শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন

আপেলিন (APELIN) অঙ্গসমূহের শক্তিবর্ধক ও ক্ষুধাবর্ধক

আরোগ্য হোমিও হল / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৪:০৭ অপরাহ্ন
আপেলিন  (APELIN) প্রধান অঙ্গসমূহের শক্তিবর্ধক ও ক্ষুধাবর্ধক
আপেলিন  (APELIN) প্রধান অঙ্গসমূহের শক্তিবর্ধক ও ক্ষুধাবর্ধক

আপেলিন  (APELIN) প্রধান অঙ্গসমূহের শক্তিবর্ধক ও ক্ষুধাবর্ধক

প্রস্তুত প্রণালী : হামর্দদ।

ঔষধধের কার্যকারিতা : আপেলিন  (APELIN) সিরাপের মূল্যবান প্রাকৃতিক উপাদান যেমন- আপেলের নির্যাস, মৌরি, দারচিনি, বড় এলাচ, জায়ফল এবং লেবুর রসের অপূর্ব সমন্বয়ে প্রস্থত একটি বিশেষ ফর্মুলেশন, যা মানব দেহের প্রধান অঙ্গসমূহের শক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। আপেলিন  (APELIN) শক্তিশালী অ্যান্টিঅক্সিডেনট হৃৎপিন্ডের শক্তিবর্ধক, লিভারের শক্তিবর্ধক ও প্রিবায়ােটিক। আপেলিন  (APELIN) ঔষধটি হজম প্রক্রিয়াকে উন্নত করে, ক্ষুধাবর্ধক হিসেবে কাজ করে এবং রক্তাল্পতার চিকিৎসায় কার্যকরী।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

ঔষধটির উপাদান: প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে)-

(1) Malus sylvestris (আপেলের নির্যাস) ২ গ্রাম।

(2) Citrus aurantifolia Juice (লেবুর রস) ০.২ মিলি।

(3) Amomum subulatum (বড় এলাচ) ০.০৩৫ গ্রাম।

(4) Foeniculum vulgare (মৌরি) ০.০৬ গ্রাম।

(5) Cinnamomum zeylanicum (দারচিনি) ০.০৫ গ্রাম।

(6) Myristica fragrans nut (জায়ফল) ০.০৩৫ গ্রাম।

আরও পড়ুন –  আলফা টনি সিরাপ (শরীরে শক্তি যোগায় ও হজম শক্তি বৃদ্ধি করে)

আপেলিন  (APELIN) সিরাপ নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-

(১) অজীর্ণতা।

(২) হৃৎপিন্ডের দুর্বলতা।

(৩) মানসিক দুর্বলতা।

(৪) সাধারণ দুর্বলতা।

(৫) লিভারের দুর্বলতা

(৬) ক্ষুধামান্দ্য

(৭) রক্তাল্পতা।

(৮) হৃদকম্প।

(৮) ভিটামিন এ এবং সি এর অভাব।

আরও পড়ুন –  আর ১৫ ভিটা সি – ১৫ (নার্ভ এবং এনার্জি টনিক)

আপেলিন  (APELIN সেবনবিধি:

প্রাপ্ত বয়স্ক ব্যাক্তিরা : ৬ চা-চামচ (৩০ মিলি) দৈনিক ২ বার সেব্য অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

অপ্রাপ্ত বয়স্করা : ২ চা-চামচ (১০ মিলি) দৈনিক ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযােগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

সতর্কতা : শিশুদের থেকে দুরে রাখুন।

আরও পড়ুন – দুর্বলতা ও মানসিক লক্ষণ

সংরক্ষণ : আলাে থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : পিইটি বােতলে ৪৫০ মিলি সিরাপ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev