শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

হাইড্রোসিয়াকি এসিড ৬-৩০-২০০-১এম-১০এম-সিএম

আরোগ্য হোমিও হল / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৩:১৭ অপরাহ্ন

হাইড্রোসিয়াকি এসিড ৬, ৩০, ২০০, ১এম, ১০এম, সিএম

Hydrocyanic Acid 6.30.200.1m.cm
অপর নাম- প্রুশিক এসিড (Prussic Acid)

ডা: উইলিয়াম বরিক

ইহা একটি অত্যুগ্র বিষ। আক্ষেপ ও পক্ষাঘাত রোগে ইহা দ্বারা কাজ পাওয়া যায়। স্বরযন্ত্রের আক্ষেপিক সঙ্কোচন, শ্বাসবোধ, বক্ষে বেদনা ও কশিয়া ধরা বোধ বুক ধড়ফড় করা, নাড়ী দুর্বল ও অনিয়মিত। উদরোদ্ধ গনের মত অনুভতি। সংক্রান্ত গোলযোগের ফলে হিমোঙ্গতা-হৃদপিণ্ডের পতন অবস্থার জন্য নহে। নিস্পন্দ বায়ুরোগ। কলেরা, হিমাঙ্গ অবস্থা (আর্স ভিরেষ্ট্রাম)। শীতলা। ধনুষ্টাঙ্কাররোগে অজ্ঞানতা।

 

মন : অজ্ঞানতা, ভীষণ প্রলাপ। কাল্পনিক বিপদের ভয়। সবকিছুতেই ভয়, যথা- ঞঘাড়া, গাড়ী, গৃহপতন প্রভৃতি।

মস্তক : ভয়ানক, হতবুদ্ধিকর শিরঃপীড়া। মনে হয় মাথায় আগুন জ¦লিতেছে। চক্ষতারকা নিশ্চল ও বিস্তৃত। মস্তক-শীর্ষে স্নায়ুশূল, তৎসহ আক্রান্ত পাশের্শ্বরক্তোচ্ছাস।

মুখমণ্ডল : প্রবল আক্ষেপ দাঁতে দাঁত লাগিয়া যায়। মুখে ফেনা উঠে। ওষ্ঠস্বর বিবর্ণ ও নীল হইয়া পড়ে।

পাকস্থলী : জিহ্বা শীতল, জলপান করিলে উহা গড়গড় শব্দে গলমধ্যে ও পাকাশয়ের ভিতর প্রবেশ করে। পাকাশয় শূল-খালি পেটে থাকিলে বৃদ্ধি। পাকাশয়েল ভিতর প্রবেশ করে। পাকাশয় শূল-খালি পেটে থাকিলে বৃদ্ধি। পাকাশয় গহব্বর অত্যাধিক নিমগ্নতা বোধ। হদগ্র প্রদেশে স্পন্দনকর বেদনা।

শ্বাসযন্ত্র : সশব্দে ও আলোড়নসহ শ্বাসক্রিয়া। শুস্ক, আক্ষেপজনক, শ্বারোধকর কাশি। হাঁপানি তৎসহ গলমধ্যে সঙ্কোচন। হুপিং কাশি। ফুসফসের পক্ষাঘাত (এস্পিডস)। সুস্পষ্ট নীলরোগ, ফুসফস শিরাসমুহ রক্তধিক্য।

হৃৎপিণ্ড : প্রবল হৃৎস্পন্দন। নাড়ী দুর্বল ও অনিয়মিত। হিন্মাঙ্গ শীতল। বক্ষে মোচড়ান বেদনা। হৃৎশূল (স্পাইজে, অক্স্যালিক এসিড)।

নিদ্রা : কাঁপিতে কাঁপিতে হাই তোলে। অদম্য তন্দ্রালুতা। সজীব কিন্ত অসংবদ্ধ স্বপ্ন।

সম্বন্ধ : দোষঘ্ন : এমন, ক্যাম্ফর, ওপিয়াম।

তুলনরীয় – সাইকুটা, ওয়েন্থে, ক্যাম্ফার, লরোসি।

মাত্রা : ৬ষ্ঠ এবং উচ্চতর শক্তি।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev