মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন

হেকলা লাভা

আরোগ্য হোমিও হল / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১২:১৮ অপরাহ্ন

হেকলা লাভা

Hekla Laba

হেকলা আগ্নেগিরি হইতে নির্গত ভস্ম
(Lava Scoriac From Mount Hecla)

ডা: উইলিয়াম বরিক

চোয়ালের উপর বিশেষ ক্রিয়া। অস্থি বৃদ্ধি, মাড়িতে স্ফোটক, কষ্টকর দাঁত উঠা। অস্থিগুল্ম, অস্থিক্ষয় প্রভৃতি। অস্থিপ্রদাহ, অস্থিবেষ্ট প্রদাহ, বালান্থি বিকৃতি, অস্থিতে অর্বুদ। সাধারণভাবে অর্বুদের উপর ক্রিয়াশীল ঔষধ। অস্থিক্ষয়। শঙ্খাস্থিস্থানে অস্ত্রোপাচারের পরবতী অস্থিক্ষয় ও অস্থিতে নালীক্ষত।

 

মুখমণ্ডল : নাসিকার অস্থিতে ক্ষত। ক্ষয়িত দন্ত হইতে অথবা দাঁত তোলার পর মুখমণ্ডেলের স্নায়ুশূল। চোয়ালের স্ফীতিসহ দন্তশূল। মাড়িতে ফোঁড়া। চোয়ালের অস্থির বিবর্ধন। গ্রীবাগ্রন্থিসমুহের বৃদ্ধি ও কাঠিন্যতাপ্রপ্তি।

সমন্ধ : তুলনী- সাইলি, মার্ক, ফস। কঞ্চিওলিয়াম- ঝিনুক হইতে প্রস্তুত ঔষধ (অস্তিরোগে পূঁজোৎপত্তি, আক্রান্ত অংশ অত্যান্ত র্স্পকাতর)। এস্ফিসেবেনা- শামুকের ন্যায় টিকটিকি, চোয়ালের হাড়ের রোগে বিশেষভাবে সদৃশ ঔষধ। বাতাসে ও ভিজা আবহাওয়ায় বৃদ্ধি)।

মাত্রা : নিন্ম বিচুর্ণ।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev