বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

স্তন ক্যানসার

আরোগ্য হোমিও হল / ৫৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

স্তন ক্যানসার (BREAST CANCER)

হোমিও চিকিৎসায় আরোগ্য

ডাঃ অরবিন্দ সরকার

স্তন (Breast) :- বুকের উপরের সম্মুখবর্তী আকৃতিদ্বয় মত। স্তন সম্মন্ধীয় গ্রন্থি একটি মিশ্র এলভিওলার গ্রন্থি দ্বারা তৈরী যাহা ১৫ থেকে ২০ টি গ্রন্থির কোষের ভাগ, যাহা একের সাথে অন্যটি ভিন্ন, একটি করে মধ্যভাগ প্রাচীর দ্বারা । প্রতিটি গ্রন্থি ভাগের মধ্যে ছিদ্র রয়েছে দুধ নিঃসরনকারী গ্রন্থির সরুপথ (লেফটি ফেরাস ডাট) দ্বারা, যাহা উম্মুক্ত হয়েছে দুধের বোটাতে। স্তন সম্মন্ধীয় গ্রন্থি নিঃসরন করে দুধ যাহা ব্যবহৃত হয় শিশুর খাদ্য হিসেবে।

স্তন ক্যানসার (Breast Cancer)

স্তন ক্যানসার (Breast Cancer)

Breast Mammary Gland in Midsagittal Section

বৃদ্ধি (Development) :-
যৌবনের সময় ইস্ট্রোজেন ওভারী হইতে উত্তেজনা জন্মায় এবং বৃদ্ধি করে গ্রন্থির গোলাকৃতি সরুপথের বিধান। গর্ভাবস্থার সময় প্রোজেক্টরন নিঃসরন হয় করপাস লুটিয়াম দ্বারা এবং প্লাসেন্টা কাজ করে একত্রিত ইস্ট্রোজেন সহ আনয়ন করে এলভূলির সম্পূর্ন বৃদ্ধি ঘটাতে। বাচ্চা প্রসবের পর প্রোলেকটিন এড্রিনাল করটিকয়েডস এর সাথে যুক্ত হয়ে দুধ তৈরী করে এবং অক্সিটোসিন পোষ্টেরিয়ার পিটুইটারী হইতে দুধ দিতে প্রবৃত্ত করে। দুধ টানা বা দোহন প্রতিবর্তী ক্রিয়া হিসাবে উত্তেজিত করে দুধ নিঃসরন এবং দুধ নির্গত হওয়া ।

গর্ভবতী হলে স্তনের পরিবর্তন :-
গর্ভ হওয়ার প্রথম ৬ হইতে ১২ সপ্তাহে সম্পূর্নতা এবং কোমলতা, ইরেকটাইল টিস্যু বৃদ্ধি হয়, বোটার মধ্যে গোটাগুলি ভর্তি হয়, বোটার চারিপার্শ্বে রং অবস্থান করতে থাকে এবং বোটা কালচে তামাটে রং এর হয় এবং কোন ক্ষেত্রে কালো রং হয় এবং সামান্য কয়েক ফোটা তরল বস্তু বের হয়। পরবর্তী ১৬ হইতে ২০ সপ্তাহে ২য় পর্যায়ের এরিওলা দেখায় ছোট সাদাটে রং এর দাগ। কারণ সিবাসিস গ্লান্ড বড় হয়।

বায়ো কম্বিনেশন ২৫

ডাকটাল কার্সিনোমা ইনসিটু অব দি ব্রেষ্ট :-
এক গুচ্ছ অসাধারণ কোষ দুগ্ধ নিঃসরন পথে। পূর্বে ইহার বৃদ্ধি হলে জীবনের ভয় থাকে না। ইহার চিকিৎসা হীন অবস্থায় ৫০% রোগীর ডাকটাল কার্সিনোমা আই, এস, বৃদ্ধি করে দুষ্ট ক্যানসার এর প্রবনতা। কারণ এই কোষ জন্মায় ডাক্ট এর মধ্যে, তারা বৃদ্ধি হয় অনুভবতার যোগ্য পিন্ড। যাহা প্রথম দিকে মেমোগ্রাফী দ্বারা রোগ নিরুপন করা যায়।

স্তন ক্যানসারের শ্রেণী বিভাগ :- স্তনে সারধাণতঃ তিন শ্রেণীর ক্যানসার হয়।
প্রথমত : কোলইড ক্যানসার (Colloid Cancer) – বা আঠাল ক্যানসার-এটি কাটলে এর মধ্যে কোমল গদের মত পদার্থ থাকে। স্তনে শতকরা একভাগ মাত্র হয়। কোন সময় বিরাট আকার ধারণ করে। জিলাটিনের মত অস্বচ্ছ আকার নেয় ।

দ্বিতীয়ত :- স্কিরাস ক্যানসার (Scirrhous Cancer ): এই প্রকার ক্যানসার স্ত্রীলোকদের স্তনে শতকরা পাঁচভাগ হয়। এটি খুবই শক্ত ও দৃঢ়, অস্ত্রের দ্বারা কাটলে ঈষৎ নীল বর্ণ দেখা যায় ।

তৃতীয়ত :- স্কিরাসকার্সিনোমা (Scirrhous Carcinoma) :- এটা শক্ত ধরনের ক্যানসার। এটাই বেশী দেখা যায়। শতকরা ষাট ভাগ হয়। ডেলাটা বেশ শক্ত তবে চারিধারে অসমতল বা অনিয়মিত। প্রথম অবস্থায় এদিক ওদিক নরানো যায়, পরে এটা এঁটে যায়, তখন নরান যায়না। স্তনের বোঁটা সংকুচিত হয়, পিছিয়ে যায়, উপরের চর্ম খস খসে ভাজযুক্ত হয়ে যায় ।

আরও পড়ুন- ক্ষুদ্রাকৃতি স্তনের আকৃতি বড় করতে হোমিওপ্যাথিক চিকিৎসা

স্তনের ক্যানসার এর লক্ষণ সমূহ :-
স্তনের ক্যানসার এর নিম্ন বর্নিত লক্ষণ সমূহকে উল্লেখযোগ্য লক্ষণ হিসাবে বর্ননা করা যায়। এটি বিশেষ করে দেখা যায় জীবনের পরিবর্তনের পূর্বে বা পরিবর্তনের কালে(অর্থাৎ ঋতু বন্ধের পূর্বে বা কালে)। ৩৫ থেকে ৫০ বছর বয়সের মধ্যে। প্রথমে স্তনের গ্লান্ডসমূহের মধ্যে লাম্প আকারে দেখা যায় সেটা নরম বা শক্ত হতে পারে। প্রথমে কোন যন্ত্রনা থাকে না এই হেতু এটাকে অবহেলা করা হয। (কিন্তু এই প্রথম অবস্থাতেই আরোগ্য করবার উপযুক্ত সময় তখন ওটা উন্মুক্ত হয়নি, ক্ষত সৃষ্টি বা যন্ত্রনার সৃষ্টি হয়নি)। এটি যত বৃদ্ধি পায় সংলগ্ন অংশ কুঞ্চিত হয়ে যায়, অন্যদিকে চারিপার্শ্ববর্তী বা গোলাকার স্থান স্ফীত দেখায়, শক্ত হয়, অসমান দেখায়। ঐ স্ফীতি ততদিন শক্ত থাকে যতদিন না ঐ স্থানটি উন্মুক্ত হয়ে ক্যানসারের উৎপত্তিতে পরিনত হচ্ছে। ঐ উন্মুক্ত ক্ষত থেকে রক্তাভ জলের মত স্রাব হতে থাকে, ক্ষতের ধারগুলি মোটা মত ও উত্তেজনা সৃষ্টি কারী জ্বালা যুক্ত হয়। ক্ষত থেকে স্রাব অত্যন্ত দূর্গন্ধযুক্ত হয়। এর শেষ অবস্থায় বগলের গ্রন্থি সমূহ আক্রান্ত হয় স্ফীতি হয় এবং হাত থেকে আঙ্গুল পর্যন্ত ফোলে ও শক্ত হয়। যদি অস্থি আক্রান্ত হয় তাহলে রক্তাভ জলবৎ দূর্গন্ধ স্রাব সহ শ্বাসকষ্ট দেখা যায়। যদি হাত দিয়ে আক্রান্ত স্থানটি নড়ান না যায়, দৃঢ় হয়ে থাকে এবং ঐ প্রকার দূর্গন্ধ স্রাব দেখা যায় তখন জানতে হবে স্ট্রানাম অথবা রিবের অস্থি আক্রান্ত হয়েছে এবং আরোগ্য সময় পেরিয়ে গেছে।

স্তনের ক্যানসার পরীক্ষার পদ্ধতি :-
আনুসাঙ্গিক উপদেশ, স্তন পরীক্ষা কালে জোরে চাপ বা আঙ্গুলের ডগা দিয়ে চাপ দেওয়া যাবে না। খুবই ভদ্র, নম্র ও সহানুভূতি সহকারে পরীক্ষা করতে হবে। আঙ্গুল দিয়ে যেমন মেঝে থেকে একটি বলকে তোলা হয় সেই মত আক্রান্ত স্থানটি ধরতে হবে এবং দেখতে হবে স্পর্শে কি অস্বাভাবিকতা বোধ হচ্ছে। ঐটি কি শক্ত মত অথবা গুটলে মত বোধ হচ্ছে, কোন শক্ত মাংস পিন্ড বা গুটলে মত স্তনে দেখা যাচ্ছে কি? শক্ত জমাট মাখনের মত বোধ হচ্ছে কি? ক্যানসারের যন্ত্রনা দেহে সূচ ফুটানো যন্ত্রনার মত। মনে রাখতে হবে যে ক্যানসার হলেও যন্ত্রনা না থাকতে পারে। রোগটি যত এগিয়ে যাবে এবং যন্ত্রনা তত বাড়বে এবং সর্বক্ষন থাকবে ।

আরও পড়ুন- স্তনে ব্যথা হওয়ার কারণ কী ও প্রতিকার

যদি স্তনের বোঁটা ঢুকে যায় এবং জলের মত রক্তাভ স্রাব বা পূজের মত সাদা স্রাব হয় ঐ বোটা থেকে বা তা নির্গত হতে থাকে তাহলে সেটা ক্যানসার ছাড়া কিছুই নয়। মাংসাল টিউমার এবং গ্লান্ডের বি-বৃদ্ধিসহ দৃঢ়বোধ সেটা কখনও ভুল হবার নয়। ক্যানসার এর ভাবী ফল জানবার জন্য রোগীর সাধারন স্বাস্থ্য এবং জীবনের অভ্যাস সমূহ অবশ্যই বিবেচনা করে দেখতে হবে। রোগীনি কি খুবই উৎকণ্ঠিত? অথবা দীর্ঘদিন থেকে নানা অসুখে ভুগে চলেছে? প্রচুর পরিশ্রম করেছে। এবং এইসব কারণে কি তার জীবনী শক্তি খুবই দুর্বল হয়ে পড়েছে? সেকি অনেক সন্তানের জননী হওয়ার জন্য খুবই দুর্বল হয়ে পড়েছে? কোন অপারেশনের জন্য কি তার স্বাভাবিক প্রতিরক্ষা শক্তি দুর্বল হয়েছে? সে কি ঋতু বন্ধকাল অতিক্রম করেছে অথবা ঋতুবন্ধকাল সমীপবর্তী, তা হলে রোগ আক্রমনের অনুকূল অবস্থা। যদি তার কোন প্রকার হজমের গোলমাল থাকে সেটা অবশ্যই আরোগ্য করতে হবে ক্যানসার আরোগ্যর আগে ।

যদি কোন স্রাব নিঃসরন থাকে যেমন- রক্তস্রাব, লিউকোরিয়া, ডায়াবেটিস, রক্তস্রাবী অর্শ, ক্রনিক ডায়েরিয়া ইত্যাদি সেগুলি অবশই বন্ধ করতে হবে উপযুক্ত চিকিৎসা দিয়ে। যে কোন উপসর্গই থাকুক যা জীবনীশক্তিকে হীন করে ফেলে তাকে চিকিৎসার দ্বারা আগে আরোগ্য করতে না পারলে ক্যানসার আরোগ্য করা যাবেনা। যখন চিকিৎসক তাকে ভাল করার চেষ্টা করবে সে তত খারাপের দিকে যাবে। কোন জরায়ুর বা ওভারির উপসর্গ থাকলে অবশ্যই আরোগ্য করতে হবে স্তনের ক্যানসার আরোগ্যর পূর্বে।

আরও পড়ুন- স্তনে ব্যথা হওয়ার কারণ কী ও প্রতিকার

ভুলে গেলে চলবে না যে প্রতি ৪টি, ৫টি স্তনের ক্যানসারের মুলে থাকে একটি জরায়ুর বা ওভারির রোগ ।
এটা প্রমাণিত সত্য যে, স্তনের ক্যানসার এর অভ্যন্তরে জরায়ু বা ওভারির উপসর্গই রোগের মুল কারণ, সেখানে স্তনটি কেটে বাদ দেওয়া কতখানি ছেলেমানুষী। রোগীকে কখনও অগ্নিতাপে বা বেশীরৌদ্র তাপে থাকতে দেবে না চিকিৎসা চলাকালীন এমন কি আরোগ্য হওয়ার কয়েক বৎসর পর্যন্ত । যদি তবৎসর এর মধ্যে ক্যানসার ফিরে না আসে তাহলে তার আর ক্যানসার ফিরে আসবে না ।
Diagnosis: Proper diagnosis can be done by mammography and obtaining tissus for microscopic examination.

স্তন ক্যানসার (Breast Cancer) চিকিৎসা :-
ডাঃ কেন্টের মতে :- এলুমিনা, এপিস, আর্জ-নাই, আরনিকা, আর্স, আর্স-আয়ো, এস্টারিয়াস অরাম, আর্স, অরাম-মিউর- ন্যাট্রো, বার্ডি, বেল, বেলিস, পেরি, ব্রোম, ব্রায়ো, বিউফো, ক্যালক, কার্ব-এ্যানি, কার্ব-সা, কার্ব-ভেজ, কষ্টি, চিমাফিলা, সিস্টাস, ক্লিমেটিস, কলোসিন্থ, কোলি, কন্ডুরাঙ্গো, গ্রাফাইটিস, হিপার, হাইড্রাস, কেলি-কার্ব, ত্রিয়োজোট, ল্যাকে, লাইকো, মার্ক, মার্ক-প্রোটো-আয়ো, নাই-এসি, অক্সালিক এসিড, ফস, ফাইটো, সোরিনাম, পালস, স্যাঙ্গো, সিপি সাইলি, সালফ, থুজা, টিউবার। স্তনের ক্যানসার রাত্রে যন্ত্রনা-এাস্টিরিয়াস-রিউবেন্স ।

ডাঃ বরিকের মতে- আর্স-আয়ো, ব্যারা-আয়ো, ব্রোমি, বিউফো, কার্বো-এসি, কার্সিনোসিন, কন্ডুরাঙ্গো, কোনি, মর্ফিক- এসি, গ্রাফাইটিস, হাইড্রাস, ফাইটো, প্লাম্বাম-আয়ো, ন্যাট্রাম-কেকো (Natrum Cacodyl)- সিরিনাম ।

নারের মতে :- এলুমিনা, এনাগে, এপিস, আর্স, এস্টি-রি, অরাম-মি-ন্যাট্রোনেটাম, ব্যাডিয়াগা, বেল, ব্রোমি, বিউফো, কার্বো- এ্যানি, চিমাফিলা, সিস্টাস, ক্লিমেটিস, কলোসি, কোনি, ডাল, গ্রাফাইটিস, হিপার, হাইড্রাস, ক্রিয়োজোট, ল্যাপিস, নাই-এসি, অক্সালিক-এসি, ফাইটো, সোরি, সিপি, সাইলি, থুজা, টিউবার।

আরও পড়ুন- স্তনের চাকা কী ক্যান্সারের আতংক

স্তনের স্কিরাস ক্যানসার— কোনি, ফাইটো।
প্রথমাবস্থায় যখন গ্লান্ড আকারের—- হাইড্রাস ।
নরম এবং খারাপ বা অবনতির অবস্থা- হাইড্রাস ।
হুল ফোটান ও জ্বালাকর বেদনা- — এপিস, কন্ডু ।
ফোলা স্থানে থেকে লাল দাগ ছড়িয়ে পড়ে- — বেল।
বগলের গ্লান্ড ফুলে উঠে- — কার্বো এ্যানি।
উন্মুক্ত হওয়ার পর জ্বালা- — এপিস।
ধারে জ্বালা করে পচা-পনিরের মতো গন্ধ—- হিপার ।
জ্বালা- বাহ্যিক উত্তাপে উপশম- —- আর্স।
পুরাতন ক্ষতিচিহ্ন বার বার পূজ হয়েও সারতে চায় না — গ্রাফাইটিস।
টিউমারে লালচে দাগ, রক্ত বের হতে থাকে, ক্রমশ

স্তনটিকে জুড়ে বসে ৮ ইঞ্চি মত ব্যাস নিয়ে এবং দূগন্ধ ক্ষতকারী- — এ্যাসটেরিয়াস-রিউ।
এপিথেলিওমা : হাইড্রাস বিবৃদ্ধি প্রদাহান্বিত, খুবই যন্ত্রনাযুক্ত এবং মুক্ত হাওয়ায় বৃদ্ধি- —- ফস।
ছুড়ি ঢোকান মত–— ল্যাকে।
তার সাথে সহজে রক্ত বের হয়-– ফস।
স্তনে লাল দাগ—- কার্বো-এ্যানি, ডান দিকে এপিস ।
ফিরাস শ্রেণী-– আর্জ-নাই, এস্টি-রিউ, ব্রোমিয়াম, বিউফো, কার্বো- এ্যানি, ফাইটো, সার্সা, সাইলি, সালফার।
স্কিরাস-জ্বালাযুক্ত-— সিপিয়া ।
স্কিরাস ক্ষত ও দূর্গন্ধযুক্ত রক্তাভ স্রাব সহ মাংস খসে পরে—-কন্ডুরাঙ্গো।
স্কিরাস অথচ শক্ত, ঋতু বন্ধকালে আবির্ভাব, আকারে ডিমের মত— ব্রোমিয়াম ।
ঐ ভারীমত—– কোনি ।
আঘাত জনিত- —- হাইপেরিকাম ।
স্কিরাস বাম দিকে—– কার্বো-এ্যানি।
ঐ বাম দিকে খুব যন্ত্রনাদায়ক, ঠান্ডা হাওয়ায়, রাত্রে, পূর্ণিমায় এবং বৃদ্ধি ঘর্মকারে বৃদ্ধি– —- ক্লিমেটিস।

স্কিরাস ডান স্তনে ১ ইঞ্চি ডায়ামিটার, শক্ত কিন্তু নারান যায় এবং বোটাটি ভিতরে ঢুকে যায়-চিমাফিলা-আম্বেলিটা। স্কিরাস ডান স্ত
নের, গোটা বক্ষদেশ শক্ত মত এস্টিরিয়াস
— রিউবেন্স ।
ঐ ডান দিকের চুলকানি সহ—- সাইলি ।
তীব্র তীর বিদ্ধের ন্যায় যন্ত্রনা– —- কোনিয়াম।
ঐ চর্ম, বগলের গ্লান্ড আক্রান্ত-—- কন্ডুরাঙ্গো।
পাথরের মত শক্ত এবং একটি কাপের মত বড় হয়– — কোনি ।
যন্ত্রনার জন্য ঘুমাতে পারে না— এ্যান্টি রিউ।
পচা পনিরের মত দূর্গন্ধ সহ হুলফুটান ব্যাথা—- হিপার।

আরও পড়ুন- নবজাত শিশু স্তনে দুগ্ধ পানে অক্ষম

ডাঃ লিলিয়েস্থাল এর মতে :- আর্স, আর্স-আয়োড, অরাম-মিউ, এ্যাসটেরিয়াস-রিউবেন্স, ব্যাডি, ব্যারা, বেল, ক্যালফ, ক্যাল- অক্সি, কার্বো-এ্যানি, কার্বোভেজ, ক্যামো, চিমাফিলা, সিষ্টাস, সিপি, ক্লিমেটিস, কোনিয়াম, গ্রাফাইটিস, হিপার, হাইড্রাস ল্যাকে ল্যাপিস, লাইকো, ন্যাট্রাম, ন্যাট্রাম-মিউ, নাই-এসি, ফস, ফাইটো, সাইলি, সালফ, ট্যারেন্টুলা, থুজা, জিঙ্ক।

ডাঃ জে.এইচ.ক্লার্ক এর মতে :- ব্যডি, ব্যারা-আয়ো, ব্রোমিয়াম, কার্বো-এ্যানি, চিমাফিলা, গ্রাফা, লোবেলিয়া-এরিনাম, সার্সা, সিরিনাস।

এলুমেন (Alumen) :– স্তনের ক্যানসার। বাচ্চা দেওয়ার পরে প্রকাশিত বোটায় প্রদাহান্বিত ক্ষত। (ক্লার্ক)।

এনানথেরাম (Anan therum) :- স্তনের টিউমার। নালী ঘা, শক্ত। নাকের মাথায় ছোট টিউমার। (ক্লার্ক)।

এপিস (Apis) :- স্তনের ক্যানসার। ওভারির আক্রমন সহ বোঁটা অন্তপ্রবিষ্ট। স্তনের স্কিরাস ও উন্মুক্ত ক্যানসার। এর সাথে হুল বেঁধা ও জ্বালাকর যন্ত্রনা। বোধসহ বিশেষতঃ পুরান স্তন প্রদাহে যারা ভোগে, দুর্বল, উদরে খালি বোধসহ ক্ষুধা হীনতা । এর চরিত্রগত মূত্র লক্ষণ শ্রেষ্ঠ নির্দেশিকা। এবং মূত্র যন্ত্রের অসুস্থ উত্তেজক অবস্থা । শক্তি ৬, ১২, ৩০, ২০০। (টি, এস, লায়ার) স্তনের ক্যানসার সহ তীব্র জ্বালাকর যন্ত্রনা এবং অল্প প্রসাব । (ক্লার্ক)।

স্তনের ক্যানসার টিউমার এ তীক্ষ্ণ, তীব্র ব্যাথা, চর্ম কালচে বেগুনী রং, হালকা হলুদ রং এর স্রাব। তাপে ৩x শক্তি দেখা যায় প্রয়োজনীয়। এপিস এর সংবেদনশীল । কাজ ধীর, তারাতারী পরিবর্তন আনেনা । প্রস্রাব বারলে শুভ ফলের (ডাঃ চূগা) নিদর্শন ।

এপোসাইনাম (Apocynum) :- স্তনের এডিনয়েড বৃদ্ধিতে দ্রাবক হিসেবে ব্যবহৃত (স্থানীয় প্রয়োগ)। অনুভূতি অত্যন্ত কমে যায় । ঝিমানো এবং মনের হত বুদ্ধি অবস্থা । (ডাঃ চূগা)।

আর্নিকা (Arnica) :- ক্ষতযুক্ত, দুর্বল এবং তেথলানো অনুভব, পতন বা আঘাতের পর ।(ডাঃ চূগা)।

আর্সেনিক (Arsenic) :- ক্যানসার এর প্রবনতায় এটি আরোগ্য আনে সাধারণতঃ ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর সাথে সদৃস্য বস্তুর ন্যায়। (আভ্যন্তরিক বা জন্মগত অবস্থা প্রভাবিত করে রোগের অথবা দলগত রোগে মেটাবলিক অথবা গঠন গত অনিয়মে) অন্যান্য আরোগ্য অধিক কাজ করে যদি ক্যানসার নিদর্শন করে। ইহা বলা হয় যে এটি সুনির্দিষ্টভাবে লিউপাস এর উপর কাজ করে। অথবা সুনির্দিষ্ট টিউমার যা ক্যানসার হতেও পারে নাও হতে পারে। যেখানে তীক্ষ্ণ, জ্বালাকর যন্ত্রনা, দুর্বলতা, ক্লান্তিকর এবং ঠান্ডা পানিতে তৃষ্ণা, টকে আকাঙ্খা, ঠান্ডা পানিয়ে বৃদ্ধি, গরম পানীয়ে উপশম । যা খায় সংগে সংগে বমি হয় । শক্তি ৩x ৬, ৩০ । (দে)।

স্তনের ক্যানসার । রাত্রে আগুনের মত যন্ত্রনা। অত্যন্ত অস্থিরতা, দুর্বলতা, কৃষতা। বাহিরের তাপ এবং গরমে যন্ত্রনা কমে। (টি, এস,লায়ার)।

আর্সেনিক বিস্ময়কর উপশম কারী স্তনের গ্লান্ডসমূহে এবং ইউটেরাস ক্যানসার এর ক্ষেত্রে। তীব্র জ্বালাকর যন্ত্রনা যখণ সম্পূর্ন অদৃশ্য হয় সেই অনারোগ্য ক্ষেত্রে। (কেন্ট)।

আর্স-আয়োড (Ars-lod):- স্তনের ক্যানসার ক্ষত প্রকাশের পর। বিরক্তিকর, হাজাকারক বা ক্ষত কারক স্রাব নির্গত ।(বরিক)।

টিউমার এপিথেলিওমা সহ ডাঃ ডব্লিউ বি,উয়েলস(Dr. W.B. Wells)– আরোগ্য করেন একটি রোগী যার বাম বগলের টিউমার ছিল । টিউমার টি যন্ত্রনাদায়ক এবং সংবেদনশীল বা অনুভূতিপ্রবন ছিল । বাম স্তন বৃদ্ধি প্রাপ্ত, শক্ত, অত্যাধিক ক্ষতযুক্ত। বোটা অন্ত প্রবিষ্ট (ক্লার্ক)।

স্কিরাস জাতীয় শক্ত যন্ত্রনা দায়ক স্তনের ক্যানসার যাতে ঘা শুরু হওয়ার পর, বিরক্তীকর, হাজাকর জাতীয় সমস্ত স্রাব নির্গত । (ডাঃ চূগা)।

এ্যাসটেরিয়াস-রিউবেন্স (Asterias-Rubence):- স্তনের ক্যানসার। বোটার চারিদিকে যে বোটা ভিতরে ঢুকে যায় । অসমঞ্জিত বালিপ্ত, মসৃন কালচে নীল বর্নের লালাভ দাগ যা ক্ষতে পরিনত হয়। এর স্রাব অত্যন্ত পচা গন্ধযুক্ত ক্ষতকর, ধারগুলি ফ্যাকাসে বর্নের শক্ত ও বিকৃত রূপের, বুকের মধ্যে খানের অস্তির চর্ম ফুলে উঠে এবং যন্ত্রনা যুক্ত হয়, বগলের গ্লান্ড সমূহ ফোলে, শক্ত হয়, গাঁট মত হয়, রাত্রিকালে ছুরিবেধা যন্ত্রনা। শক্তি- ৩,৬,১২,৩০। (লিলিয়েন্থাল)।

আরও পড়ুন- র‌্যাক্স নং- ৮১ (স্তনের সৌন্দয্য বধন)

স্তনের ক্যানসারাস শক্ত টিউমারে এটি প্রধান কাজ করে। এরূপ অনেকগুলি ঘটনা তালিকা পুস্তকে রয়েছে যে এ্যাসটেরিয়াস শুধু উপশমই আনয়ন করেছে কিন্তু ইহা মৌলিক আরোগ্য ও দিয়েছে এমনকি স্তনের ক্যানসার ক্ষত যুক্ত অবস্থায়। ইহার সাধারণ নিদর্শন বামস্তনের ক্যানসারে। বোটার চারি পার্শ্বে টিস্যু ফুলে উঠে এবং বোটা ভিতরে ঢুকে যায় গর্ভে এবং চামড়ার চারিদিকে সংলগ্ন হয় ক্যানসারাস টিস্যুর নিচে। আকর্ষন কর অনুভূতি, স্নায়ুশূল বগলের গ্লান্ড সমূহ ফোলা সবই অদৃশ্য হয়ে যায় এই ঔষধ প্রয়োগে । (চৌধুরী)।

ইহা ব্যবহৃত হয় প্রশ্নাতীত ভাবে স্তনের ক্যানসারে এবং ক্যানসারাস রোগে। স্তন ফোলা এবং যন্ত্রনা যার বৃদ্ধি বাম পার্শ্বে। ঘা-তীক্ষ্ণ যন্ত্রনাসহ, ছুরি ঢুকানো মর্মভেদী যন্ত্রনা। ব্যাথা নামে বাম হাত এবং আঙ্গুলে। অধিকতর খারাপ অবস্থা গতিতে। স্তনের গ্লান্ডসমূহ গাঁট যুক্ত এবং শক্ত। সহজাত যৌন উত্তেজনা স্নায়ুবিক আকুলতা সহ । (বরিক)।

মোটা সোটা মানুষ, ঋতুর পুর্বে ফোলে বা মুখ লাল হয়। স্তনে খুব লাল দাগ হয়, ক্ষত হয়, দূর্গন্ধ স্রাব, ছুরি ঢোকান যন্ত্রনা। ৩ x দিতে বলেছেন । (ডাঃ চূগা)ভ

ব্যারাইটা-কার্ব (Baryta-Carb) :- সাধারন টিউমার। যদি ফেটি টিউমারই হয়, সেখানে বিশ্বস্ততার সহিত ভবিষ্যৎ বলা যাবে যে এই ঔষধে আরোগ্য হবে, টিউমার শরীরের যে কোন যায়গায়ই হউক । এই টিউমার অত্যন্ত পুনঃ পুনঃ সেই ব্যক্তির হয় যে মদ্য পানে অভ্যস্ত। আমি ব্যবহার করি ব্যারাইটা কার্ব ২০০ শক্তির এবং সেখানে ১টি রোগীতেও অকৃতকার্য হই নাই। (টি, এস, হনি)।

ব্যারাইটা-কার্ব আরোগ্য করে ফ্যাটি টিউমার, এনসিষ্ট টিউমার টিউবার কুলার প্রকৃতির বাহিরে বৃদ্ধি লাম্পস, সার হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য”
কোর্মা, যা উপশম করে যন্ত্রনা, দৈহিক দুঃখ কষ্ট এবং ক্যানসার আক্রান্ত থেকে জীবন করে দীর্ঘময়। (কেন্ট)।

ইহা বিভিন্ন ধরনের টিউমার আরোগ্য করে। স্তন শক্ত, গ্রীবার সারকোমা জ্বালাকর। ফ্যাটি টিউমার বিশেষত গ্রীবার। টারসাল টিউমার। (ক্লার্ক)।

ব্যারাইটা আয়োড (Baryta-lod) :- স্তনের ক্যানসার শক্ত ভাবাপন্ন এবং দীর্ঘস্থায়ী হলে নির্ভর যোগ্য ঔষধ । ৩x প্রতি ৩ ঘন্টা অন্তর দিতে বলেছেন। ৬, ১২, ৩০, ২০০, ও আরো উচ্চ শক্তি ব্যবহৃত হয়। (ডাঃ চূগা)।

বেলেডোনা (Belladonna) :- স্তনের ক্যানসার। স্কিরাস শ্রেনীর শক্ত স্ফীতি, ক্যানসারাস আলসার, ইরিসেফালাস প্রদাহ, স্পর্শে জ্বালা, ক্ষতের মুখে রক্তের চটাপরে কালচে হয়, হুল বেধা যন্ত্রনা, যা প্রজনন যন্ত্র পর্যন্ত নামে । (টি, এস, লায়ার)।স্তনের টিউমার, শুইয়া থাকলে বৃদ্ধি। ১ × ৩ ঘন্টা অন্তর দিতে বলেছেন। (ডাঃ চূগা)

স্তনের টিউমার যন্ত্রনাসহ যাহা শুইলে বৃদ্ধি। যন্ত্রনা স্পন্দিত হওয়া, লালচে দাগ যা স্তনের বোটা থেকে বিকীর্ন করে । স্তন ভাড়ী মনে হয়, দূর্গন্ধ যুক্ত রক্ত স্রাব । (বরিক)।

বেলিস পেরিনিস (Bellis perinis) : আঘাত জনিত স্তনের বা অন্য কোন স্থানের অধুনা উৎপন্ন টিউমারে ব্যবহার হয়। ডাঃ বার্নেটের আবিস্কার, তিনি ১x বা মাদার ৩ঘন্টা অন্তর দিতে বলেছেন। বর্তমানে ৩,৬,১২,৩০,২০০ শক্তি সাফল্য জনকভাবে ব্যবহার হয়। (ডাঃ চুগা)।

ব্রোমিয়াম (Bromium):- স্তনের ক্যানসার, ছুঁচ বেঁধা যন্ত্রনা স্ত ন থেকে বগল পর্যন্ত। কোন চাপ সহ্য করতে পারে না । (ক্লার্ক)।

স্তনের স্কিরাস জাতীয় শক্ত, ফোলা ক্যানসার । যাহা জীবনের উপর অত্যন্ত অবসাদ আনে। ছুচ বেঁধা যন্ত্রনা স্তন থেকে বগল পর্যন্ত । শক্ত, অমসৃন টিউমার ডান স্তনে। চারিদিকে সংলগ্ন দৃঢ়ভাবে, ছুরি বেঁধা যন্ত্রনা, চাপলে এবং রাত্রে বৃদ্ধি। গাত্র চর্ম ছাই রং এর বা মাটির বর্নের, দেখতে বৃদ্ধের মত । শীর্ণতা, গ্লান্ড সমূহের ফোলা ও শক্তভাব। শক্তি-৬x, ৬, ১২,৩০, ২০০। (টি, এস, লায়ার)।

আরও পড়ুন- স্তনে টিউমার, ব্যথা হলে ক্যানসার নয়, হতে পারে আরও মারাত্মক কিছু

স্তনের ক্যানসার। রাউ উপদেশ দিয়েছেন যে যখন কোন শক্ত টিউমার বাম স্তন থেকে উচ্ছেদ করা হয়, তখন ডান স্ত নে যদি শক্ত, অমসৃন, টান টান অবস্থায় বৃদ্ধি কোন টিউমার দৃষ্টিগোচর হয় যার চারিপার্শ্বে পর্যায়ক্রমে বল্লম ঢুকানো যন্ত্রনা হয় বিশেষ করে রাত্রে এবং বাহিরের চাপে বৃদ্ধি এই ঔষধটি নির্দেশিত হয়। (টি, এস, হনি)।

স্তনের টিউমার সুই বেঁধা যন্ত্রনা, বাম দিকে বৃদ্ধি ৷ সুচ বেধা যন্ত্রনা স্তন থেকে বগল পর্যন্ত প্রসারিত। বাম স্তনে তীক্ষ্ণ গুলিবিদ্ধ যন্ত্রনা যা চাপে বৃদ্ধি । গ্লান্ড সমূহ পাথরের মত শক্ত কিন্তু দৈবাৎ পূজ হয় । (বৱিক)।

ব্রায়োনিয়া (Bryonia) :- স্তন খুব ভারী, শক্ত, লাল বর্ন যন্ত্রনা যেন খন্ড খন্ড করিয়া ভাঙ্গিয়া ফেলিবে, ছুঁচ বেঁধা যন্ত্রনা, ক্ষত যা পিছনে যায়। সামান্য সঞ্চালনে যন্ত্রনা বৃদ্ধি হেতু হাত দিয়ে ধরে থাকতে হয়। কাসেও মাথা এবং বুক ধরে থাকতে হয় যন্ত্রনার কারণে। স্তনের ক্যানসারে যন্ত্রনা একত্রিত হয় লাল ডোরা লসিকা গ্রন্থির প্রদাহের সহিত সেখানে স্তন বাধ্য হয় ভার বহনে । (এস, যে, মাষ্টার)।

অলস টিউমার যা ধীরে বৃদ্ধি। ধীরে ধীরে অসম্পূর্ন পূজ হয়। (লিলিয়েছাল)।

যখন স্তন খুব ভারী এবং শক্ত হয় অথচ লাল । সামান্য সঞ্চালনে যন্ত্রনা বৃদ্ধি ৷ (ডাঃ চুগা)।

বিউফো (Bufo) :- স্তনের কার্সিনোমা, ইউটেরাস ক্যানসার স্ফীতি জ্বালা যন্ত্রনা অথবা ইউট্রাসে খেচুনি, তীক্ষ্ণ চাকু বেঁধা যন্ত্রনা হাটায় বা অধিক্ষন বসায় বৃদ্ধি। লসিকা গ্রন্থি লাল এবং ফোলা দূর্গন্ধ পূজ যুক্ত সাদা স্রাব। গুপ্ত বা উন্মুক্ত ক্যানসার । (ডাঃ লিলিয়েন্থাল)।

ক্যাডমিয়াম-সালফ (Cadmium Sulph) :- তুমি যখন পাবে ক্যান্সার এর রোগী জ্বালা যন্ত্রনা, শায়িত অবস্থা বা শক্তি হ্রাস এবং বমিকরে ক্যাডমিয়াম-এস এক সপ্তাহে উপশম দিবে। আমি দেখছি বেদনা নাশকে উপশম দিলেও কিছুই পেটে থাকেনা, সেক্ষেত্রে এই ঔষধ উপশম দেয়। গ্যাস্ট্রিক উত্তেজনাসহ কার্সিনোমায় ইহা প্রধান আরোগ্য দায়ক ঔষধ এবং প্রধান উপশমকারী কফি রং এর বমিতে । (কেন্ট)।

ক্যালক-কার্ব (Calc-Carb) :- শক্ত স্তন, অতি তাড়াতাড়ি এবং প্রচুর রজস্রাব । ক্ষত যুক্ত এবং ফোলা স্তন রজ স্রাবের পূর্বে। (টি, এস, লায়ার)।

স্তনের ক্যানসার সেই স্ত্রী লোকদের যাদের খুব আগে রজস্রাব হয়েছে এবং বার বার হয়। ক্যানসার খুবই যন্ত্রনা-দায়ক এবং স্পর্শে কাতর। (ক্লার্ক)।

এটি গ্লান্ড সমূহের শক্ত অবস্থায় আরোগ্য দিতে প্রয়োজনীয়। ম্যালিগন্যান্ট বৃদ্ধিতে এবং ম্যালিগন্যান্ট আলসারে যার শক্ত প্রশস্ত মূল থাকে এটি সেক্ষেত্রে বিস্ময়কর উপশম দিতে ব্যবহার্য্য। ক্যানসার পীড়ায় যেখানে ১৬ মাসে মৃত্যু হয়, সেই রোগী ৫ বছর বাঁচিবে যদি ইহা প্রকাশিত বা নির্দেশিত হয়। কখনও কখনও ক্যানসার বৃদ্ধি অনেক সময় বোঝা যায়না। আবার কখনও যদি অনুমান করা যায় ক্যানসারাস বৃদ্ধি। ক্যানসার পীড়া যেখানে জ্বালা যন্ত্রনা তীব্রকর ক্যাল-কেরিয়া আরোগ্য দিয়েছে, অনেক টিউমার ফ্যাটি এবং সিস্টিক সেখানেও এটি আরোগ্য দায়ক যদি লক্ষন দেখা যায়। এটি ব্যবহার হয় এর বিশেষ চরিত্রের উপর। সহজে ঠান্ডা, পায়ে ও মাথায় খুব ঘাম, সমস্ত স্রাবেই প্রচুর পূঁজ, পচা ও সাদা দুধের মত। গ্লান্ডের পীড়াতে ম্যালিগন্যান্সিতে ব্যবহৃত হয় । (কেন্ট)।

আরও পড়ুন – পুরুষদের স্তন ক্যান্সার হলে মহা বিপদ

ক্যালক-ফ্লোর (Calc-fluor) :- যেখানে নোডিওলার খুবশক্ত গুটি মত জন্মায়, শস্যদানা, মেয়েদের স্তনে, গ্লান্ড সমূহ খুব শক্ত যেন পাথর এমন টিউমার যেখানেই উৎপন্ন হউক এটির ব্যবহারে কাজ হয়। যদি ফেসিয়ায় টিউমার বড় হয় এবং স্তনের মধ্যে মাংসাঙ্কুর বৃদ্ধি পায় তাহলে ক্যানসার এর বৃদ্ধি বলেই ধারনা করতে হবে। এঙ্কোড্রমা। (দ)।

যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র পিন্ড (Lumps) গ্ৰন্থি পূৰ্ণ পিন্ড স্তনের মধ্যে সেক্ষেত্রে ৬x শক্তি আরোগ্যের জন্য প্রয়োজন ।

ক্যালক-আয়োড (Cal-Iod) :- C. L. Nicholas স্তনের নডুলার টিউমার এর অনেক রোগী ভাল করেছেন ৩ x শক্তি দিয়ে। যে টিউমার নরান যায়, কোমল প্রকৃতির এবং হাত নারালে
যন্ত্রনা দায়ক। (ক্লার্ক)।
স্তনের ক্যানসার যখন বৃদ্ধি কোমল, ৩x দিনে দুবার দিতে সুপারিশ করেছেন। (ডাঃ চূগা)।

ক্যালেন্ডুলা (Calendula) :- স্তনের শক্ত গ্রন্থিফোলা, জার্মানীতে এটি ক্যানসার আরোগ্যকারী হিসেবে বিবেচনা করা (ক্লার্ক)।

কার্বো-এ্যানি (Carbo-Ani) : :- স্তনের ক্যানসার, স্কিরাস, গ্লান্ড সমূহ শক্ত, ক্ষুদ্র মাংস বৃদ্ধি যা পাথরের মত শক্ত। চর্ম নীলাভ, নানা বর্নের, বগলের নিচের গ্লান্ড সমূহ ফোলা, টেনে ধরা বোধ যন্ত্রনা স্তন থেকে বগল পর্যন্ত । (দে)।

স্তনের ক্যানসার। স্কিরাস জাতীয় টিউমার, শক্ত, অমসৃন, চামড়া ঢিলা, স্থানটি কুৎসিত, নীলাভ লাল দেখতে। জ্বালা যন্ত্রনা টেনে ধরা বোধ বগল পর্যন্ত। বুকের উৎপীড়ন রাত্রে ঘর্ম শুধু উরুতে, নিরাশ হওয়া । (টি, এস,লায়ার)।

স্তনের ক্যানসার জ্বালা, টেনেধরা বোধ যন্ত্রনা স্তনের মধ্যে। (ক্লার্ক)।

স্তনের ক্যানসার। এটি অনেক গুলিকে আরোগ্য দিয়ে প্রমাণিত হয়েছে। জ্বালা এবং প্রচন্ড যন্ত্রনা। রাত্রে ঘর্ম শুধু উরুতে। চেতনা শক্তি দুর্বল, নিরাস। টিউমার শক্ত এবং অমসৃন সরগ- নির্দেশ দেন ইহার চমৎকার কাজ দেখে, স্তনের স্কিরাস জাতীয় ক্যানসার গ্লান্ড সমূহ বড় হওয়া, স্ক্রু ফোলা জাতীয় এবং জরায়ুর মুখের স্কিরাস জাতীয়ে ব্যবহার করতে। তিনি উদ্ধৃত করেন যে Weise প্রমানিত খাটি কার্বো-এনি যা মানুষের খাদ্য রূপে ব্যবহৃত গো-মাংস হইতে তৈরী সামান্য হাড় মিশ্রিত । যন্ত্রনাদায়ক লামস (ক্ষুদ্র মাংস বৃদ্ধি) স্তনে এবং শক্ত ফোলা, পেরোটিড গ্লান্ড সমূহ সঙ্গে মুখমন্ডলের, কপাল ও নাকে তামার রং এর উদ্ভেদসহ ব্যবহার করতে । (টি, এস, লায়ার)।

ইহা খুবই আরোগ্য দায়ক- একটি প্রতিষ্ঠিত টিউমার, শক্ত টিউমার, দৃঢ় ফোলা, লিম্ফেটিক গ্লান্ড চামরার নিচে শিরা স্ফীতি নীলচে পরিবর্তিত রং টিস্যু ভর্তি। জ্বালা যন্ত্রনা গ্যাস্ট্রিক জাতীয় পেট ফাঁপা এবং সুনির্দিষ্ট ক্ষমতা রয়েছে স্তনের উপর এবং পাকস্থলীর ক্যানসার এর উপর। ইহা প্রত্যাবর্তনীয় টিউমার যা কম শক্ত এবং কম যন্ত্রনা-দায়ক সেখানেও কাজ করে । (এফ, জে, মাষ্টার)।

স্তনের শক্ত ক্যানসার এ বিশেষ করে যেখানে রাত্রে যন্ত্রনা দায়ক । জরায়ুর ক্যানসার জ্বালা যন্ত্রনা যা উরু পর্যন্ত নামে । গ্লান্ড সমূহ শক্ত, ফোলা এবং স্তনে বেদনা। যন্ত্রনা ছুরিঢোকান এবং কাটার মত । (বরিক)।

স্তনে ক্ষুদ্র মাংস, বেগুনী রং এর মাংস বৃদ্ধি যা একটি মুরগীর ডিমের মত আকৃতি স্তনের গ্লান্ড সমূহে হয়। ইহা অধিক বড় হয় না, কিন্তু শক্ত হয়। এই ঔষধ অনেক অনারোগ্য রোগী আরোগ্য করেছে স্পষ্টরূপে বহু বছরের জন্য । এই ঔষধ ক্যানসার এর উপশমকারী যা শক্ত, জ্বালাসহ তীব্র যন্ত্রনা-দায়ক উহা কমায়। (কেন্ট)।

আরও পড়ুন- হঠাৎ স্তনের পরিবর্তন হলে হতে পারে মহা বিপদ

কার্বো-ভি (Carbo-V) :- স্কিরাস জাতীয় শক্ত ফোলা ক্যানসার বিশেষ করে স্তনে। মুখমন্ডলের ক্যানসার পীড়া। (লিলিয়েন্থাল)।

কার্সিনোসিন (Carcinosin) :- রূপান্তর সমস্ত ক্ষেত্রে যেখানে ক্যানসার এর ইতিহাস রয়েছে যা প্রকাশ করতে পারে অথবা লক্ষণ প্রকাশ করে রোগ বর্তমান । (জে, এইচ, ক্লার্ক) স্তনের গ্লানড্ সমূহে ক্যানসার অত্যন্ত যন্ত্রনাসহ এবং শক্ত ধরনের
গ্লান্ড সমূহ। (বরিক)।

ক্যামোমিলা (Chamomilla ) :- অনের ক্যানসার যেখানে যন্ত্রনা বৃদ্ধি হয় খোলা বাতাসে এবং রাত্রে। টেনে ধরা বোধ, বিদীর্ন কর যন্ত্রনা, শক্ত ধরনের স্তনে। স্তন স্পর্শে না। সময়েই অসুস্থ অবস্থা । (10, 4431,051) স্তনের গ্লান্ড সমূহ শক্ত, বিষাক্ত ফুস্ফুরি স্তনে এবং বোটায় ক্ষত। (ক্লার্ক)।

চিমাফিলা (Chimaphila) :- স্তনে স্কিরাস ক্যানসার, বোটা ভিতরে ঢোকা, শক্ত, নরানো যায়, তীক্ষ্ণ ব্যাথা, চর্ম-সংকুচিত, ধারগুলি উঁচু ও অমসৃন। ধারগুলিতে ঘা, দূর্গন্ধ পূজ নির্গত। বগলের গ্লান্ড সমূহ ফোলা, স্যাত স্যাতে আবহাওয়া বা ঠান্ডা পানিতে ধৌত করিলে রোগের বৃদ্ধি । যন্ত্রনা দায়ক স্তনের টিউমার অবিবাহিত মহিলাদের। (ক্লার্ক)।

স্তনের স্কিরাস, বোটা অন্তপ্রবিষ্ট, তীক্ষ্ণ ব্যাথা টিউমারে এবং বগলের গ্লান্ড সমূহে। উন্মুক্ত ক্যানসার, ছিন্ন, ধারগুলি উঁচু, ক্ষতাদির শুকনা মামরী, দূর্গন্ধ পূজ নির্গত। যন্ত্রনা যুক্ত টিউমার অবিবাহিত মহিলাদের। (লিলিয়েন্থাল)।

টিউমার ব্যাথাযুক্ত, এখনও ক্ষত সৃষ্টি হয়নি অনুচিত দুধ ক্ষরন, অপুষ্টিজনিত ক্ষয়। যাদের স্তন বড় এবং গ্লান্ড সমূহে তীক্ষ্ণ ব্যাথা স্তন পর্যন্ত । (বরিক)।
এটি ফল উৎপাদক আরোগ্যকারী স্তনের টিউমারে সেটি বিনাইন বা ম্যালিগন্যান্ট যাহাই হউক। যাদের স্তন বড় বা যাদের স্তন অতিছোট। ক্যানসার এবং টিউমার উভয় ক্ষেত্রেই প্রযোজ্য । (চৌধুরী)।

স্তনের গ্লান্ড সমূহের টিউমার তীক্ষ্ণ ব্যাথা সহ। বোটা ভিতরে ঢোকা, রক্ত প্রস্রাব, দীর্ঘদিনের গনরিয়ার কারণে। পেরিনিয়াম ফোলা এবং অনুভূতি প্রবন। পুঁটি এবং সিফলিসে ব্যবহার্য (ডাঃ চুগা)।

সিকুটা (Cicuta) :- এপিথেলিওমা, মধু, রং এর নামরী দিয়ে ঢাকা। বৃদ্ধ এবং শিশুদের জন্য উপযোগী। যন্ত্রনাদায়ক স্তনের
টিউমার। (ক্লার্ক)।

সাইট্রাস (citrus limo) :– এক ভাগ সাইট্রাস এসিড ও আটভাগ জল সহ বাহ্যিক প্রয়োগে ক্যানসার এর ব্যাথা উপশম করে। (ক্লার্ক)।

আরও পড়ুন- ব্রেস্ট বা স্তন টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা

ক্রিয়েটিস (Clematis) :- স্কিরাস জাতীয় স্তনের ক্যানসার যা প্লান্ড সমূহ ও স্কন্দদেশে হুঁচবেধা ব্যাথা যুক্ত। চন্দ্র কলা বৃদ্ধি কালে রাত্রে খুব যন্ত্রনা বারে এবং ঠান্ডা আবহাওয়াতে বৃদ্ধি। যখন ঘামায় সে তখন খোলা অবস্থা সহ্য করতে পারেনা। (টি, এস, লায়ার) স্তনের ফিরাস, হাজাকর বা ক্ষতকারক সাদাস্রাব, ধারালো অস্ত্র ঢোকান ব্যাথা যা উপর দিকে উঠে। শ্বাসপ্রস্বাসে বৃদ্ধি, মূত্রত্যাগ কালে বৃদ্ধি। অন্ডকোষের ফোলা ও শক্তভাব। (লিলিয়ে স্থাল)।

কোনিয়াম : স্তনে টিউমার সন্দেহ জনক। যাহা কোনিয়ামে অদৃশ্য হয়। উহা সাধারণতঃ তীর বিদ্ধ যন্ত্রনা দায়ক এবং যন্ত্রনা রাত্রে বৃদ্ধি। বাকী গ্লান্ড সমূহ অতিরিক্ত কোমল থাকে। (দ)।

ডাঃ হারচুং – প্রকাশ করেছেন ডান স্তনের টিউমার যাহা পাথরের মত শক্ত, অমসৃন, ছুঁচ বেঁধা যন্ত্রনা, কাঁচা, অনিয়মিত উঁচু, ফোলা বগলের গ্লান্ড সমূহ সবই অদৃশ্য হয় কোনিয়ামের ব্যবহার এ । স্তনের স্কিরাস ক্যানসার। শক্ত ভাব, তীব্র তীর বিদ্ধ যন্ত্রনা, খুব ভারী বোধ। বগলের গ্লান্ড সমূহ ফোলা এটি স্কিরাস শ্রেনীর প্রথম অবস্থায় উৎকৃষ্ট কাজ করে। ডাঃ জোন্স বলেন স্তনের টিউমার পাথরের মত শক্ত, যা ঋতু কালে বেশী ফুলে উঠে তৎসহ জ্বালাকর সূচ বেঁধা যন্ত্রনা থাকলে এটি নির্দেশিত।

কন্ডুরাঙ্গো (Condurango) :- গুনের ক্যানসার, সমস্ত স্ত নে, চর্ম এবং বগলের গ্লান্ড সমূহ আক্রান্ত হয়। টিউমার শক্ত এবং বেদনা যুক্ত নারান যায়না, ছুরি বিদ্ধ যন্ত্রনা, বোটা ভিতরে ঢুকে যায়। আক্রান্ত স্থানের চর্ম কালচে লাল দাগযুক্ত এবং কুঞ্চিত। ক্ষত থেকে দূৰ্গন্ধ লালচে যাব এবং প্রচুর ক্ষতাদির শুষ্কঅংশ । (লিলিয়ে স্থাল)।

স্তনের টিউমার দুই পার্শ্বেই। স্তনের বোটা এমনভাবে ঢুকানো যা (ক্লার্ক)।

দেখা যায় না। স্তনের ক্যানসারে প্রয়োজনীয়, যখন মুখের কোনে ঘা থাকে। বদহজম যার ফলে খেচুনী ব্যাথা হয় পাকস্থলীতে নিম্ন শক্তি দেওয়া ভাল।
(ডাঃ চূগা)।

ইকাইনেসিয়া-আর (Echinacea R) :- নতুন এবং পুরাতন শারীরিক গোলযোগে ম্যালিগন্যান্সীর প্রবনতা। শেষ অবস্থায় ক্যানসার যাতে আরামপ্রদ ব্যাথা। কৃষ এবং দুর্বলতাসহ নোংরা নির্গত হয় । (বরিক)।

ইওসিন (Eosin):- ক্যানসার আরোগ্যকারী। জ্বালা চামড়ার বিভিন্ন জায়গায়, পরিবর্তনশীল। ধারালো বস্তুর দ্বারা ছাল তুলিয়া ফেলা ইত্যাদি উপশম করে। জিহ্বা লাল জ্বালাসহ এবং অবস । হাতের তালু লাল। (বরিক)।

ইউক্যাপটাস (Eucalyptus) :- স্তনের বোটায় টিউমার যার আকৃতি বাদামের মত, ছোরা ঢোকান যন্ত্রনাসহ । (ক্লার্ক)।

স্তনের ক্ষতযুক্ত ক্যানসার যখন অত্যধিক দূর্গন্ধ এবং রোগীর পীড়িত অবস্থায় এর মলম প্রস্তুত করে ব্যবহার করতে হবে। এর নাম আইডোফরম ও ইউক্লাটটাস বোরিক এবং টোফেল Philadelphia। ব্যবহার করতে হবে রোগাক্রান্ত জায়গায় দিনে ৩ বার এত গন্ধ দুর হবে এবং ঘা সেরে স্বাস্থ্যপ্রদ অবস্থা দেখা যাবে। (ডাঃ চুগা)।

ইউফরয়িা (Euphorbia) :- এর রঞ্জন ব্যবহার হয় এ্যালোপাথিতে ব্যানসারের বাহ্য প্রয়োগ হিসেবে এবং উহা ভয়ঙ্কর বেদনা তৈরী করে। কিন্ত হোমিওপ্যাথিতে সামান্য ব্যবহার করেলে উহা ক্যানসার এবর বেদনা উপশম হয় (ক্লার্ক)।

ফেরম আয়োড (Ferum Iod) :- স্কিরাস টিউমার ডান বোটার কাছে। ক্ষুত্র এবং বেদনাহীন প্রথম দিকে পরে বেদনা বাড়তে থাকে। তীক্ষ্ণ চাকু বা অস্ত্রঢোকান যন্ত্রনা স্তন থেকে বলগল পর্যন্ত। স্পর্শে সংবেদনশীল (ক্লার্ক)।

ফরমিক এসিড (Foumic Acid) :- টিউবারক্লোসিস, পুুরাতন নেফ্রাইটিস, ক্যালিগন্যান্ট টিউমার, পালমোনারী টিউবার ক্লোসিস, তৃতীয় অবস্থান নয়। লিউপাস, কার্সিনোমা স্তনের এবং পাকস্থলীর , ক্যানসারে এটি ব্যবহার্য (ক্লার্ক)।

গ্রাফাইটিস (Graphites) :- স্তনের টিউমার বার অবির্ভাব হয় পুরাতন ক্ষত চিহৃ থেকে, স্তনের সেলাই এর দাগ থেকে যেখানে বার বার সুইফোরা হয়, সেখানন থেকে তৈরী হয়। (টি, এস, লায়ার)।

আরও পড়ুন- স্তন বা ব্রেস্ট ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা

এটি সেই সময় হইতে প্রধান ব্যবহারিক যখন ক্যানসার এর শক্ত ক্ষতের গোরায় যন্ত্রনা, টিস্যু প্রদাহে আক্রান্ত এবং পুরাতন ক্ষত চিহৃ। ক্ষত বৃদ্ধি বিদ্যমান। ক্যানসার আসে পুরাতন ক্ষত হইতে (কেন্ট)।

হিপার সালফ (Heper sulp) :- স্তনের ক্যানসার রক্ত সাবসহ। পুরাতন পনিরের গন্ধ, তীব্র জ্বালা যন্ত্রনা, দ্রুত কথা বলা, দ্রুত পান করা, ছোট ফুস্কুরি বা ছোট ছোট ঘা, ক্যানসার এর ঘায়ে প্রকাশিত । (টি, এস, লায়ার)।

ক্যানসারের ঘা, পার্শ্বে তীব্র জ্বালা, পূজ অধিক বা অল্প। পুরাতন পনিরের গন্ধ । (লিলিয়েন্থাল)।

হাইড্রাসটিস (Hydrastis) :- এপিথেলিয়াম ক্যানসারের প্রবনতায় এটি সদৃশ্য। প্যারিসে ইংলিশ কনফারেন্স এ সাধারণ গ্লান্ডুলার টিউমারে, স্তনের টিউমারে এর আরোগ্য নির্ণয় করেছে। এটি ব্যাথা উপশম, রোগের বৃদ্ধিতে বাধা এবং রোগীর উন্নতি এনে দেয়। ক্যানসার চিকিৎসায় এটি ভাল ঔষধ গুলির মধ্যে একটি । (দে)।

স্তনের ক্যানসার, স্কিরাস টিউমার, শক্ত, ভারী চর্মের সংলগ্ন যাহা কালচে নানাবর্ণের, অত্যন্ত ভাজকরা, বোটা অন্ত প্রবিষ্ট । ব্যাথা যেন ছুরি ঢোকান, মুখমন্ডলে ক্ষত চিহ্ন। (টি, এস, লায়ার)।

এটি সম্পূর্ন রূপে সুস্থকর, আরোগ্য দায়ক এবং ক্যানসারের বলকারক। তিনি উদ্ধৃত করেন যে এটি ক্যানসার এর চিকিৎসায়, অন্য যে কোন ঔষধের চেয়ে শ্রেষ্ঠ। এটা ক্যানসার এর পূর্বাবস্থায়ও সুন্দরভাবে ব্যবহার যোগ্য, একটি সময় অসুস্থ সীমা নিরুপন করে স্বাস্থ্য ব্যতিত যে কোন দর্শন যোগ্য নতুন বৃদ্ধি। স্তনের ক্যানসার ঐ অংশে ছুরি ঢুকানো ব্যাথা। শক্ত, অনিয়মিত টিউমার, স্তনের বোটা প্রবিষ্ট, বগলের গ্লান্ড সমূহ বড় এবং বেদনা দায়ক ।(ক্লার্ক)।

পাকস্থলীর এবং স্তনের ক্যানসার এ উৎকৃষ্ট ঔষধ। এটি অত্যন্ত মূল্যবান, ক্ষতপূর্ন ক্যানসার বা ক্ষত বিহীন অবস্থায়, যেখানে দুর্বলতা আনয়ন করে এবং হলদে রং এর স্রাব নির্গত । (এফ, জে, মাষ্টার)।

আরও পড়ুন- স্তনে টিউমার, ব্যথা হলে ক্যানসার নয়, হতে পারে আরও মারাত্মক কিছু

কেলি-মিউর (Kali-Mur) :- সাদা অথবা ধূসর সাদা বর্নের প্রলেপ জিহ্বাতে, স্তনের ক্যানসারাস টিউমার এ যা বর্তমানে হয়েছে। স্পর্শে কোমল এবং খুবই নরম । নিম্ন শক্তি ব্যবহার্য। (ডাঃ চূগা।)

কেলিফস (Kali-phos) :– স্মরণ রাখতে হবে, এটি সন্দেহ করা ম্যালিগন্যান্ট টিউমার চিকিৎসায় আরোগ্যকারী। ক্যানসার অপসারন করার পর চর্ম একত্রিত হয় না, টান টান থাকে ক্ষতের উপর, সেক্ষেত্রে প্রযোজ্য । (বরিক)

কেলি-আয়োড (Kali-Iod)- সিফিলিটিক গীট বৃদ্ধিতে এবং স্তনের টিউমারে, এবং ইউট্রাসে এটি প্রয়োজন। প্রচুর পরিমাণে গামেটাস টিউমারে যা নার্ভাস টিস্যুতে পরিব্যাপ্ত ঘা।

গভীর (Eating) :- খেয়ে ফেলে, পনিরের মত কঠিন আবরণ যা জমাকরা থাকে ঘায়ের নীচে। (চৌধুরী)

ক্রিয়োজোট (Kreosote) :-– স্তনের ক্যানসার যাহা শক্ত, স্ফীত, নীলচে লাল রং এর, ছোট মামরী দিয়ে ঢাকা। পেলভিসে অত্যন্ত ভীতি জনিত জ্বালা যা আগুনে পোড়া কয়লার মত, দূর্গন্ধ যুক্ত জমান রক্ত স্রাব। (বরিক)।

ল্যাকেসিস (Lachesis) :- বাম স্তনের টিউমার ছুরি দিয়ে খোচা মারছে এমন যন্ত্রনা, টিউমারের উপর চাপ দিলে, ব্যাথা সম্প্রসারিত হয়ে বাম কাধে এবং বাহুতে ছরায়। অপরিবর্তনীয় যন্ত্রনায় দুর্বলতা দুর্বলতা অনুভব বাম কাধে যা বৃদ্ধি পায় হাত এর ব্যবহারে। উন্মুক্ত ক্যানসার যখন কালচে নীলাভ লাল তার সাথে কালচে দাগ সেটি পচা রক্তের জন্য হয়। পূরাতন স্বেতপ্রদর। রজস্রাবের প্রথম দিন যন্ত্রনা । (টি,এস, লায়ার)।
স্তনের ক্যানসার। ক্যানসার নীলাভ অথবা কালচে লাল, মূল প্রসারিত কাল দাগসহ জমাট না বাধা পচারক্ত। টিউমার নীলাভ রং এর যাহা ঘুমের পরে বৃদ্ধি । (হনি)।

স্তনের ক্যানসার যাহা নীল রং ধারন করে। স্পর্শাসহিষ্ণুতা। কিন্তু জোরে চাপ দিলে সহ্য করতে পারে। (ডাঃ চূগা)।

ইহা পুনঃ পুনঃ কষ্টদায়ক যুক্তভাবে স্রাব বন্ধ হওয়ার সময় হয়। এটি স্তনের বা ইউট্রাসের ক্যানসারে প্রধান ব্যবহার্য । উভয় ক্ষেত্রের ক্যানসারেই নীলচে বেগুনি রং এর আবির্ভাব হয়। উন্মুক্ত বা ছত্রাক বৎ ক্যানসার যেখানে, কালচে পচারক্ত সহ, রক্ত স্রাব সহজতর । ক্যানসার যা নীলচে অথবা কালো রং এ পরিবর্তন ঘটে। পুনঃ পুনঃ অধিক রক্ত স্রাব এবং জলন্ত ব্যাথা। প্রস্রাবে রক্ত দেখা যায় অনেক ক্ষেত্রে যা ভাঙ্গা অবস্থায় থাকে । (ন্যাস)।

ল্যাপিস-এ্যালব (Lapis-Alb) :- স্তনের ক্যানসার স্ক্রুফুলা ধাতুর মহিলাগনের। জ্বালাকর তীব্র ব্যাথা, হুল ফুটান যন্ত্রনা, গ্লান্ড সমূহের টিউমার, ক্যানসার যতক্ষন পর্যন্ত উন্মুক্ত হয়ে ক্ষত সৃষ্টি না হয়। (টি, এস, লায়ার)।
অনেক ক্ষেত্রে স্তনের স্কিরাস জাতীয় ক্যানসারের প্রাথমিক অবস্থায় বোটা ভিতরে ঢুকে যায়, এই ঔষধ ব্যবহারে আরোগ্য হয় । (দে)।

লোবেলিয়া (Lobelia) :- স্তনের ক্যানসার। ডান স্তন গেয়ে ফেলেছে ক্যানসারে। স্বর্গীয় ভাবে উপশম দেখ অত্যন্ত কেশ যুক্ত স্থানীয় যন্ত্রনায়। (ক্লার্ক)।

লাইকোপোডিয়াম (Lycopodium) :- স্তনের ক্যানসার। শক্ত টিউমার, সুই বেঁধা যন্ত্রনা বা আদেশ যন্ত্রনা, মুখমন্ডলে লালচে রেখা টানা, বিকাল ৪টায় রোগের বৃদ্ধি। যন্ত্রনার সময়ে রোগী হাটে বা কাঁদতে বাধ্য হয়। সে উন্মুক্ত বাতাসে আরাম বোধ করে। (চি, এস, প্যায়ার)।

ম্যালাড্রিনাম (Maland) :- ফল উৎপাদন করে যদি অপারেশন করার পর কিছু অবশিষ্ট থাকে তা পরিষ্কার করিয়া রোগ নিরাময় করে। (বরিক)।

মার্ক-আই-এফ Marc-I-F) :- স্তনের টিউমার প্রবনতাসহ গরম ধর্ম এবং গ্যাষ্টিকের গোলমাল থাকিলে। (বরিক)।

মার্ক সল (Mare Sol) :- এটি একটি ভাল উপশমকারী স্তনের এবং ইউট্রাসের ক্যানসারে। এপিথেলিওমা এটি কখনও প্রত্যার্পন করে এবং কখনও ভাল করে। আমি জানি একটি ভাল হয়েছিল প্রোট-আয়োডাইভ দিয়ে। একটি ক্ষতযুক্ত শক্ত লাম্ব (মাংস বৃদ্ধি) স্তনে যাহা একটি রাজ হাঁসের ডিমের মত বড়, গ্রন্থিসহ বগলে, নীলচে রং সেই অংশে যার কোন আশা ছিলনা। ১০০ শক্তি পুনঃ পুনঃ কয়েকবার দেওয়ার ফলে তীব্র ব্যাথা চলে গেল এবং সে ভাল হয়ে গেছে। (কেন্ট)।

আরও পড়ুন- স্তনে টিউমার, ব্যথা হলে ক্যানসার নয়, হতে পারে আরও মারাত্মক কিছু

নেকট্রিয়ান (Nectrian) :- যখন ক্যানসার রোগীকে দেওয়া হয় তখন উহা কমে এবং রক্তস্রাব বন্ধ হয়। দূর্গন্ধ যুক্ত পূজ নির্গত। ইপিডারমা লাইজেশনের নিওপ্লাজমের প্রবনতায় এটি ব্যবহার এ উহা বন্ধ হয়ে যায়। (ক্লার্ক)।

ফ্যাসিওলাস (Phaseolus) :- স্তনের টিউমার। শক্ত, গোলাকার একটি উদগত নরান যায় এমন প্রকৃতির টিউমার, স্পর্শে বেদনা দায়ক হঠাৎ আবির্ভূত, ডান স্তনে বোটার উপর পুর্ণ মাত্রায় বৃদ্ধি প্রাপ্ত হয় । (বরিক)।

ফাইটোলেক্কা (Phytolecca) :- চর্বি গঠনের প্রবনতা এবং ফ্যাটি টিউমার, সাথে শক্ত টিউমার এ এটি ব্যবহার হয়। যন্ত্রনা যুক্ত, গ্রন্থিযুক্ত স্তনের টিউমার, শক্ত, বেদনাযুক্ত এবং বেগুনি রংয়ের হয়। এটি ব্যবহৃত হয় শোষক পদার্থ হিসেবে ইউট্রাসের এবং ফাইব্রয়েড টিউমার এর ক্ষেত্রে। (দে)।

স্তনের ক্যানসার। ফোড়া, ফিসচুলা, টিউমার, ক্যানসার হাইপারট্রফি। উত্তেজক টিউমার, অত্যন্ত সংবেদনশীল এবং যন্ত্রনা দায়ক যার বৃদ্ধি ঘটে রজঃস্রাবের সময়। বোটা ফাটা, চামড়া ছারানো। গভীর ভোগান্তি বাচ্চাকে দুধ দিতে। বেদনা বিকীর্ন হয় বোটা থেকে সমস্ত শরীরে। স্তন পাথরের মত শক্ত হয় আতুর ঘরের পরে। স্তনভর্তি ছোট শক্ত গোটা, যন্ত্রনা যুক্ত গ্রন্থিতে। সেক্রামে যন্ত্রনা, যা হাটু এবং গোরালী পর্যন্ত যায়। আবার সেক্রামে গিয়া ঝাকুনী মারে এ গুলি হয় হাতুর ঘরের পরে। (ক্লার্ক)।

গ্ল্যান্ড সমূহ ফোলা, শক্ত। স্তনে কার্সিনোমা। লিপোমা, গুলিবিদ্ধ ছুরি ঢোকান যন্ত্রনা যা ঘুমের পরে বৃদ্ধি । প্রধানতঃ ক্লান্তি এবং শায়িত অবস্থা। স্কিরাস বিশেষত স্তনে। (লিলিয়েছাল)।

স্তনের টিউমার বগলের গ্লান্ড সমুহ বগ হওয়া। স্তনে ক্যানসারে স্তন শক্ত, যন্ত্রনাযুক্তেএবং বেগুনী বর্নের। স্তনে ফোড়া। যখন শিশুর যত্ন নেয় বোটা থেকে বেদনা বিকির্ন করে সমস্ত শীরে। মিনস এবং পূর্বে এবং পরে স্তনে উত্তেজনা, মিনস অধিক বা প্রচুর এবং বাব বার হয়। (বরিক)।
এই ঔষধ ব্যবহার করলে ম্যালিগন্যান্ড বৃদ্ধি গঠনে বাধা দেয় এবং দেরী হয় বিশেষত স্তনের কেক্ষে। গ্লান্ডুলার টিউমার বা ঞয় শক্ত এবং স্কিরাস জাতীয়। প্রায় যে কোন উত্তেজনা কেন্দ্র, ম্যায়ারী গ্লান্ডের চারিপার্শ্বে মাংস বৃদ্ধি, যন্ত্রনা, গরম, ফোলা। যনখন মা বলে আর স্তনে দুধ নেই অথবা দুধ সমান্য, পুরু, অস্বাস্থ্যকর এবং দুধ তারাতারি শুকাইয়া যাইতেছে, এই স্বাভাবি আরোগ্য দেয়। (কেন্ট)।

আরও পড়ুন- স্তনের চাকা কী ক্যান্সারের আতংক

এটি সাহায্য কর ফাটা স্তনে যাহা অবধারিত ক্যানসারে পরিনতি। বোটা দেখতে ফাটা, চামড়া ছারানো। মাংস বৃদ্ধি যা শক্ত, বেদনা দায়ক, বা অনুভব করা যায় চামড়ার নীচে। এটি ভাব কাজ দেয় এবং অদৃশ্য হয়। অধিক শক্ত এবং যখনই শিশুকে দুধদেয় তখন বেদনা বোটা হইতে সমস্ত শরীরের জন্য অংশে ছড়ায়। (চৌধুরী)।

এটি অত্যান্ত মুল্যবান আরোগ্য দায়ক ক্যানসার চিকিৎসা বিশেষ করে নিদের্শিত স্তনের ক্যাসারে। যখন স্তন শক্ত, যন্ত্রনা দায়ক এবং বেগুনী রং এর। ডাঃ ন্যাস অনেক গুলি স্তনের টিউমার সরাইয়া ফেলেছেন ১০০,০০০ শক্তির ১ মাত্রা ফাইটোলোক্কা দিয়ে চন্দ্র হ্রাসের সময় (ডাঃ চুগা)।

পিক্রিক এসিড (Piv Ace) :- ক্যানসরে শুকাইয়া যাওয়া তেইন কোটগত এবং ক্ষুদ্র রোগের বৃদ্ধি বাম দিকে বা পাশে। উজ্জ্বল হলুদ রং এর চর্ম এবং প্রস্রাব। বেদনা বিভিন্ন অংশে এবং মাংস পেশীর দুর্বলতা রাত ৮টা পর্যন্ত। দুর্বলতা অনুভব সকালে হাটায়, ভারবোধ ক্ষুদ্রতম চেষ্টায়। উপশম-মুক্ত বাতাসে এবং খোরা অনুভব সমস্ত শরীরে। কারো সাথে কথা বলার ইচ্ছা নেই, নেই কোন কাজ করারও ইচ্ছা। যে কোন কিছুতেই উদাসিন। শুধু ঘুমের ইচ্ছা শুইয়া পরিয়া । (ক্লার্ক)।

সোরিনাম (Psorinum) :- স্তনের ক্যানসারে স্তন ফোলা, বোটা লাল জ্বালা যন্ত্রনা এবং চুলকানি। বোটার চারিপার্শ্বে ফুসকুরি। ম্যামারী ক্যানসার। (ক্লার্ক)।

স্যাঙ্গুনারীয়া (Sanguinaria) :– স্তনের টিউমার। জ্বালা যন্ত্রনা দুই স্তনের মাঝখানে, বিকালে। বাম পার্শ্বে বৃদ্ধি। বোটায় ক্ষত, যন্ত্রনা প্রদ । সূচবেধা যন্ত্রনা, বোটার মধ্যে ডান পাশে। তীক্ষ্ণ কোন ধারালো বস্তু বিদ্ধকর যন্ত্রনা ডান স্তনের কেবল বোটার নীচে। গভীর নিশ্বাসে বৃদ্ধি। ডান স্তনের বেদনা কাধ পর্যন্ত ধায়। শক্ত হলে হাত হতে মাথা পর্যন্ত যেতে পারে। (ক্লার্ক)।

এটির খ্যাতি আছে ক্যানসার, নাকের আব এবং নতুন বৃদ্ধির ক্ষেত্রে কিওর করার। ডাঃ ক্লার্ক বলেন যে স্তনের টিউমার স্যাঙ্গুনেরিয়া কমাতে পারে। জ্বালাই সেঙ্গুনারিয়া মূল চিহ্ন। ডাঃ কুপার বলেন চোয়ালের “Fullness and tenderness behind angle of jows in sanguinara’s keynote” (ডাঃ চুগা)।

সারসাপেরিলা (Sarsaparilla) :- স্তনের স্কিরাস জাতীয় ক্যানসার। স্তন কোমল সব সময় হাত সামনে রাখে যাতে কোন স্পর্শ না লাগে । স্তনে পূজ হয়। বোটা ভিতরে ঢুকে যায়। কুঞ্চিত হওয়া অনুভূতি হীন কিন্তু উত্তেজক নয় । (ক্লার্ক)।

স্ক্রফুলা-নোড (Scroph-Nod) :- বিশেষ সদৃশ্য স্তনের জন্য। অত্যন্ত ব্যবহার্য স্তনের টিউমার নিরসনে। দ্রুফুলাস এব ফোলা । এপিথোলিওমা ও স্তনের গ্রন্থি আক্রান্তে । (বরিক)।

স্তনের সাদৃশ্যে সুনিদ্দিষ্ট টিউমার এর নিরসন যখন কোনিয়াম কাজ করেনা । (ডাঃ প্রাইমার)।

আরও পড়ুন- পাঁচ বছর পর্যন্ত মানবদেহে লুকিয়ে থাকতে পারে স্তন ক্যনসার

সাইলিসিয়া (Silicea) :- স্তনের ক্যানসারে অত্যন্ত চুলকানিসহ গ্লান্ড সমূহ ফোলা । (টি, এস, লোয়ার)।

স্তনের ক্যানসার, বোটার প্রদাহ সহ। কুৎসিত, জ্বালা যন্ত্রনা বাম বোটায়। বাম স্তনের পিছনে সুই ফোটান যন্ত্রনা । রাজে অসস্তিকর ঠান্ডা। স্তনে পূজ হওয়া। স্তনে ফোড়া, নালি খা, দৃঢ়তা- স্তন শক্ত। বোটার ফোলা যন্ত্রনা । (ক্লার্ক)।

পূজ বাহির হয়ে যাওয়া এবং শক্ত টিউমার । এটি কিউর করে পুনরাবৃত্তি হওয়া ফাইব্রয়েড টিউমার এবং পূরান শক্ত টিউমার । টিউমার শক্ত যা ফিরে আসে, পায়ের ঘাম বসে গিয়ে হয় । অথবা নালী ঘা আরোগ্য হয় । সর্দি জাতীয় নির্গমন বা স্রাব ।

রাস মোর (Rus Moer):- আরোগ্য করেছেন স্কিরাস জাতীয় বাম স্তনের এক মহিলার ক্যানসার । সাইলেসিয়ার নিদর্শন “আঙ্গুলের ডগা কাগজের মত হয় রাত্রে”। ক্যানসারে সাইলেসিয়ার নিদর্শন “Nippel is drawn is like a funnel” এটি আরোগ্য নিদর্শন করে নালী ঘা স্তনের। স্তনের মাংস বৃদ্ধি যা নির্গত করে পুরু হলুদ বিরক্তকর স্রাব । (ডাঃ চুগা)।

স্ট্র্যামোনিয়াম (Stramonium) :- শক্ত, পার্শ্ব উন্মুক্ত ক্ষতের চরিপার্শ্বে যে ক্যানসার অপারেশন করা হয়েছে স্তনে বাংল বৃদ্ধি । (ডাঃ+ চুগা)।

টেপলিটজ (Tepliti) :- স্তনের টিউমার। ডান পার্শ্বে দুইটি মাংসঙ্কুর যা হেজাল গাছের ফলের মত বড় । ভোতা বেদনাসহ । ডান স্তনে সুন্দর সরু সুচালু জিনিস দিয়া যেন বিদ্ধ করে । (ক্লার্ক)।

আরও পড়ুন- সদ্যজাত স্তন ফুলিয়া উঠা

Example :- (১) ১৯৯৯ সনের জানুয়ারী মাসে আমার নিকট একজন উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তার স্ত্রী আসেন । তিনি খুবই মোটা ধরনের । তার দুটি স্তনে ৪টি বড় ধরনের গোটা দেখা যায় । ডান স্তনের নিপেল ভাজ হয়ে ভিতরে প্রবেশ করে গেছে । ঐ নিপেলের কিনারা দিয়ে রক্তাভ স্রাব বেড় হইতে ছিল । যা অত্যন্ত দূর্গন্ধযুক্ত । কিছু লাল রং এর ফুলা ছিল স্তনের উপর । তার সারা শরীরে অত্যন্ত চুলকানি ছিল । গোটা চারটি ছিল অত্যন্ত শক্ত । যা নড়ান যায় । কিন্তু কোন ব্যাথা ছিলনা ।

আমি তাকে Sulpher -২০০ শক্তি ১ ফোটা দেই । চুলকানি কমে । কিন্তু রক্তাভ স্রাব ১ দিনের জন্য বেড়ে যায় ।
তৃতীয় দিনে -(1)Phytolecca-30
(2) Asterius -30
১ ফোটা মাত্রায় পরিবর্তিত ভাবে খাইতে দেই ।
এবং Cal. phos-6x – ২টি বড়ি দিনে ২ বার দেই ।
Cal. Fluore- 6x -তিনটি বড়ি দিনে ৪ বার খাইতে দেই।
১ মাসের মধ্যে রোগী সম্পুর্ন সুস্থ হইয়া যায় ।

(২) অন্য একজন সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তার স্ত্রী আমার কাছে আসেন । তার দুইটি স্তনেই দুইটি ছোট গোটা উঠেছে, যা অত্যন্ত শক্ত ভীষন ব্যাথা । দুধের বোটায় টান দিলে বা চাপ লাগালে সমস্ত শরীর ব্যাথায় কাতরাইয়া উটে । রাত্রে তার ব্যাথা বেশী হয়।

আরও পড়ুন- ৯ শ্রেণির নারী স্তন ক্যান্সারের ঝুঁকিতে বেশি

আমি তাকেP hytolecca-30
Conium -30 ১ ফোটা মাত্রায় পরিবর্তিত ভাবে খাইতে দেই । ১৫ দিনের মধ্যেই তার ব্যাথা এবং শক্ত গোটা বিলুপ্ত হয়ে যায় ( লেখক)।
এবার ডা: জোন্স এর ক্যানসার নামক বই হইতে স্তনের ক্যনসার আরোগ্য এর ৩টি উদাহরণ তুলে দিচ্ছি ।
(১) Cancer of the breast :- আকার একটা ডিমের মত, ছুরি কাটা যন্ত্রনা সহ প্রশস্ত এবং দাঁতের ছাপ যুক্ত জিহবা খাবার পর পাকস্থলীর কষ্ট । খাবার ঔষধ-
Tr. Hypras 3x ১ ফোটা মাত্রায় ৩ ঘন্টা অন্তর ।
Comp Syrp Phytolacca ১ চা চামচ করে প্রত্যেক বার আহারের পর ।

বাহ্য প্রয়োগের জন্য- Ext. Eucalyptus + Salicylic acid aaZ ss + Vaseline-zii মিশিয়ে প্রত্যহ ৩ বার প্রয়োজন এতেই আরোগ্য হয়, ২৬ বৎসর পর্যন্ত আর কোন উপসর্গ আসেনি ।

Compound Syr: Phytolacca
Rx FL. Ext. Phytolacca (Green root) Zii Fl. Ext. Gention
FL. Ext. dandolion a a zi
simple syrup q.s. ad oi
Mix-Sig tea spoon ful after each meal
2) Cancer of the breast :- বড় আপেলের মত শক্ত ডান স্তনে, সাধারণ স্বাস্থ্য ভাল ।

আরও পড়ুন- র‌্যাক্স নং- ৮১ (স্তনের সৌন্দয্য বধন)

লাগাবার জন্য -cerate Phytolecca + create Belladonna + create Arnica a a zi এটি সকাল সন্ধ্যায়
দুইবার প্রয়োগ ।

খাবার জন্য- Rx Tr. Hydrastis
Tr. Conium.
Tr. Phytolacca a a xi ১ চা চামচ মাত্রায় ৩ বার ৩ মাসের চিকিৎসায় গ্রোথ সম্পূর্ন ভাল। আর কখনও ফিরে আসেনি উপসর্গ ।

3) Scirrhus cancer of bothe breasts :- বছর হলো শক্ত রাবারের বলের মত হয়েছে। তীব্র ছুরি ঢোকান যন্ত্রনা । Diagnosis; Adinoid cancer খবার ঔষধBaryta-iod 3x ৩ টি ট্যাবলেট হিসাবে প্রত্যহ ৩ বার এবং Hydrastis – 3x ১০ ফোটা মাত্রায় ৩ মাত্রা পাল্টা পাল্টি ভাবে ।

বাহ্য প্রয়োগঃ- Solution Boro Glycerin – zvi+ Tr. Phyto- zvi মিশিয়ে প্রত্যহ ৩বার লাগান। ৪ মাস ব্যবহারে আরোগ্য হয় ।
তিনি আরও যতগুলি breast cancer এর চিকিৎসা করেছেন অধিকাংশ ক্ষেত্রে Phytolacca, Hydrastis বেশী ব্যবহার করেছেন। কোথাও Thuja, Conium ব্যবহার করেছেন ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev