শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

সুভিট (SUVIT) মাল্টিভিটামিন

আরোগ্য হোমিও হল / ১২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
সুভিট (SUVIT)  মাল্টিভিটামিন
সুভিট (SUVIT)  মাল্টিভিটামিন

সুভিট (SUVIT)  মাল্টিভিটামিন

প্রস্তুত প্রণালী : হামর্দদ।

সুভিট (SUVIT) মাল্টিভিটামিন, মেডিসিনাল হার্বস এবং প্রাকৃতিক মিনারেলের সমন্বয়ে প্রস্তুত যা জীবনী শক্তি বৃদ্ধিতে অনন্য।

 

ঔষধের বর্ণনা : সুভিট (SUVIT) পরস্পরের ক্রিয়া বৃদ্ধিকারী মাল্টিভিটামিন, মেডিসিনাল হার্বস এবং মিনারেলের (খনিজ উপাদান) সমন্বয়ে প্রস্তুত যা জীবনী শক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। সুভিট (SUVIT)  সাধারণ শক্তিবর্ধক, স্নায়বিক শক্তিবর্ধক, অ্যান্টিঅক্সিডেন্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতাবর্ধক হিসাবে কাজ করে। সুভিট মানব দেহের শক্তির মাত্রা বৃদ্ধি করে, মনকে প্রফুল্ল করে, মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং সুস্বাস্থ্য, সুস্থতা ও মানবদেহকে নীরোগ জীবন দান করে, মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর করে, মাংসপেশীর শক্তি বজায় রাখে এবং ফ্রি-রেডিকেল দ্বারা সৃষ্ট বিষক্রিয়া হ্রাস করে।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

 

কার্যকারিতা :  সাধারণ দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, অবসাদ, ভিটামিনের অভাবজনিত রোগব্যাধি, রোগ মুক্তিকালীন দুর্বলতা, অপারেশন পরবর্তী দুর্বলতা, গর্ভকালীন দুর্বলতা, হৃদকম্প, পরিশ্রমসাধ্য ব্যায়াম।

 আরও পড়ুন – নওনেহাল (শিশুদের বৃদ্ধি ও বিকাশে টনিক)

উপাদান: প্রতি ট্যাবলেটে রয়েছে :

মাল্টিভিটামিন: Vitamin-A অ (হায়াতীন আলিফ – ভিটামিন এ) ১.৫০ মিগ্রা।
(1) Vitamin-B1 (হায়াতীন বা আওয়াল – ভিটামিন বি১) ১.৫০ মিগ্রা।

(2) Vitamin- B2 (হায়াতীন বা দোআম – ভিটামিন বি২) ১.৭৫ মিগ্রা।

(3) Vitamin- B6 (হায়াতীন বা সোআম – ভিটামিন বি৬) ২.৫০ মিগ্রা,।

(4) Vitamin-C (হায়াতীন সা – ভিটামিন সি) ৭৫ মিগ্রা।

(5) Vitamin-D (হায়াতীন দাল – ভিটামিন ডি) ১০ মিগ্রা।

(6) Vitamin-E (হায়াতীন আইন – ভিটামিন ই) ১৫ মিগ্রা।

(7) Nicotinamide (নমক তাম্বাক – নিকোটিনামাইড) ২০ মিগ্রা।

আরও পড়ুন – আর ১৫ ভিটা সি – ১৫ (নার্ভ এবং এনার্জি টনিক)   

মেডিসিনাল হার্বস:

১) Anacyclus pyrethrum (আকরকরা) ২৫ মিগ্রা।

(2) Salvia haematodes (লাল বামন) ২৫ মিগ্রা।

(3) Centaurea behen (সাদা বামন) ২৫ মিগ্রা।

(4) oeniculum vulgare (মৌরি) ২৫ মিগ্রা।

(৫)  Orchis latifolia (সালেব মিছরি) ২৫ মিগ্রা।

(৬) মিনারেল: Calcined pearl (মুক্তা ভষ্ম) ৩০ মিগ্রা।

আরও পড়ুন  – আলফা টনি সিরাপ (শরীরে শক্তি যোগায় ও হজম শক্তি বৃদ্ধি করে)

ঔষধ সেবনবিধি: ১ ট্যাবলেট দৈনিক ১ বার খাবার পরে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণ: আলো – বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা: প্লাস্টিক কন্টেইনারে ৩০ ট্যাবলেট।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev