বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

ফুসফুস ক্যানসার

আরোগ্য হোমিও হল / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৬:৫২ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

ফুসফুস ক্যানসার (Langs Cancer)

হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য

ডাঃ অরবিন্দ সরকার

ফুসফুস ক্যানসরে ঘন ঘন কাশি হয়, কফ, কাশির সঙ্গে রক্ত, শ্বাসকষ্ট, ব্যথা, হাঁপের মত শোঁ শোঁ টান থাকে। ফুস ফুসের ক্যানসারে হাতে আঙ্গুলের গিটগুলো ফুলে উঠে হাত ও পায়ের গাটে যন্ত্রনা হয়।

ফুসফুস ক্যানসার রোগ নির্ণয় :-
বুকের এক্স-রে ব্রঙ্কোস্কোপি এবং কফ পরীক্ষা করে ক্যানসার কোষ দেখা গেলে রোগ নির্ণয় সহজ হয়।

বায়ো কম্বিনেশন ২৫

ফুসফুস ক্যানসারের চিকিৎসা :-
ফুস ফুসের ক্যানসারে – একোন, আর্স, আর্জ-নাই, ক্যালাড, কার্ব ভেজ, কর, সিস্টা, কোনি, ফেরম ফস, কেলি ফস, ফস, টিউবার, ভেরেট্রাম-ডি, ভিসক।

ডান পার্শ্বে – হাইড্রোস।
সিরাম ডিজেনোরেশান – কেলি বাই ।
টাইফয়েড লক্ষণে – রক্ত ক্ষরণ দুর্গন্ধ হলে – ক্রোটেলাস হরিদাস।
ভিতরে ফোড়া হলে রক্ত ক্ষরণ থাকলে বা ক্যানসার হলে – ক্রোটে হির।
যক্ষা – হিপার, ম্যাগ কার্ব, ফস, সাইলি, স্পঞ্জিয়া।

আরও পড়ুন – আর ৬ (ফ্লু, প্লুরিসি, ক্যাটারা, ব্রঙ্কাইটিস, ইনফ্লুয়েঞ্জা ড্রপ)

ক্রোটেলাস হরিদাস :- জিহ্বার ক্যানসার সহ ফুসফুসে ক্যানসার এবং পাকস্থলীর ক্যানসার এ ইহা মুল্যবার ঔষধ। প্রচন্ড রক্তপাত প্রবণতা, পচাঁক্ষত যুক্ত রক্তাভ লালা, অধিক রক্ত স্রাব, মিউকাম বমি লালাযুক্ত বা রক্তাভ। খালিবোধ সহ কষ্ট উত্তেজক পদার্থের আঙাংখা। জরায়ু ক্যানসার ফাইব্রয়েড মারাত্নক সার্কোমা, ফুলকপির মত উদ্ভেদসহ বেশী রক্ত স্রাবের প্রবনতা, দুর্বল শরীর। শক্তি – ৩০, ২০০।

কোবালটাম মিউরেটিকাম (Cobaitum Muriaticum) :- অধিক এবং কম কোবাল্ট উভয়ই বৃদ্ধি করতে পারে ফুসফুসের ম্যালিগন্যান্ট ক্যানসার। ঐ হয় তাদের একমাত্র ভবিষ্যৎ। কোবান্ট এর অনুরুপ পরমানুতে ক্যানসার পর্যবসিত করা ধাতুগত বা মনের স্বাভাবিক অবস্থাতে আমি দেখেছি অনেক গুলো ফুস ফুসের ক্যানসার এবং টি, বি, এর ঘটনা ম্যালিগন্যান্ট প্রকারের, যাহাতে সাড়া দিয়েছে চমৎকার ভাবে কোবাল্ট এর সর্বদা ১০ এম শিক্তি (গ্রাইমার)।

আরও পড়ুন – আর ৯ (ব্রঙ্কাইটিস, হুপিং কাশি, ব্রঙ্কিয়াল অ্যাজমা)

হাইড্রোসটিস :- ডান ফসুফসু এ ক্যানসার। কাঁচমত, জ্বালা বুকের মধ্য ফুস ফসু এর ইডেমা সহ। ক্যানসার শক্ত সংযুক্ত। চর্ম দানা বর্নের ছাপযুক্ত, কেটে ফেলার মত যন্ত্রনা স্তনের মধ্যে। (ক্লার্ক)।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev