মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

মা’জুন ওশবা–Majoon Ushba প্রাকৃতিক রক্ত পরিশোধক

আরোগ্য হোমিও হল / ৪৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৬:০৫ অপরাহ্ন
মা’জুন ওশবা–Majoon Ushba
মা’জুন ওশবা–Majoon Ushba

মা’জুন ওশবা–Majoon Ushba প্রাকৃতিক রক্ত পরিশোধক

অ্যালার্জি প্রতিরোধক, হামদর্দ মেডিসিন

ঔষধের বিবরণ দেখুন

মা’জুন ওশবা (Majoon Ushba)।

কার্যকারিতা : রক্ত দূষণ, খোস-পাঁচড়া, চুলকানি, একজিমা, সন্ধি প্রদাহ, বাত, অর্শ ইত্যাদি।

ব্যবহার : প্রাকৃতিক রক্ত পরিশোধক ঔষধ।

প্রস্তুত প্রণালী : মা’জুন ওশবা (Majoon Ushba) ঔষধটি  সোনাপাতা, সাদা চন্দন, গোলাপ ফুল, গাওজবান, স্বর্ণলতা ইত্যাদির সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে।

বায়ো কম্বিনেশন ২৫

ঔষধের বর্ণনা : মা’জুন ওশবা (Majoon Ushba) এর অন্যতম উপাদান চূবচীনী রক্ত পরিশোধন করে, ইহা বিভিন্ন প্রকার চর্মরোগ যেমন- চুলকানি, মলদ্বারে চুলকানি, সোরাইসিস, কুষ্ঠ, একজিমার চিকিৎসায় কার্যকরী। এছাড়াও মা’জুন ওশবা (Majoon Ushba) বাত ব্যথায় কার্যকরী। সাদা চন্দন রক্ত পরিশোধক, ব্যথা নিবারক, প্রদাহনাশক হিসেবে কাজ করে।

আরও পড়ুন –  আর ২১ (রক্ত ও ত্বকের রোগ, একজিমা, চুলকানি)

উপাদান: প্রতি ৫ গ্রামে আছে-

(1) Cassia angustifolia (সোনাপাতা) ১৬০.০০ মিগ্রা।

(2) Pterocarpus santalinus (রক্ত চন্দন) ১২০.০০ মিগ্রা।

(3) Santalum album (সাদা চন্দন) ১২০.০০ মিগ্রা।

(4) Smilax china (চূবচীনী) ১২০.০০ মিগ্রা।

(5) Rosa damascena (গোলাপ ফুল) ১২০.০০ মিগ্রা।

(6) Cinnamomum yeylanicum (দারচিনি) ৮০.০০ মিগ্রা।

(7) Piper cubeba (কাবাবচীনী) ৮০.০০ মিগ্রা।

(8) Borago officinalis (গাওজবান) ৮০.০০ মিগ্রা,।

(9) Cuscuta reflexa (স্বর্ণলতা) ৮০.০০ মিগ্রা।

(10) Terminalia bellirica (বহেড়া) ৪০.০০ মিগ্রা।

(11) Nardostachys jatamansi (জটামাংসী) ৪০.০০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

আরও পড়ুন –  অ্যাডাল-৩৯ (সায়াটিকা, বাত ব্যথা)

ঔষধ সেবন বিধি : ১ বা ২ চা চামচ দৈনিক সকালে ও রাত্রে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ১৩ (পাইলস এবং অর্শ)

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্লাষ্টিক কন্টেইনারে ১০০ গ্রাম ঔষধ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev