ক্যালরিপ–CALRIP সাধারণ শক্তিবর্ধক, স্নায়বিক শক্তিবর্ধক ও জরায়ুর শক্তিবর্ধক
ক্যাটাগরি : জরায়ুর শক্তিবর্ধক ও স্ত্রীরোগে কার্যকরী ওষুধ, বাত- বেদনা ,গাউড ও পক্ষাঘাত নিরাময়কারক (ইউনানী ঔষধ)
ঔষধের বিবরণ দেখুন
ক্যালরিপ (CALRIP) মারওয়ারীদী।
ব্যবহার : সাধারণ শক্তিবর্ধক, স্নায়বিক শক্তিবর্ধক এবং জরায়ুর শক্তিবর্ধক ঔষধ।
কার্যকারিতা : শারীরিক দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, শ্বেতপ্রদর, জরায়ুর প্রদাহ ইত্যাদিতে কার্যকর।
প্রস্তুত প্রণালী : ক্যালরিপ (CALRIP) ঔষধটি মুক্তা, আম্বর, রুমী মস্তগী, মাজুফল ইত্যাদি মূল্যবান ওষুধি উপাদানের সমন্বয়ে প্রস্তুত অনন্য (ইউনানী ওষুধ)।
ঔষধের বর্ননা : ক্যালরিপ (CALRIP) ঔষধটি পেশী শক্তি বৃদ্ধি করে এবং শারীরিক ও স্নায়বিক দুর্বলতা দূর করে। ইহা শ্বেতপ্রদর, ব্যথাযুক্ত ঋতুস্রাব, জরায়ুর প্রদাহ ও জরায়ুর দুর্বলতায় অত্যন্ত কার্যকরী। ক্যালরিপ (CALRIP) দেহের প্রত্যন্ত অঞ্চলে রক্ত সরবরাহ বৃদ্ধি করে। ইহা ছাড়াও হাড় ও দাঁত মজবুত করে।
উপাদান: প্রতি ট্যাবলেটে আছে-
(1) Pistacia lentiscus (রুমী মস্তগী) ১৭.০০ মিগ্রা।
(2) Sodium Borate (সোহাগা) ১৭.০০ মিগ্রা।
(3) Quercus infectoria (মাজুফল) ৩৪.০০মিগ্রা।
(4) Strychnos nxu-vomica (কুচিলা) ১৭.০০ মিগ্রা।
(5) Crocus sativus (মুক্তা) ৫.৮১ মিগ্রা।
(6) Crocus sativus (জাফরান) ০.৭০ মিগ্রা।
(7) Silver foil (রৌপ্যতবক) পরিমাণমত।
ঔষধ সেবনবিধি : ১ বা ২ ট্যাবলেট দৈনিক সকালে ও রাত্রে (২ বার) দুধসহ অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
বিশেষ সতর্কতা : গর্ভকালীন সময়ে ওষুধটি সেবন সম্পন্ন নিষেধ।
ঔষধ সংরক্ষণ : আলো-আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা : প্রতি বাক্সে ব্লিস্টার প্যাকে ৫ X ১০ = ৫০টি ট্যাবলেট।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।