শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

ক্যান্সারের ব্যাথা

আরোগ্য হোমিও হল / ৩৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

ব্যাথা (Pains)

হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ডাঃ অরবিন্দ সরকার

শরীরে বিভিন্ন অঙ্গে ক্যানসার হয়। ক্যানসার হলে তার প্রধান উপসর্গ হলো ব্যাথা। ব্যাথা বিভিন্ন অঙ্গের এবং ক্যানসার এর বিভিন্নতায় ভিন্ন ভিন্ন হয়। কাজেই তার চিকিৎসাও বিভিন্ন ঔষধ এর দ্বারা করতে হবে লক্ষণ অনুযায়ী ।

চিকিৎসাঃ
এপিস-মেল (Apis-Mel) :- ক্যানসার এর যন্ত্রনায়, যখন জ্বালা, হুপফুটান যন্ত্রনা, তীর বিদ্ধের মত যন্ত্রনা যেমন লাল গরম সুই, সাথে অবশসহ। বিবর্ণ উজ্জ্বল রং বর্তমান। বিশেষভাবে প্রয়োজন, যন্ত্রনা উপশম করার জন্য। যাহা উৎপন্ন হয় জিহ্বার কার্সিনোমা, স্তন, ল্যারিংস এবং ওভারী থেকে । (এস, যে, মাষ্টার)।

আর্সেনিক- এ (Arsenic-A) :- ক্যানসারের যন্ত্রনা হয় ক্ষিপ্তকর, জ্বালা আগুনের মত, যন্ত্রনার উপশম স্থানীয় গরম প্রয়োগে। যন্ত্রনায় শ্বাস প্রশ্বাস খাটো হয় এবং অসস্তিকর শীত। হঠাৎ প্রচুর দুর্বলতা, অস্থিরতা সহ। ক্যানসারের যন্ত্রনা কমাতে
সাহায্য করে। (এফ, যে, মাষ্টার)।

বায়ো কম্বিনেশন ২৫

যখন অত্যন্ত আশা শূন্য অবস্থার কেসে অপারেশন যোগ্য নয়, ম্যালিগন্যান্ট রোগ যেখানে মর্ফিয়া নির্দেশ করে, সামান্য মাত্রা আর্সেনিক অথবা অন্যকোন নির্দেশিত ঔষধ যন্ত্রনা রোহিত করিবে। (সুন্দরাধন)।

ব্রায়নিয়া (Bryonia) :- বিদীর্ন কর যন্ত্রনাযুক্ত ক্যানসার, সুচ ফোটা, ভারী ক্ষত, পিছনে ধায়। সামান্য চলাফেরায় অত্যন্ত যন্ত্রনাদায়ক। যখন কাঁশে বুক ধরে থাকে, মাথা এবং পাশ। বেদনা সহযোগী হয়, লাল দাগ লিম্ফ গ্রন্থির প্রদাহসহ, বিশেষত স্তনের ক্যানসারে সেখানে স্তন বাধ্য হয় সাহায্য নিতে। (এফ, যে, মাস্টার)।

আরও পড়ুন – ৯ শ্রেণির নারী স্তন ক্যান্সারের ঝুঁকিতে বেশি

চিনামোনাম (Cinamonum):- ক্যানসারের যন্ত্রনা যেখানে দুর্গন্ধ বর্তমান। ভাল হয় যখন চর্ম অক্ষুন্ন। দুর্বল রোগীর, যখন অবসন্ন রক্ত চলাচল। (শক্ত ক্যানসারে ফুটাইয়া ক্কাথ তৈরী করে এক পাইন্ট এর তিন ভাগের একভাগ প্রতিদিন।) (বরিক।)।

সাইট্রাস-এল (Citrus-L) :- প্রয়োজন স্থানীয় প্রয়োগে (১ ভাগ সাইট্রিক এসিড-৮ ভাগজল) ইহা ক্যানসারের যন্ত্রনা উপশম করে।
(বরিক)

সাইট্রাস-ভি (Citrus-V) :- মাড়ী ফোলা, পুরাতন বাত রোগ এবং রক্তক্ষরণ। সমস্ত প্রকার শোথ রোগের উপকারী সাইট্রিক এসিড এবং লিমনজুস ১ চামচ প্রতি ৩-৪ ঘন্টা পর পর । যন্ত্রনায় জিহ্বার ক্যানসারে ব্যবহার্য, যেমন- স্থানীয় প্রয়োগে এবং মুখ ধোয়াতে। ১ ড্রাম প্রতি ৮ আউন্স জলে মিশ্রিত করে পুনঃ পুনঃ ব্যবহারে ক্যানসার যন্ত্রনায় ফল উৎপাদক।

কণ্ডর‌্যাঙ্গো (Condurango) :- যন্ত্ররা উপশ্রম করে, যন্ত্রনা অনুসরণ যোগ্য ক্যানসারটি। উধারণ স্বরুপ, কখনও রোগী অনুযোগ করে যে যে কোন নড়াচড়ায় হাতের তালু এবং আঙ্গুলে যন্ত্রণা দেয় আক্রান্ত পাশে, তখন এই ঔষধটি উপশম কারী। (ডাঃ গুটেরিডজ)।

আরও পড়ুন – কেন্ট ৬৬  (টিউমার ও ক্যান্সার রোগে কার্যকর)

ইকায়নেসিয়া (Echinacea) :- ক্যানসারের সাংঘাতিক যন্ত্রনার উপশম করে। ইহা রোগের বৃদ্ধিতে বাধা দেয় না। (ডাঃ চুগা)।

ইউফরবিয়া (Euphorbia-H) :- রজকটি ব্যহার হয় এলোপ্যাথি মতে ক্যানসার রোগে বাহিরের প্রয়োগে, এবং ইহা তৈরী করে ভয়ানক যন্ত্রনা। হোমিওপাথিতে শক্তিকৃত করা অথবা ক্ষুদ্রকর অবস্থায় প্রয়োগ করিলে ক্যানসারের যন্ত্রনা লাঘব করে। (ক্লার্ক)।

জ্বালা যন্ত্রনা হাড়ের মধ্যে। প্রয়োজনীয় জ্বালা যন্ত্রনায়, ক্যানসারে। (চূপা)।

যে কেস অপারেশন যোগ্য নয়, শক্তিকৃত অবস্থায় এই ঔষধটি প্রয়োগ করলে ঐ সময় সাধ্যমত জ্বালা যন্ত্রনা লঘু করতে পারে। (ডঃ রুডলফ, এফ, রাবি)

হাইড্রাসটিস (Hydrstis) :- ইহা বিস্ময়করভাবে উপশম করে ক্যান্সারের যন্ত্রনা । এই বিশেষত্ব যে ইহা সম্পূর্ণ রকম দমন করিতে পারে, ওপিয়াম, মর্শিয়া অথবা অন্য যে কোন তথা কথিত বেদনা নাশকের চাইতে। ইহা ক্যান্সার বৃদ্ধিও বন্ধ করতে পারে। (ডাঃ গুটেরিজড)।

আরও পড়ুন – স্তন বা ব্রেস্ট ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা

লুপলাস-হুমুলাস (Lupulus – Humulus) :- লুপলিন ১x বিচূর্ন স্থানীয়ভাবে যন্ত্রনা দায়ক ক্যান্সারে প্রয়োজনীয় ।

ম্যাগ ফস (Magphos-p) :- এই ঔষধ পারে উপশম দিতে, দারুন কষ্ট জনিত ক্যান্সারে। (ডাঃ চূগা)।

প্যারাফিনাম (Paraffinum) :- ছুরি ঢুকানো যন্ত্রনা, বিদ্যুৎ স্পর্শের ন্যায় যন্ত্রনা, পাকস্থলীর যন্ত্রনা পরিবর্তিত হইয়া গলায় এবং মেরুদন্ডের যন্ত্রনা। (ডাঃ চূগা)।

রুটা (Ruta) :- ক্যান্সারে চুর্ন করার মত যন্ত্রনা, ক্ষত, বিরামহীন যন্ত্রনা, বিশেষত উৎপন্ন হয় পেরিঅস্ট্রিয়াল টিসু হইতে । (এফ,যে,মাস্টার)

টেরেনটুলা :- ক্যান্সারে অত্যন্ত নিষ্ঠুর যন্ত্রনা, যখন ক্ষতের উপরিভাগ কাল নিলচে রং এর হয়। (লিলিয়েন্থাল)।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev