শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

শিশুদের নীল রোগ

আরোগ্য হোমিও হল / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৫:৩৮ পূর্বাহ্ন

শিশুদের নীল রোগ

পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচায্য

শিশুদের নীল রোগ : শিশুর ঠোঁট ও গাল ফ্যাকাসে এবং নথ ও সর্ব্বশরীর নীলবর্ণ হইয়া যায়, বুক ধড় ফড় করে ও গাত্রতাপ কমিয়া আসে হৃদপিণ্ডের বিকৃতি বা ক্রিয়া বৈলক্ষণ্যাদিহেতু প্রধানত, এই উৎকট পীড়া জন্মে – ডিজিটেলিস ৩ ইহার উৎকৃক্ট ঔষধ। সমস্ত শরীর বরফের মত শীতল লক্ষণে – আর্সেনিক 6 শক্তি প্রযোজ্য। শ্বাসকষ্টসহ পা ফুলা থাকিলে ফসফোরাস 3 সেবন বিধি। রাস টক্স 3 হাইড্রোসিয়ানিক-অ্যাসিড 3x ল্যাকেসিস 6, ফসফোরাস 6, সালফার 3০ সময় সময় আবশ্যক হতে পারে।

 

শিশুর দেহ ভালরুপ আবৃত করিয়া উহাকে দক্ষিণ পার্শ্বে শোয়াইয়া রাখ। আঁতুর ঘরে যাহাতে ভাল বাতাস খেলে ও ধোঁয়া না জমে ও আহারের ক্রটি হেতু যাহাতে শিশু বেশী কালিল না হয় তা লক্ষ্য রাখা কর্তব্য।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev