বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

ডিম্বাশয় ক্যানসার

আরোগ্য হোমিও হল / ২৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

ডিম্বাশয় ক্যানসার (Overy Cancer

হোমিও চিকিৎসায় ক্যানসার আরগ্য

ডাঃ অরবিন্দ সরকার

ডিম্বাশয় এর ক্যানসার নির্নয় করা সব থেকে শক্ত, শল্য চিকিৎসা না করলে প্রমাণ করার কোন উপায় নেই। পেটের মধ্যে ডিম্বাশয় স্থানে দুষ্ট স্ফীতি একটা ধ্রপদী উদাহরন। প্রথমাঅবস্থায় এই লুকানো টিউমার খুঁজে পাওয়া খুবই দুরহ।

ডিম্বাশয় ক্যাসারের লক্ষণ : দ্রুত শরীর কৃষ হয়ে যায়। প্রায় সব ক্ষেত্রেই দারুণ যন্ত্রনা হয়। যৌনি পথে অনিয়মিত অস্বভাবিক রক্তপাত। অধিকাংশ ক্ষেত্রে দু’দিকেই আক্রমন করে। উদরী হয়, পেটে জল জমে। পেটের বিভিন্ন ক্ষেত্রের লসিকা গ্রন্থি স্ফীতি হয়। পা ফুলে এবং শরীর খুবই কৃষ হয়।

বায়ো কম্বিনেশন ২৫

ডিম্বাশয় ক্যানারের চিকিৎসা :-
ডাঃ কেন্টের মতে – আর্স, কোনিয়াম, গ্রাফাইটিস, ক্রিয়োজোট, ল্যাকেসিস, সোরিনাম।

বোভিষ্টা (Bovista) :- এটি রোগ মুক্ত করতে পারে ওভারিয়ান সিস্ট ও গুলিবিদ্ধের মতো যন্ত্রনা থাকলে এটি একটি বোড লিগামেন্টের ঘটনা যুক্ত করেছিল।

কলোসিন্থ (Calovynth) :- ক্ষুদ্র সিষ্টিক টিউমার ওভারির উপর অথবা ব্রোড লিগামেন্টে। ওভারিতে ছিদ্রকার যন্ত্রনা। অবশ্যই টানিয়া ভাজ করে, অধিক অস্থিরতাসহ। কোমল আচরন আক্ষেপের কারনে সে বাকাইয়া ভাজ হয়।

আরও পড়ুন – আর ৩৯ (পেটের বাম দিকে, ডিম্বাশয়ের স্নেহ, সিস্ট, টিউমার)

ল্যাকেসিস (Lachesis) :- ওভারিযান টিউমার, বিশেষত যখন বাম ওভারী আক্রান্ত হয়, প্রসারনসহ ডানদিকের ওভারিতে বৃদ্ধি ঘুমের পরে। যন্ত্রণা উপশ্রম রক্ত নির্গত হওয়ায় ভ্যাজাইনা থাকে। (টি, এস, হনি)।

ডিম্বাশয় ক্যানসার

ডিম্বাশয় ক্যানসার

আমারা অনেক খানি অসমর্থ হই ওভারির নানা কষ্টের চিকিৎসা করতে ল্যাকেসিস বিহীন। (ই, বি র‌্ন্যাস)।

ওভারির ক্ষেত্রে যন্তণা যাহা বাম ওভারী হতে ডান ওভারীতে প্রসারিত। যন্ত্রণা বাড়তে থাকে অধিক থেকে অধিকতর যতক্ষন না ভ্যাজাইনার থেকে রক্ত শ্রোত না হয়। উন্নতি সাধন আরম্ব হয় নির্গত হইলে ইহা ল্যাকেসিসসের ধ্রুপদি লক্ষণ। ঘুমে বৃদ্ধি এবং অতিরিক্ত সংবেদনশীল উপরিভাব, স্পর্শে অসহ্য সহ অথবা সংকোচন একটিনিদর্শন। (ডাঃ চুগা)।

আরও পড়ুন – আর ৩৮ (পেটের ডান দিকে ডিম্বাশয়ের স্নেহ, সিস্ট, টিউমার)

লাইকোপোডিয়াম (Lycopodium) :- শরীরের ডানদিকে লাইকোপোডিয়ামের ক্রিয়া অধিক প্রকাশিত হয়। সেই জন্য যে ব্যাধিই হউক না কেন যেমন শ্বাসযন্দ্রের পীড়া, লিভারের পীড়া, কিডনীর পীড়া, জরায়ু, ডান ওভারির পীড়া তৎক্ষনাৎ লাইকোপোডিয়াম স্বরন করবেন। ইহা একটি দীর্ঘক্রিয়া (Deep acting) ঔষধ, তজ্জন্য ২/১ মাত্রা প্রয়োগ করিয়া অনেকদিন পর্যন্ত তাহার ফলাফলের জন্য অপেক্ষা করিতে হয়। ্ইহার রোগ লক্ষণ অপারাহৃ ৪টা হইতে ৮টার মধ্যে ও উত্তাপে বৃদ্ধি এবং ঠান্ডায় ও ঠান্ডা বাতাসে উপশম হয়।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev