শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেনচুরিন – CENTURIN মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকরী জওয়ারিশ মুছ্তগী – Jowarish Mustagi প্রাকৃতিক হজমকারক ও বায়ুনাশক জওয়ারিশ কমূনী – Jowarish Kamuni অম্লাধিক্য, হিক্কা এবং বদহজম রোগে কার্যকরী হলার‍্যান্ট – HOLARANT দীর্ঘমেয়াদী আমাশয় ডায়রিয়া নিরাময়ে অত্যন্ত কার্যকর হান্টার –HANTAR ডায়রিয়া এবং পেপটিক আলসার নিরাময়ে কার্যকর ডিসনি – DYSNI আমাশয় ও ডায়রিয়া নিরাময়ে কার্যকরী হামদর্দ ও আর এস – Hamdard O R S খাওয়ার স্যালাইন জওয়ারিশ আমলা – JOWARISH AMLA পাকস্থলীর শক্তিবর্ধক এবং বায়ুনাশক জওয়ারিশ জালীনূস – Jowarish Jalinoos বায়ুনাশক, হজমকারক এবং লিভারের শক্তিবর্ধক  জওয়ারিশ বিসবাসা –Jowarish bisbasa পাকস্থলীর শক্তিবর্ধক ও হজমকারক

হাইড্রোষ্টিস Q

আরোগ্য হোমিও হল / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৬:২৫ পূর্বাহ্ন

হাইড্রোষ্টিস Q

Hydrastis Q
চলতি নাম – গোণ্ডেন সিল (Golden Sel)

ডা: উইলিয়াম বরিক

শ্লৈম্মিক ঝিল্লীসমুহের উপর বিশেষ ক্রিয়া, উহাদের শিথিলতা উৎপন্ন করিয়া গাঢ়, হরিদ্রাভ, দড়া দড়া স্রাব জন্মায়। এইরুপ শ্লেম্মা শরীরের যে কোন অংশ উৎপান্ন হইতে পারে- গলগহ্বর, উদর, জরায়ূ, মুত্রনলী যেখানেই হউক না কেন শ্লেম্মা স্রাবের এই বিশষত্বটি নিশ্চয়ই দেখা যাইবে। অল্পেই ক্লান্ত হয়। এরুপ বৃদ্ধ ব্যাক্তি, অত্যান্ত দুর্বল, ধাতু বিকৃতিযুক্ত ব্যাক্তির উপর হাইড্রোষ্টিস বিশেষ উপকারী।

ইহার মানসিক লক্ষণ বিশেষ পরিস্ফুট, রোগী মনে করে তাহার বুদ্ধিবৃত্তি প্রখর, মাথা পরিস্কার, বাক্যবিনাস সুসংবেদ্ধ। দুর্বল পেশী, ক্ষীণ জীর্ণশক্তি, প্রবল কোষ্ঠবদ্ধ যুক্ত রোগী। কটি বাত, শীর্ণতা এবং দুর্বলতা। যকৃতের উপর ইহার ক্রিয়া লক্ষণীয়। ক্যান্সার অথবা ক্যান্সার সদৃশ অবস্থা, ক্ষত উৎপন্ন হয় নাই কিন্ত বেদনাই বিশেষ ভাবে লক্ষিত হইতেছে গর্ভকালে অথবা যৌবনোদ্গম কালে গলগণ্ড। ইহা বসন্ত রোগে ব্যাহ্যিক ও আভ্যন্তরিক উভয় ভাবে ব্যবহৃত হয়। বসন্ত রোগে হাইডোষ্টিস রোগের জটিলতাল কমাইয়া আনে, কষ্টকর লক্ষণসমুহ দুর করে, রোগভোগকাল সময়, বিপদ আশঙ্কা দুর করে এবং রোগের পরিমাণ ফল শুভ হয় (জে. জে. গার্থ উউলকিনসন)।

মন : নিরাশ, মনে করে মৃত্যু নিশ্চিত এবং মৃত্যুই কামনা করে।

মস্তক : সম্মুখভাগে অপ্রবল প্রচাপনবৎ বেদনা, বিশেষভাবে কোষ্ঠবদ্ধতার সহিত সংযুক্ত। মস্কক-ত্বক ও গ্রীবা পেশীতে শূল জাতীয় বেদনা (সিমিসি)। কপালে চুলের গড়ায় একজিমা। সর্দির পরবতী নাসিকাস্থিও স্ফীতি।

কর্ণ : গর্জনবৎ শব্দ। সর্দি ও পূঁজ নিশ্রিত স্রাব। বধিরতা। মধ্য কর্ণের সর্দি, তৎসহ খোনা খোনা কথা।

নাসিকা : পশ্চাৎ রন্ধ্র ও গলকোষ হইতে ঘন সুশ্ছাদ্য শ্লেম্মা স্রাব। জলবৎ তরল হাজাকর স্রাব। পুতিনসা, তৎসহ নাসাপুটে ক্ষত। সর্বদাই নাক টানিতে চায়।

মুখগহ্বর : গোলমরিচের মত স্বাদ। জিহ্বা শ্বেতবর্ণ লেপযুক্ত, স্ফীত, বৃহদাকার, থলথলে, চটচটে দাঁতের দাগ যুক্ত (মার্ক) যেন পুড়িয়া গিয়াছে। মুখমধ্যেও প্রদাহ। জিহব্বায় ক্ষত, ধারে ধারে ফাটা।

গলগহ্বর : ছোট ছোপ গর্তযুক্ত গলকোষ প্রদাহ। ছাল উঠা, খোঁচামারা, ছড়িয়া যাওয়ার ন্যায় অনুভুতি। কাশিলে দুশ্চেদ্য হরিদ্রাবর্ণ শ্লেম্মা উঠে (কেলি বাই)। দুশ্ছোদ্য শ্লেম্মা জমার জন্য শিশু হঠাৎ ঘুম হইতে জাগিয়া উঠে। গর্ভকালে ও যৌবনোদ্গমকালে গলগণ্ড।

পাকস্থলী : পাকাশয়ে অবিরত অল্পাধিক টাটান বোধ। দুর্বল জীর্ণ শক্তি। তিক্ত স্বাদ। কোন শক্ত, কোন যুক্ত পদার্থের দ্বারা খোঁচামারার ন্যায় বেদনা। খালি খালি বোধ। উদরোর্ধ্ব প্রদেশে দপদপ করে। রুটি অথবা তরকারী খাইতে পারে না। পেশীর দুর্বলতাজাত অগ্নিমান্দা। ক্ষত এবং ক্যান্সার। পাকস্থলীর প্রদাহ।

উদরগহ্বর : পাকাশয় ও দ্বাদশাঙ্গুলান্ত্রের (duodenal) যকৃতের ক্রিয়াহীনতা, স্পর্মদ্বেয়, কামলা। পিত্তশিলা দক্ষিণ অণ্ডকোষে কর্তনবৎ বেদনাসহ দক্ষিণ কুঁচকিতে টানধরা বেদনা।

পৃষ্ঠাদেশ : অপ্রবল ভারবোধ, টানপড়া ব্যথা এবং অড়ষ্ঠতা, বিশেষ ভাবে কটিদেশ উপবেশন অবস্থা হইতে উঠিতে গেলে কাটিতে হাত দিয়া ভর দিতে হয়।

সরলান্ত্র : সরলান্ত্র নির্গমন, গুহ্যদেশ ফাটা ফাটা। কোষ্ঠবদ্ধতাসহ পাকাশয়ে নিমগ্নতাবোধ এবং অপ্রবল শির:পীড়া। মলত্যাগ কালে গুহ্যদ্বারে খোঁচামারা বেদনা। হাহ্যের পরেও অনেকক্ষণ যাবৎ বেদনা। (নাইট্রিক এসিড)। অর্শবলি সামান্য রক্তপাতে দুর্বল হইয়া পড়ে। মলব্দারের সংঙ্কোচন ও আক্ষেপ।

মুত্র : প্রমেহবৎ স্রাব । মুত্রে পচা গন্ধ।

পুুং-জননেন্দ্রিয় : গণেরিয়ার দ্বিতীয় অবস্থা, স্রাব ঘন ও হরিদ্রাবর্ণ।

স্ত্রী-জননেন্দ্রিয় : জরায়ু গ্রীবায় হাজা ও ক্ষতবৎ। প্রদরস্রাব, ঋতুস্রাবের পর বৃদ্ধি (বোষিষ্টা, ক্যাল্ক কার্ব), বিদাহী ও ক্ষতকর ছেঁড়া ছেঁড়া পর্দাযুক্ত ও দুশ্ছোদ্য। অতিস্রাব। যোনিকপাটে চুলকানি, তৎসহ প্রচুর প্রদরস্রাব (ক্যাল্ক কার্ব, ক্রিয়ো, সিপিয়া)। কামোত্তেজনা। স্তনে অর্বুদ, স্তনবৃন্ত ভিতর দিকে ঢোকান।

শ্বাসযন্ত্র : বক্ষদেরশ কর্কশ, বেদনাযুক্ত, জ্বালাকর। শুস্ক, খসখস করা কাশি। বায়ুনীল সর্দির শেষ অবস্থা। বৃদ্ধ ও জীর্ণ ব্যাক্তির ব্রঙ্কাইটিস, তাহাতে ঘন, হরিদ্রাবর্ণ দুশ্ছোদ্য শ্লেম্মা উঠে। মাঝে মাঝে আচ্ছন্ন হইয়া পড়ে, সকল দেহে ঠাণ্ডা ঘর্ম দেখা দেয়। বাম পার্শে চাপিয়া শুইলে শ্বাসরোধের মত হয়। বক্ষ হইতে বাম স্কন্ধ পর্যন্ত বেদনা।

চর্ম : বসন্তের মত পীড়কা। বৃক রোগ। ক্ষত। ক্যান্সারের মত গুড়গুড়ি বোধ। প্রচুর ঘর্ম, চর্মরোগপ্রবণ (হিপার)।

সম্বন্ধ : দোষঘ্ন- তুলনীয় – জ্যানথেরিজা এপিফলিয়া, কেলি বাই, কোনিয়াম, আর্স, আইয়ড, ফাইটো, গ্যালিয়াম (ক্যান্সার, জিহ্বার গুটির মত অর্বুদ), এ্যাষ্টিরিয়াস, ষ্ট্যানাম, পালস। আরও তুলনীয়- ম্যাঞ্জানিটা (উদরাময়, গণেরিয়া, পুরাতন প্রমেহ, প্রদরস্রাব, সর্দি), হাইড্রোষ্টিনাম মিউর রিয়েটিকাম-হাইড্রোষ্টিস হইতে প্রস্তুত মিউরেট (ব্যাহ্যিকভাবে মুখের উপক্ষত, ক্ষত, ক্ষতযুক্ত গলকোষপ্রদাহ, পুতিনস্য প্রভৃতি রোগে। আব্যন্তরিকভাবে 3x বিচুর্ণ। জরায়ু রক্তস্রাব ও সঙ্কোচন রিবারণ করে। অতিস্রাব, বিশেষত: সৌত্রিাক অর্বুদ হইতে রক্তস্রাব, জরায়ু প্রসারণ এবং পুরাতন পাকাশয়িক গোলরোগ) হাইড্রোষ্টিন সাফফ 1x (টাইফয়েড জ্বরে অন্ত্র হইতে রক্তসাব। মারুবিরাম (শ্লৈম্মিক ঝিল্লীসমুহের পক্ষে উত্তেজনক ঔষধ, বিশেষত: গলনলী ও শ্বাসনীলর। পরাতন ব্রঙ্কাইটিস, অগ্নিমান্দা, যকৃৎরোগ, সর্দি ও কাশি)।

মাত্রা : মুল অসিষ্ট হইতে 30x শক্তি। বাহ্যিকভাবে বর্নহীণ হাড্রোষ্টিস মুল অরিষ্ট।

সমাপ্ত

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev