শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

হায়োসিন হাইড্রোব্রোম

আরোগ্য হোমিও হল / ৯২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৫:৫৬ অপরাহ্ন

হায়োসিন হাইড্রোব্রোম

Hyoscine Hydrobrom

ডা: উইলিয়াম বরিক

কম্পন শীতল পক্ষাঘাত, বিক্ষিপ্ত, পেশীসমুহের স্পন্দন। নিদ্রাহীনতা ও স্নায়বিক উত্তেজনা। যক্ষ্মা রোগের শুস্ক কাশি। অ্যালকোহলের মুখ্য ও গৌন উভয়বিধ কিয়ার সমগুণ। উগ্র বিষয় দেহে প্রবষ্টি হইলে অথবা জন্মিলে যেরুপ অবস্থা হয় তদরুরুপ অবস্থা। মুত্রবিকার লক্ষণ, তরুণ স্নায়ুবিক অবসাদ। অকস্মাৎ ভয় পাওয়ার ঔষধ। ৩য় ও ৪র্খ দশমিক বিচুর্ন ম্যানিয়া কর্তন রোগ অনিদ্রায় এ্যালোপ্যাথিক মাত্রা ১/১০০ গ্রেন)। স্কোপোলা (জাপান দেশের বেলেডোনা) রাসায়নিক মতে হ্যালোসিনে সমগুণ ( আনান্দ কর প্রলাপ, ঠোঁট চাটে মুখ ঘুরায়। নিদ্রাহীন, বিছানা হইতে উঠিয়া পলাইতে চায়, বিকারে বিড়াল দেখে, কাল্পনিক চুল হাতড়ায়, কাল্পনিক আগুনে হাত সেঁকে ইত্যাদি।

মাত্রা : ৬ষ্ঠ হইতে ২০০তম শক্তি।

সমাপ্ত

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev