শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

হেপা-সেফ সিরাপ (হেপাটািইইসি “বি” ও “সি” লিভারে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ২৬৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৭:৩২ পূর্বাহ্ন
হেপা-সেফ সিরাপ (হেপাটািইইসি “বি” ও “সি” লিভারে কার্যকর)

হেপা-সেফ সিরাপ (হেপাটািইইসি “বি” ও “সি” লিভারের গোলযোগে কার্যকর)।

Hapa-Safe Elixer Syrup/Capsule (Hepatitis B and C Solution)

ক্যাটাগরি : কিম্বনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতকারী : আল নূর মেডিকা (প্রা:) লিমিটেড, লাহোর, পাকিস্তান।

কার্যকারিতা :হেপা-সেফ ঔষধ সেবনে লিভারকে স্বভাবিক ও সবল রাখে। দীর্ঘদিনের লিভারের দোষজনিত পীড়া, সাংঘাতিক ও ক্রনিক হেপাটাইটিস “বি” ও “সি” রোগে ও পিত্ত থলির অবসষ্ট্রাকসন জনিত জন্ডিসের ফ্যাটি ডিজেনারোটিভ জন্ডিস রোগে হেপা-সেফ ঔষধ সেবনে আশু উপকার সাধিত হয়। হেপাটাইটিস ঔষধের কারণে যকৃতের পীড়া নিরাময়ে অত্যান্ত কার্যকরী ঔষধ। ইহা সেবনে নিরাস বিলুরুবিনের মাত্রা হ্রাস পায়। লিভার রোগ জনিত শরীরে পানি জমা বা শোথ নিবারণে অত্যান্ত কার্যকরী। বিবর্ন চর্ম ও চক্ষু, বমি ভাব ও বমি, অন্যবমন পিত্ত বমন, ক্ষুধাহীনতা, লিভাব বড়, লিভারের প্রচন্ড ব্যথা-সহ যাবতীয় রোগে হেপা-সেফ ঔষধ কার্যকরী। ইহাকে লিভারের মহা ঔষধ বলা হয়।

সেবন বিধি : তরুণ রোগের ক্ষেত্রে ১ টেবিল চা-চামচ ঔষধ খাবারের পরে সকাল-দুপুর-রাত (তিনবার)। শিশুদের ক্ষেত্রে ১/২ চা – চমচ খাবরের পরে সাকাল- রাত (২ বার) সেবন করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। প্রয়োজনে এন – ০৭ সেঙ্গে খেতে পারেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : হেপা সেফ ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়াআছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev