শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

আর ৮৫ (উচ্চ রক্তচাপ কমায়)

আরোগ্য হোমিও হল / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন

Dr. Reckeweg R85/ আর ৮৫ (উচ্চ রক্তচাপ কমায়)।
R85 (reduces high blood pressure)।
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো “ আর ৮৫ (উচ্চ রক্তচাপ) ” কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
প্রস্তুত প্রণালী : Dr. Reckeweg R85/  আর ৮৫ জার্মান কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।
ব্যবহার : আর ৮৫ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়।
আর ৮৫ ড্রপসটির ইঙ্গিত : ১৪০ এর উপরে সিস্টোলিক সহ রক্তচাপ বা ৯০ এর উপরে ডায়াস্টোলিক (হাইপার-টেনশন) বলে ধরা হয়।
আর ৮৫ ড্রপসটির মুল উপদান :
(১) অ্যালিয়াম স্যাটিভাম (Allium sativum)।
(২) কালিয়াম জোডাটাম (Kalium jodatum)।
(৩) ক্যালিয়াম ফসফোরিকাম (Kalium phosphoricum)।
(৪) কোর: গ্ল্যান্ডুলার স্টিমুলেশন (Cor: Glandular stimulation)।
(৫) টারটারাস ডিপুরাটাস (Tartarus depuratus)।
(৬) মেসেনসেফালন (Mesencephalon)।
(৭) ভ্যালেরিয়ানা (Valeriana)।
(৮) রেন (Ren)।
(৯) সাইট্রাস মেডিকা লিমোনাম (Citrus medica limonum)।

আরও পড়ুন –  অ্যাডল-৮ (উচ্চ রক্তচাপ)

আর ৮৫ ড্রপসটির প্রধান উপাদানগুলির কার্যকারিতা :
(ক) অ্যালিয়াম স্যাটিভাম (Allium sativum) : এটি রক্তচাপ কমায়।
(খ) কালিয়াম জোডাটাম (Kalium jodatum) : পটাসিয়াম শোষণকে উদ্দীপিত করে, রক্তের সান্দ্রতা হ্রাস করতে কার্যকর ভুমিকা রাখে।
(গ) ক্যালিয়াম ফসফোরিকাম (Kalium phosphoricum)  : পরিবাহী ব্যাঘাত।
(ঘ) টারটারাস ডিপুরাটাস (Tartarus depuratus) : শক্তিশালী মূত্রবর্ধক প্রভাব।
(ঙ) কোর: গ্ল্যান্ডুলার স্টিমুলেশন (Cor: Glandular stimulation) : গ্ল্যান্ডুলার সুপারেনেলস: গ্ল্যান্ডুলার স্টিমুলেশন।
(চ) মেসেনসেফালন (Mesencephalon) : গ্রন্থির উদ্দীপনা।
(ছ) ভ্যালেরিয়ানা (Valeriana) : শান্ত প্রভাব।
(জ) রেন (Ren) : হরমোনের রক্তচাপ নিয়ন্ত্রণ।
(ঝ) সাইট্রাস মেডিকা লিমোনাম (Citrus medica limonum) : শক্তিশালী মূত্রবর্ধক প্রভাব।

আরও পড়ুন –  এইচ আর – ১১ (উচ্চ রক্তচাপের চিকিৎসায় কার্যকর)

আর ৮৫ (উচ্চ রক্তচাপ কমায়) মন্তব্য :
 নার্ভাস হার্টের ক্ষেত্রে আর ২ এবং আর ৬৬ ব্যবহার করুণ।
 কিডনি জড়িত আর ১৮ এবং আর ২৭ সঙ্গে।
 কিডনি আর ৬৪ এর প্রোটিন ক্লোজিং সহ।
 প্রতিবন্ধী সঞ্চালন আর ৬৩ এবং আর ৬৭ সহ।
শিরাস্থ স্ট্যাসিস আর ৪২ সহ এবং নার্ভাসনেসের ক্ষেত্রে ভিটা-সি ১৫,আর ২২,আর ৩৬,আর ৪৭ ব্যবহার করুন।

আরও পড়ুন –  কেন্ট ৩২ (উচ্চ রক্তচাপে কার্যকর)

আর ৮৫ ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা জন্য ১৫ থেকে ২০ ফোঁটা, শিশুরা ৭ থেকে ১০ ফোঁটা ঔষধ ১/৪ কাপ পানিতে মিশিয়ে দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।
চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।
সতর্কতা : গর্ভবতী মা অথবা দুগ্ধদানকারী মারা ঔষধ সেবনের পূর্বে রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করা উত্তম।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ২১ (উচ্চ রক্তচাপ)

শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।
পার্শ্বপ্রতিক্রিয়া : হোমিওপ্যাথি সর্বোত্তম চিকিৎসা প্রদান করে কারণ এটি নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত।

ঔষধ সংরক্ষণ : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev