কেন্ট ১৬ (পুরুষ যৌন দুর্বলতায় কার্যকর)
ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।
প্রস্তুতকারী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত, পাকিস্তান।
কেন্ট ১৬ ঔষধের ব্যবহার : পুরুষ যৌন দুর্বলতা চিকিৎসায় ব্যবহার হয়।
কেন্ট ১৬ ঔষধের কার্যকারিতা : অ্যাজোস্পার্মাটোজা, পুরুষের সাধারণ দুর্বলতা, পুরুষত্বহীনতা, যৌন দুর্বলতা, শুক্রাণু, প্রি-ম্যাচিউর ইজাকুলেশন ইত্যাদি লক্ষণে কার্যকরী।
কেন্ট ১৬ ঔষধ মিশ্রণ :
১/অ্যাসিড ফস (Acid Phos) D6
২/ এগনাস ক্যাষ্টাস্ (Agnus castus) D5
৩/ চায়না (China) D6
৪/ কোনিয়াম ম্যাক (Conium Mac) D6
৫/ ডামিয়ানা (Damiana) D6
৬/ জিনসেং (Ginseng) D3
৭/ হাইপোফাইসিস (Hypophysis) D6
৮/ লেসিথিন (Lecithinium) D6
৯/ প্যানক্রিয়াটাইটিস (Pancreas) D10
১০/ ওহিবিনাম (Yohimbinum) O
১১ টেস্টিস (Testes) D6
কেন্ট ১৬ ঔষধের লক্ষণ :
ক/ যৌন দুর্বলতা, অ্যাজোস্পার্মাটোজা।
খ/ পুরুষত্বহীনতা, স্পার্মাটোরিয়া।
গ/ পুরুষদের সাধারণ দুর্বলতা।
ঘ/ প্রি-ম্যাচিউর ইজাকুলেশন।
ঙ/ বীর্য পাতলা।
চ/ শুক্রাণু কম।
কেন্ট ১৬ ঔষধ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।
বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।
পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ১৬ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।
ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।