মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

জেরোফোইলাম হোমিওপ্যাথি ঔষধ

আরোগ্য হোমিও হল / ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৭:২৩ অপরাহ্ন
জেরোফোইলাম হোমিওপ্যাথি ঔষধ
জেরোফোইলাম হোমিওপ্যাথি ঔষধ

জেরোফোইলাম হোমিওপ্যাথি ঔষধ

Xerophyllum homeopathic-medicine

ডা: উইলিয়াম বরিক

চলতি নাম –টেমালপেয়াস লিলি – বাস্কেট গ্রাস ফ্লাওয়ার।

(Tama;oais Lily- Basket Grass Fiower)

একজিমা, পয়জন বিষাক্ততার নাম উৎকৃট চর্ম রোগ এবং টাইফয়েড অবস্থার প্রারন্তে উপযোগী ঔষধ।

মন : জড়বুদ্ধি, পড়াশুনায় মনঃসংযোগ করিতে পারে না। লোকের বা জিনিসপত্রের নাম ভুলিয়া যায়। কথার শেষ অক্ষর আগেই লিখিয়া বসে, সাধারণ শব্দেরও বানান ভুল করে।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তক : পূর্ণতা বোধ, মনে হয় মাথাটি ভরাট হইয়া গিয়াছে, কপালের ভিতর দিয়া এবং চক্ষুর উপরে বেদনা। নাসিকামুলে অত্যন্ত চাপ বোধ। হতবুদ্ধি। জ্ঞান হারায়। দপ্ দপকর শিরঃপীড়া।

চক্ষু : বেদনাযুক্ত, যেন চক্ষে বালু পড়িয়াছে, খোঁচান ব্যথা, কোন কাজে দষ্টি নিবদ্ধ করিতে পারে না। চক্ষুতে বেদনা ও জ্বালা ।

আরও পড়ুন – এইচ আর – ৫৮ (চক্ষু চিকিৎসায় কার্যকর)

নাসিকা : অবরুদ্ধ, নাকের গোড়ায় টান টান ভাব, তরুণ নাসিকার সর্দি।

মুখমণ্ডল : প্রাতঃকালে স্ফীত। চক্ষুর নীচে ফোলা ভাব।

গলগহ্বর : গিলিতে গেলে খোঁচামারা ব্যথা।

পাকস্থলী : পূর্ণ ও ভারি বোধ হয়। অম্ল উদ্গার । দুপুর ও রাত্রিকালীন আহারের এক ঘন্টা পরে দুর্গন্ধযুক্ত উদ্গার । রাত্রি ২টায় বমন।

উদরগহ্বার : অন্ত্রের মধ্যে বায়ুফীতি। প্রাতঃকালে পেটের মধ্যে গড় গড় করে এবং বাহ্যের বেগ হয়।

সরলান্ত্র : কোষ্ঠবদ্ধতা, মল শক্ত এবং ছোট ছোট দলা। পাতলা মলও নিসৃত হয়, বহুক্ষণ কোঁথ দিতে হয়। অত্যন্ত উদরাধমান। সরলান্ত্রে নীচের দিকে ঠেলামারা বেদনা ৷

আরও পড়ুন – আর ২৩ (একজিমা ড্রপ)

মূত্র : মূত্রবেগ ধারণ করিতে পারে না, চলিবার সময় ফোঁটা ফোঁটা মূত্ৰ পড়ে। রাত্রিকালে পুনঃপুনঃ প্রস্রাব।

স্ত্রী-জননেন্দ্রিয় : প্রসব বেদনার ন্যায় ব্যথা। ভগদেশ স্ফীত, তৎসহ প্রবল চুলকানি। সঙ্গমেচ্ছা বৰ্দ্ধিত, তৎসহ ডিম্বাশয় ও জরায়ুতে বেদনা এবং
প্রদর স্রাব।

শ্বাসযন্ত্র : নাসিকার পশ্চাৎ রন্ধ্র ছড়িয়া যাওয়ার মত, ঘন হরিদ্রাবর্ণ শ্লেষ্মাস্রাব। হাঁচি। শ্বাসনলীতে টাটান ব্যথা, ফসফুস সঙ্কুচিত বোধ হয়।

পৃষ্ঠদেশ : ত্রিকাস্থি হইতে স্কন্ধ পর্যন্ত উত্তাপ বোধ। পৃষ্ঠবেদনা, জঙ্ঘা পর্যন্ত প্রসারিত হয়। মূত্রগ্রন্থিতে বেদনা। মেরুদণ্ডের গভীর অংশে উত্তাপ বোধ।

আরও পড়ুন – বায়ো কম্বিনেশন ১১ (জ্বর)

হস্ত-পদাদি : পেশীর খঞ্জতা ও কম্পন। জানুদ্বয়ে বেদনা। অঙ্গপ্রত্যঙ্গ আড়ষ্ট বোধ হয় (রাস ) ।

চর্ম : অহিপুতন, তৎসহ ফোস্কা ও ভীষণ চুলকানি, হলবিদ্ধবৎ বেদনা এবং জ্বালা। ফোস্কা, ছোট জোট আকারের। চর্ম কর্কশ এবং ফাটা ফাটা। জুতার চামড়ার ন্যায় বোধ হয়। ত্বকের প্রদাহ, বিশেষতঃ জানুর চারিদিকে পয়জন ওক নিষাক্তার ন্যায় প্রদাহ। কুঁচকির গ্রন্থি এবং উরুদেশের পশ্চাৎ ভাগে স্ফীতি।

বৃদ্ধি- ঠান্ডা জল লাগাইলে, অপরাহেু ও সন্ধ্যাকালে।

উপশম : গরম জল লাগােইলে, প্রাত:কালে আক্রান্ত স্থান সঞ্চালেন করিলে।

সম্বন্ধ – তুলনীয় : রাস, এনাকাডি, গ্লিণ্ডেলিয়া।

মাত্রা : ৬ষ্ঠ ও উচ্চতর শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev