শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

লেপিডিয়ম বোনারিয়েনসি-Lepdium Bonraiense

আরোগ্য হোমিও হল / ৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১০:১১ অপরাহ্ন
লিডাম পাল-Ledum Pal
হোমিও বই

লেপিডিয়ম বোনারিয়েনসি (Lepdium Bonraiense)

চলতি নাম – ক্রেস-ব্রাজিল দেশীয় ক্রেস (Cress-Brazilian Cress)

ডা: ইউলিয়াম বরিক।

স্তন ও হৃৎপিণ্ডের রোগ, ছুরিকাঘাতে ন্যা ব্যথা। হৃৎপিণ্ডের লক্ষণসহ অবশতা এবং বাম বাহুতে বেদনা এবং পাকাশয়গহ্বরে নিমগ্নতা বোধ।

মস্তকের বামপার্শ্ব, মুখ, বক্ষদেশ,  উরু হইতে হাঁটু পর্যন্ত প্রত্যেক স্থানেই ছুড়িকাবিদ্ধবৎ বেদনা।

আরও পড়ুন – স্তন বা ব্রেস্ট ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা

শঙ্খস্থান হইতে চিবুক পর্যন্ত বেদনা, যেন মুখখানি ক্ষুর দিয়া কাটিয়া ফেলা হইতেছে। গলমধ্যে জ্বালা, কর্ণে গর্জনবৎ শব্দ। মনে হয় বক্ষের চারিদিকে একটি বেষ্টনী দিয়া কসিয়া রাখিয়াছে, মনে হয় হৃৎপিণ্ডকে যে একখানি ছুরি দিয়া কাটিতেছে। ঘাড়ে, পৃষ্টে ও নিন্মাঙ্গে বেদনা।

তুলনীয় – আর্নিকা, ল্যাকেসিস।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev