Dr Reckeweg R 84/ আর ৮৪ (ইনহেলেন্ট এলার্জি)
R84 (Inhalent Allergy)
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো “ আর ৮৪ (ইনহেলেন্ট এলার্জি)” কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
প্রস্তুত প্রণালী : Dr Reckeweg/ আর ৮৪ জার্মান হোমিওপ্যাথি কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।
আর ৮৪ ড্রপসটির ব্যবহার : পরাগ, ইনহেল্যান্ট, বায়ুবাহিত সংক্রমণ ও অ্যালার্জিতে ব্যবহার করা হয়।
আর ৮৪ ড্রপসটির লক্ষণ : পিলি পশু, ছত্রাক, বীর্য এবং পরাগ গ্রামীণ, পুলভিস হার্বা ইনটিলিস, পরাগ। এটি হাইপার-ইমিউন প্রতিক্রিয়ার অ্যান্টিজেনিক অসংবেদনশীলতা প্রদান করে যা এই অ্যালার্জেনগুলির কার্যকারিতা বৃদ্ধি করে।
আর ৮৪ ড্রপসটির মুল উপদান :
অ্যাড্রেনালিনাম (Adrenalinum)।
হিস্টামিনাম (Histaminum)।
আর ৮৪ ড্রপসটির কার্যকারিতা :
(ক) অ্যাড্রেনালিনাম (Adrenalinum) : এটি হরমোনাল অ্যান্টি-অ্যালার্জিক প্রতিক্রিয়ার জন্য কম ক্ষমতা।
(খ) হিস্টামিনাম (Histaminum) : শরীরের জন্য একটি অ্যান্টি-হিস্টামিন প্রভাব প্রদান করে।
আর ৮৪ ড্রপসটির মন্তব্য :
যদি খাদ্য অ্যালার্জির ক্ষেত্রে আর ১৬, আর ৩৭, আর ৪৩, আর ৪৯ ব্যবহার করা যেতে পারে।
আর ৮৪ ড্রপসটির ইটিওলজি : এটি স্ট্রেস এবং অতিরিক্ত ক্রিয়াকলাপ অথবা সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রকে অতিরিক্ত উদ্দীপিত করে যা প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রের প্রতিরক্ষা প্রতিরোধ করার ক্ষমতাকে ক্ষয় করে ।
আর ৮৪ ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা জন্য ১৫ থেকে ২০ ফোঁটা, শিশুরা ৭ থেকে ১০ ফোঁটা ঔষধ ১/৪ কাপ পানিতে মিশিয়ে দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।
চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।
সতর্কতা : গর্ভবতী মা অথবা দুগ্ধদানকারী মায়েরা ঔষধ সেবনের পূর্বে রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করা উত্তম।
শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।
পার্শ্বপ্রতিক্রিয়া : হোমিওপ্যাথি সর্বোত্তম চিকিৎসা প্রদান করে কারণ এটি নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
ঔষধ সংরক্ষণ : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
এ জাতীয় আরো খবর.......