হায়োসায়ামাস
Hyoscyamus
চলতি নাম- (Henebane)
ডা: উইলিয়াম বরিক
স্নায়ুমণ্ডলের বিশেষপ্রকার বিকার উৎপাদন করে। এ যেন এক পৈশাচিক শক্তি, মস্তিস্ককে আক্রমণ করিয়া উহার কলকজ্ন বিগড়াইয়া দিয়াছে। ঝগড়া করার প্রবৃত্তি, ও অগ্রীল ব্যহারের একটি মুর্ত রুপ। রোগী কাজে অঙ্গভঙ্গিতে এবং কথাবার্তায় অশ্লীল ও ইতর হইয়া পড়ে। অত্যান্ত বাচাল, কাপড় খুলিয়া ফেলে, জননেন্দ্রিয় বাহির করিয়া রাখে। অত্যান্ত হিংসুক, সন্দেহ করে যেন কেহ তাহাকে বিষ খাওয়াইবে। ইহার অপর লক্ষণ দুর্বলতার মধ্যে স্নায়বিক উত্তেজনা। সুতরাং টাইফয়েড ও অন্যান্য রোগের অচৈতন্য অবস্থায় ইহার উপযোগিতা আছে। কম্পনসহ দুর্বলতা থাকে, এবং পেশীসমুহের বিক্ষেপ। রোগ শূন্য হাতড়ায়। পেশীসমুহ মোচড়াইতে থাকে, আক্ষিপ্ত হয়, তৎপসহ বিকার লক্ষণ উত্তেজনা ব্যতীত মস্তিস্কের ক্রিয়াধিধ্য। বিষাক্ততাজনিত পাকাশয় বিকৃতি।
মন : অত্যন্ত সিন্দিগ্ধ। বাচাল, অশ্লীল, কামোন্মাদ, উলঙ্গ, হয়, হিংসুক, বোকা-অত্যান্ত আনন্দ-ভাব সব কিছুতেই হাসে। প্রলাপে রোগী ছুটিয়া বাহির হইতে চায়। বিড়বিড় করিয়অ প্রলাপ বকে, সর্বদা শয্যা খুঁটে। গভীর আচ্ছন্নতা।
চক্ষু : চক্ষুতারকা প্রসারিত, উজ্জল এবং স্থর। চক্ষু খোলা, কিন্ত কিছুই দেখে না। চক্ষুতারকা নিন্মদিকে আকৃষ্ট, নিস্কেজ এবং স্থির। বক্রদৃষ্টি। আক্ষেপিকভাবে চোখ বন্ধ করে। দ্বিত্বদৃষ্টি। দ্রব্যসমুহের ধারগুলি রঙ্গীন দেখে।
মখগহ্বর : জিহ্বা শুস্ক, লাল ফাটাফাটা, শক্ত, অনড়। কষ্টে জিহ্বা হাহির করে, অস্পষ্ট কথা। মুখে ফেনা। দাঁতে ময়লা পড়ে। নিন্মচোয়াল ঝুলিয়া পড়ে।
গলগহ্বর : হুল ফুটানবৎ জ্বালাসহ শুস্কতা। সঙ্কোচন। তরল পদার্থ গিলিতে পারে না। আলজিহ্বা বর্ধিত।
পাকস্থলী : হিক্কা, শূন্য ও তিক্ত উদ্গার। বমি বমিভাবের সহিত শিরঘুর্ণন। বমনের সহিত আক্ষেপ, রক্তবমন। ভয়ানক খিল ধরা, বমিতে উহার উপশম। আহারের পর পাকাশয়ে জ্বালা ও উদেেরার্ধ্ব প্রদেশে স্পর্শ কাতরতা।
উদরগহ্বর : শূলবেদনা যেন ফাটিয়া যাইবে। উদর স্ফীতি। শূল বেদনার সহিত বমন, উদ্গার, হিক্কা, কাতর শব্দ। উদর আধন্নান। তলপেটের উপর লাল লাল দাগ।
মল : উদরাময় মূলবৎ বেদনা। মল অনিচ্ছায় নির্গত হয়, মানসিক উত্তেজনায় অথবা ঘুমের মধ্যে বৃদ্ধি। আঁতুড় ঘরে উদরাময়। অনিচ্ছায় মল নির্গমন।
মুত্র : অনিচ্ছায় মৃত্রপাত। মুত্রাশয় পক্ষঘাতগ্রস্ত। মুত্রত্যাগের ইচ্ছাই থাকে না (কষ্টিকাম)।
পুং জননেন্দ্রিয় : ধ্বজভঙ্গ কিন্ত কামোন্মত্ত, জননেন্দ্রিয় খুলিয়া দেখায়। জ¦রের মধ্যে জননেন্দ্রিয় ধরিয়া নাড়াচাড়া করে।
স্ত্রী-জননেন্দ্রিয় : ঋতুস্রাবের পূর্বে হিষ্টিরিয়ার আক্ষেপ। কাম ইচ্ছা বর্ধিত। ঋতুকালে আক্ষেপ, অতিরিক্ত মুত্রস্রাব এবং ঘর্ম। প্রসবান্তিক স্রাবের লোপ। গর্ভবতী রমণীগণের আক্ষেপ। সুতিকান্মাদ।
বক্ষদেশ : শ্বাসরোধক মুর্ছা। আক্ষেপ, সম্মুখে দিকে বাঁকিয়া পড়ে। রাত্রিকালে শুস্ক আক্ষেপিক কাশি (শয়নে বৃদ্ধি, বসিয়া থাকিলে উপশম) গলার মধ্যে সুড়সুড় করে যেন অলজিহ্বাটি বড় হইয়া গিয়াছে। রক্তোৎকাশ।
হস্ত-পাদাদি : শয্যা খুঁটে, হাত নাড়ায়, শূন্য কিছু ধরিতে হাত বাড়ায়। মৃগীর আক্রমণের পরে গভীর নিদ্রাভিথুত হইয়া পড়ে। খিঁচুনি এবং আক্ষেপ পায়ের ডিমে ও পায়ের আঙ্গুলে খিল ধরে। শিশু না জাগিয়াই কাঁদিতে থাকে।
নিদ্রা : অত্যান্ত নিদ্রাহীনতা। গভীর নিদ্রার মধ্যে তড়কা। ঘুম হইতে চমকিয়া জাগিয়া উঠে। উন্মীলিত নেত্রে অচৈতন্য হইয়া পড়িয়া থাকে।
স্নায়ুমণ্ডল : অত্যান্ত অস্থিরতা, প্রত্যেকটি পেশী স্পন্দিত হয়। কাপড় রাখিতে পারে না।
উপচয়-উপশম : বৃদ্ধি- রাত্রিকালে, ঋতুস্রাব কালে, আহারের পর, শায়িত থাকিলে।
উপশম : অবনত হইলে।
দোষঘ্ন- বেল, ক্যাম্ফার।
তলনীয় : বেল, ষ্ট্রামো, এ্যাগারিকাস, জেলস। হায়োসিন-হাইড্রোব্রোম-স্কোপোলেমাইন হাইড্রোব্রোমাইড (কম্পন শীল পক্ষাঘাত, বিক্ষিপ্ত, পেশীসমুহের স্পন্দন। নিদ্রাহীনতা ও স্নায়বিক উত্তেজনা। যক্ষ্মা রোগের শুস্ক কাশি। অ্যালকোহলের মুখ্য ও গৌণ উভয়বিধ ক্রিয়ার সমগুণ। উগ্র বিষ দেহে প্রবিষ্ট হইলে অথবা জন্মিলে যেরুপ অবস্থা হয় তদনুরুপ অবস্থা। মুত্রবিকার লক্ষণ, তরুণ স্নায়বিক অবসাদ। অকস্মাৎ ভয় পাওয়ার ঔষধ। ৩য় ও ৪র্থ দশমিক বিচুর্ণ ম্যানিয়া, নর্তন রোগ ও অনিদ্রায় (জাপান দেশে বেলেডোনা) – রাসায়নিক মতে হায়োসিনের সমগুন। (আনান্দ কর প্রলাপ, ঠোঁট চাটে, মুখ ঘরায়। নিদ্রাহীনাত, বিছানা হইতে উঠিলে পালাইতে চায়, বিকারে বিড়াল দেখে, কাল্পনিক চুল হাতড়ায়, কাল্পনিক আগুন হাত সেঁকে, ইত্যাদি।
মাত্রা : ৬ষ্ঠ হইতে ২০০তম শক্তি।
সমাপ্ত
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।