মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

হিউমলাস Q

আরোগ্য হোমিও হল / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৫:২৫ পূর্বাহ্ন

হিউমলাস Q

Humulus

লিউপুলাস-হিউমলাস

(Lupulus-Humulus)
চলতি নাম হপস – (Hops)

ডা: উইলিয়াম বরিক

রাত্রিকোলে অত্যাধিক ইন্দ্রিয় চারিতার্থের পরবর্তী, স্নায়ুমণ্ডলের শিথিল অবস্থা, তৎসহ বমি বমিভাব, ঘুমঘুম ভাব ও শির:পীড়া এই ঔধটি ভাল কাজ করে শিশুদের পাণ্ডু রোগে। মুত্রপথে জ্বালা। প্রায় প্রত্যেক মাংসপেশীতে টান পড়া ভাব এবং মোচড়ান। স্নায়ুবিক কম্পন। মদ্যপায়ীদের নিদ্রাশূন্যতা এবং প্রলাপ। মাথা ঘোরা ও বিম্রঢ়তা। নাড়ী ধীর। মর্ঘ প্রচুর, চটচটে এবং তেলের মত।

মস্তক : অসুস্থাতার জন্য রাত্রে জাগিয়া থাকে। অত্যাধিক উত্তেজিত। অপ্রবল ভারি। শির:পীড়া, তৎসহ শির:ঘুর্ণন। প্রতিটি পেশীতে টান পড়ে ও ঝাঁকি দেয়।

নিদ্রা : দিবাভাগে ঘুম ঘুম বাব, গভীর নিদ্রা।

পুং:জননেন্দ্রিয় : কষ্টকর লিঙ্গোঙ্খান। রতিবিষয়ক দুর্বলতার জন্য এবং হস্তমৈথুনের পরে রেত:পাত। শুক্র ক্ষরণ।

চর্ম : মুখের উপর আরক্ত জ¦রের পীড়াকার ন্যায় উদ্ভেদ। মনে হয় যেন, পোকার মত কিছু চর্মেও নীচে চলিয়া বেড়াইতেছে। চর্ম কাটা কাটা মনে হয়। চর্ম হইতে ছাল খসিয়া পড়ে।

সম্বন্ধ: দোষঘ্ন – কফিয়া, ভিনিগার।

তুলনীয় : নাক্স, আটিকা, ক্যানাবিস।

মাত্রা : মুল অসিষ্ট হইতে ৩য় শক্তি, লিউলিন 1x বিচুর্ণ (শুক্র ক্ষরণের অত্যুৎকৃষ্ট ঔষধ। ব্যাহ্যিক ভাবে ক্যানার রোগে ব্যবহায্য।

সমাপ্ত

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev