শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

আর ৫৪ (স্মৃতিশক্তির দুর্বল)

আরোগ্য হোমিও হল / ৪৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ন
আর ৫৪ (স্মৃতিশক্তির দুর্বল)

Dr. Reckeweg R 54/ আর ৫৪ (স্মৃতিশক্তির দুর্বল) ।
আর ৫৪ (স্মৃতিশক্তির দুর্বল) ।
R 54 (impaired memory)
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো “ আর ৫৪ (স্মৃতিশক্তির দুর্বল) ” কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
প্রস্তুত প্রনালী : Dr. Reckeweg R 54/ জার্মান কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।
ব্যবহার : আর ৫৪ ড্রপসটি সেরিব্রাল ফাংশনে ব্যাঘাত, স্মৃতিশক্তির দুর্বলতা। স্কুল-শিশুদের ত্রুটিপূর্ণ আধ্যাত্মিক বিকাশ, উদাসীনতা, অলসতা ক্লান্তি ইত্যাদিতে ব্যবহার করা হয়।
আর ৫৪ মেমরি ড্রপ সম্পর্কে ধারণা : আর ৫৪ হোমিওপ্যাথিক ওষুধ বিভিন্ন হোমিওপ্যাথিক ঔষধ (ড্রপগুলিতে পাওয়া যায়) এটি মিশ্রণের মাধ্যমে স্মৃতিশক্তির দুর্বলতা রোগের ধরণের চিকিৎসার জন্য নির্দেশিত। এতে অ্যানাকার্ডিয়াম, আর্সেনিকাম অ্যালব এর মতো মূল উপাদান থাকায় সেরিব্রাল ফাংশনের ব্যাঘাত, স্মৃতিশক্তি দুর্বলতার উপর কাজ করে। এটি অলসতা, শারীরিক অথবা মানসিক ক্লান্তির জন্যও নির্দেশিত।
আর ৫৪ মেমরি ড্রপসটির ভূমিকা : এটি প্রতিকারের মাধ্যমে বিভিন্ন ধরনের স্মৃতিশক্তির সমস্যা নিরাময় করে। মস্তিষ্ক মানবদেহের (শরীরের) সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি স্মৃতিশক্তি, চিন্তাভাবনা, নিয়ন্ত্রণ করে। অনেক অঙ্গের কাজ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের কেন্দ্রীভূত শক্তি উপাদান। বাহ্যিক অথবা অভ্যন্তরীণ আঘাতের কারণে মস্তিষ্কের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলেই মস্তিষ্কের ব্যাধি দেখা দেয়। সাধারণত মস্তিষ্কের ব্যাধির লক্ষণগুলির মধ্যে হল – ঘনত্বের অভাব, মাথাব্যথা, স্মৃতিশক্তির সমস্যা, বমি বমি ভাব ইত্যাদি। অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে ট্রমা, ভাইরাল সংক্রমণ, ক্যান্সার, অস্বাভাবিক বৃদ্ধি যেমন – টিউমার, মাথায় আঘাত ইত্যাদি। আবার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত অবস্থাগুলি মস্তিষ্ককেও প্রভাবিত করতে পারে।

আরও পড়ুন –  এইচ আর – ৯০ (স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকর)

আর ৫৪ মেমরি ড্রপসটির মুল উপদান :
(১) অ্যানাকার্ডিয়াম D6 (Anacardium D6)।
(২) আর্সেনিকাম অ্যালব D30 (Arsenicum Alb D30)।
(৩) কালিয়াম ফস D6 (Kalium Phosphoric D6)।
(৪) জেলসেমিয়াম D12 (Gelsemium D12)।
(৫) লাইকোপোডিয়াম D30 (Lycopodium D30)।
(৬) বেলাডোনা D12 (Belladonna D12)।
(৭) সিপিয়া D8 (Sepia D8)।

আরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ১ (রক্তশূন্যতা)

আর ৫৪ ড্রপসটির পৃথক উপাদানের কর্মের মোড :
আর ৫৪ ড্রপসটির মূল বৈশিষ্ট্যগুলি নিম্নলিখিত উপাদানগুলি থেকে প্রাপ্ত হয়েছে যা মেমরি (স্মৃতিশক্তি দুর্বলতা) রোগে চিকিৎসার জন্য নির্দেশিত।
(ক) অ্যানাকার্ডিয়াম  (Anacardium ) : স্মৃতিশক্তি (মেমরি) দুর্বলতায় এর সুনির্দিষ্ট ক্রিয়া রয়েছে।
(খ) আর্সেনিকাম অ্যালব (Arsenicum Alb) : এটি সেরিব্রাল অ্যানিমিয়া (রক্তে লোহিত কণিকা অথবা হিমোগ্লোবিনের ঘাটতি) চিকিৎসা করে এবং সেরিব্রাল ফাংশনের উদ্দীপক হিসাবে কাজ করে।
(গ) কালিয়াম ফস (Kalium Phosphoric) : এটি সেরিব্রাল ফাংশনের জন্য টনিক হিসাবে কাজ করে। আবার এটি স্নায়ুর জন্য একটি পুষ্টিকর প্রতিকারও বটে।
(ঘ) জেলসেমিয়াম (Gelsemium) : এটি ঘূর্ণায়মান সংবেদন ও ভারসাম্য হ্রাস (ভার্টিগো) এর মতো মেমরির ব্যাধিগুলির চিকিৎসা করে।

আরও পড়ুন –  আলফা টনি সিরাপ (শরীরে শক্তি যোগায় ও হজম শক্তি বৃদ্ধি করে)

(ঙ) লাইকোপোডিয়াম (Lycopodium) : এটি লিভারকে ডিটক্সিফাই করে।
(চ) বেলাডোনা (Belladonna) : এটি সেরিব্রাল কনজেশনের চিকিৎসা করে।
(ছ) সিপিয়া (Sepia) : এটি অস্থিরতা (অত্যধিক আনন্দহীন অথবা বিষন্ন হওয়ার অবস্থা) ও ক্লান্তির বিরুদ্ধে কাজ করে।
আর ৫৪ ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা জন্য ১৫ থেকে ২০ ফোঁটা, শিশুরা ৭ থেকে ১০ ফোঁটা ঔষধ ১/৪ কাপ পানিতে মিশিয়ে দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে। গর্ববতী নারীরা ঔষধ সেবনের পূর্বে রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুণ।
চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।

আরও পড়ুন –  এন – ৫৪ (স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকর)

সতর্কতা : গর্ভবতী মা অথবা দুগ্ধদানকারী মারা ঔষধ সেবনের পূর্বে রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করা উত্তম।
শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।
পার্শ্বপ্রতিক্রিয়া : হোমিওপ্যাথি সর্বোত্তম চিকিৎসা প্রদান করে কারণ এটি নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
ঔষধ সংরক্ষণ : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
ঔষধের গুণগতমাণ : এটি একটি প্রাকৃতিক পণ্য, এটি কখনও কখনও সামান্য বৃষ্টিপাত অথবা মেঘলা হতে পারে, কিন্তু এটি পণ্যের গুণমান এবং এর কার্যকারিতা প্রভাবিত করে না। যদি এটি ঘটে তবে পণ্যটি ব্যবহার করার আগে ভালভাবে ঝাঁকি নিন। একবার আপনি সীলটি ভেঙে ফেললে, ওষুধগুলি দ্রুত ব্যবহার করা উচিত।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন।  এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।  সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন।  আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

 

 

 

 

 

 

 

 

 

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev