রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

এন – ২৮ (ঋতুস্রাব জনিত ড্রপস)

আরোগ্য হোমিও হল / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ১:৩৯ অপরাহ্ন
এন - ২৮ (ঋতুস্রাব জনিত ড্রপস)

এন – ২৮ ঋতুস্রাব জনিত ড্রপস

Secale Cornut N – 28

Dysmenorhea, Amenorrhea Exhaustion due to loss of blood drops

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতকারী : আল নূর মেডিকা (প্রা:) লিমিটেড, লাহোর, পাকিস্তান।

কার্যকারীতা : ব্যথাযুক্ত মাসিক বা রক্তস্রাব ও মাসিক না হওয়া (গর্ভছাড়া) এ সমস্যায় যথেষ্ট এন – ২৮ ঔষধ যথেষ্ট  কার্যকর। বন্ধ, অনিয়মিত ঋতু স্রাব, বিলম্বিত ঋতু স্রাব, ঋতুস্রাব বদ্ধজনিত পীড়া, শ্বেত প্রদর, মাথাঘোরা, মাথা ব্যথা, তলপেটে ব্যথা, জরায়ুতে ব্যথা করে।

এছাড়াও মাসে দুই বা ততোধিক মাসিক হয় বা ঋতুস্রাব হয়,  যে কোন ঋতু সম্বন্ধীয় গোলযোগে এন – ২৮ সেবনে স্ত্রীরোগের স্থায়ীভাবে আরোগ্য লাভ হয়।

সেবন বিধি : ১০ থেকে ১৫ ফোঁটা ঔষধ একঢোক পরিমাণমত পানি মিশিয়ে সকাল-দুপুর- বৈকাল ও রাতে খাবারের ১৫ মিনিট আগে অথবা খাবারের ১৫ মিনিট পরে ঔষধ সেবন করতে হবে। ঔষধ খাবার পর কিছু উন্নতি হলে প্রতিদিন ২ বার ঔষধ খেতে হবে। ভালো হওয়ার পরও কিছুদিন সেবন করুণ।  আরও ভালো ফলাফলের জন্য প্রয়োজনে – Gyno Card Syrup and Gyno Card Tab খেতে পারেন।

বিশেষ:দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

সর্তকতা : বিশেষ করে গর্ভবতী মহিলার ঔষধ খাবার আগে একজন রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্ষে ঔষধ সেবন করবেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : এন – ২৮ ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev