্ত্রের সংক্রমণ করে।

গ/ গন্ধে অক্ষমতা।

ঘ/ অস্বাভাবিক স্তন বৃদ্ধি।

ঙ/ মুখের বা শরীরের লোম কমে যাওয়া।

চ/ স্বাভাবিকের চেয়ে শুক্রাণুর সংখ্যা কম ।

এইচ আর – ১৮ পুরুষ বন্ধ্যাত্বের ইঙ্গিত :
শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, পুরুষ বন্ধ্যাত্ব হরমোনের ভারসাম্যহীনতা, বা আচরণগত সমস্যার কারণে হতে পারে। অধিকন্তু, উর্বরতা একজন মানুষের সামগ্রিক স্বাস্থ্যকে প্রতিফলিত করে। পুরুষরা, যারা স্বাস্থ্যকর জীবনযাপনে বাস করে, তাদের সুস্থ শুক্রাণু উৎপাদনের সম্ভাবনা বেশি। এইচ আর – ১৮ পুরুষদের যৌন জীবনীশক্তি বাড়ায় এবং আপনার জীবনকে সুস্থ ও সুখী করে তোলে।

আরও পড়ুন – সেলিনিয়াম ৩x

এইচ আর – ১৮ পুরুষ বন্ধ্যাত্বের ফার্মাকোলজি :
এইচ আর – ১৮ পুরুষদের মধ্যে যৌন হরমোন উৎপাদন বাড়ায়। এইচ আর – ১৮ টেস্টোস্টেরনের বৃদ্ধি করে (পুরুষদের মধ্যে এবং যৌন ইচ্ছার বৃদ্ধি করে)। এইচ আর – ১৮ শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা এবং স্বাস্থ্য বাড়ায়, অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডিগুলির প্রভাব হ্রাস করে। এইচ আর – ১৮ হল পুরুষ প্রজনন সিস্টেমের জন্য সামগ্রিক উর্বরতা টনিক৷ ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসার জন্য এটি পুরুষ শরীরকে DHEA (Dehydroepiandrosterone) তৈরিতে সাহায্য করে। এইচ আর -১৮-এ টিবুলাস টেরেস্ট্রিসের একটি বৈশিষ্ট্য রয়েছে এবং এটি পুরুষত্বহীনতা এবং কম লিবিডোর মতো যৌন কর্মহীনতার চিকিৎসায় ব্যবহৃত করা হয় । ট্রিবুলাস টেরেস্ট্রিস টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে, যা পেশী ভর বাড়াতে সাহায্য করে। টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পেশীগুলির পুনরুদ্ধার করে, এবং প্রোটিন সংশ্লেষণ বাড়ায়, বা জীবিত কোষগুলি তাদের উপাদান অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করে। ক্রোমোজোমের ডিএনএ-তে বাহিত জেনেটিক তথ্যের উপর ভিত্তি করে। এটি ইতিবাচক নাইট্রোজেন ভারসাম্য রক্ষা করে। এই ক্রিয়াগুলির সংমিশ্রণ সবগুলি পেশীর ভরকে শক্তিশালী করতে এবং বৃদ্ধি করতে সহায়তা করে। শুক্রাণুর গতিশীলতা এবং একটি শুক্রাণুর স্ত্রী ডিম্বাণুতে প্রবেশ করার ক্ষমতা, সেইসাথে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি এবং ঘনত্ব, মহিলা ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এইচ আর – ১৮ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। সুস্থ হলে প্রতিদিন ৩ বার সেবন করুন। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচ আর – ১৮ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev