হাইড্রোফ্লরিক এসিড
Hydrofluric Adid
চলতি নাম : ফ্লওরিকাম এসিডাম
Fluoricu Acidum
ডা: উইলিয়াম বরিক
সিফিলিস ও পাদও দোষের ইতিহাসযুক্ত পুরাতন পীড়ায় বিশেষ উপযোগী ঔষধ। দুই ভ্রর মধ্যেস্থল স্ফীত। নিন্মাঙ্গেও টিসুসমহের উপর বিশেষ ক্রিয়া এবং গভীর ধ্বংসকর রোগে ব্যবহার্য। যথা শয্যাক্ষত, ছাড়িয়া যাওয়া শিরাস্ফীতি, ক্ষত প্রভৃতি। রোগী সতেজ ভাবে ঘুরিয়া বেড়ায়। বৃদ্ধ বয়স অথবা অকাল বার্ধক্যের জন্য দুঃখ প্রকাশ করে। সে দুর্বল, তাহার রক্তবহা নাড়ীগুলি স্ফীত। মধ্যপায়ীদের যকৃতের সিরোসিস রোগ। গলগণ্ড (ডাঃ ওয়াকেস) (ক্যালি ফ্লোরাইড কুকুরের গলগণণ্ড সৃষ্টি করিয়াছিল)। দাঁতগুলি অল্প বয়েসেই ক্ষরিয়া যায়। পুরাতন রাত্রিকালীণ জ্বর, নিয়মিত সময়ে জ্বরটি আসে।
মন : প্রিয়জননের উপর তাচ্ছিল্য, নিজের দায়িত্ব বোধ করিবার ক্ষমতা থাকে না। আমুদে প্রকৃতি। মনের মধ্যে আমোদ ও আনান্দ ভাব।
মস্তক : টাক। চর্মে পচা ক্ষত। মাথার ভিতর হইতে উভয় পার্শ্বে চাপ বোধ। ক্ষুদ্রান্থি ও শঙ্খান্থিতে ক্ষত, উহা হইতে প্রচুর স্রাব, উত্তাপে বৃদ্ধি (সাইলি-ঠান্ডায় বৃদ্ধি)। অস্থি বৃদ্ধি।
চক্ষু : মনে হয়, চক্ষুর মধ্য দিয়া বায়ুপ্রবাহ চলিতেছে। অশ্রগ্রন্থিতে নালী ঘা। চক্ষুর ভিতর কোণে প্রবল চুলকানি।
নাসিকা : পুরাতন নাসিকার সর্দি, তৎসহ ভেদক অস্থিতে ক্ষত। নাসিকা অবরুদ্ধ, কপালে অপ্রবল ভারবোধের ন্যায় বেদনা।
মখগহ্বর : দন্তের নালী ঘা, উহা হইতে অবিরত রক্তাক্ত লবণণস্বাদ স্রাব। গলগহ্বর সিফিলিস দোষজ ক্ষত, ঠাণ্ডায় অত্যান্ত স্পর্শকাতরতা। দন্তগুলি গরম মনে হয়। উপর মাড়িতে দন্ত ও চোয়ালের অস্থিকে আক্রমণ করে।
পাকস্থলী : পাকস্থলীতে ভার এবং চাপবোধ। আহারের পূর্বে উদরে মধ্যে উত্তাপ বোধ। কফি খাইতে চায় না। ভাল ভাল খাদ্য চায়। আঁটিয়া কাপড় পরিলে পাকস্থলীর লক্ষণ উপশমিত হয়। ভাল ভাল মশলাদার খাদ্য চায়। শীতল জল পানের প্রবৃত্তি। সর্বদা ক্ষুধার্ত বোধ করে। উষ্ণ দ্রব্যে পান করিলে উদরাময় দেখা দয়।
উদরগহ্বর : যকৃৎ স্থানে বেদনা, বাতর্কম ও উদ্গার।
মল : পৈত্তিক উদরাময়, কফি পান করিতে চায় না।
পুং-জননেন্দ্রিয় : মুত্রনলীতে জ্বালা, রতীচ্ছা এবং সঙ্গম প্রবৃত্তি বাড়িয়া উঠে। রাত্রে ঘুমের মধ্যে লিঙ্গোঙ্খান হয়। অণ্ডকোষ স্ফীত।
মুত্রযন্ত্র : মুত্র অল্প ও কাল। শোথ রোগে পুন:পুন: এবং প্রচুর মুত্র, উহাতে যথেষ্ট আরাম হয়।
স্ত্রী-জননেন্দ্রিয় : ঋতুস্রাব যথেষ্ট, পুন:পুন: এবং দীর্ঘদিন স্থায়ী হয়। জরায়ু ও যোনিমুখে ক্ষত। প্রচুর ক্ষতকর প্রদরস্রাব। কামোন্মাদ।
শ্বাসযন্ত্র : বক্ষে চাপবোধ, শ্বাস লইতে কষ্ট। শ্বাসকৃচ্ছ। বক্ষে জল সঞ্চয়।
হস্ত-পাদাদি : হাতের আঙ্গুলের সন্ধি গুলি স্ফীত। মনে হয় যেন, নখের নীচে খোঁজ রহিয়াছে। লখগুলি ভাঙ্গিয়া পড়ে। হাড়ে, বিশেষত: দীর্ঘাস্থিতে নালী ক্ষত এবং অস্থিক্ষয়। মেরুদণ্ডের শেষ অস্থিতে বেদনা। টিবিয়া গ্রন্থিতে ক্ষত।
চর্ম : চর্মস্ফীতি, জরুল, ক্ষত উহার কিনানাগুলি লাল ফোস্কাযুক্ত। শয্যাক্ষত, উত্তাপে বৃদ্ধি। সিফিলিস দোষ হইতে দগ্ধকল্কিকা। পুরাতন ক্ষত চিহ্নসমুহ চুলাকয়। মনে হয় লোমকুপ দিয়া রগম বাস্প নির্গত হইতেছে। চুলাকনি, বিমেষত: নব দ্বরের যে কোনটিতে, অথবা বিমেষ কোন স্থানে, উত্তাপে বৃদ্ধি। নখগুলি শীঘ্র শীঘ্র বাড়িয়া উঠে। অস্থিবেষ্টে ফোঁড়া। প্রচুর দুর্গন্ধ, অম্লগন্ধঘর্ম। সিফিলিস দোষজ গুটিকা। বৃদ্ধ দুর্বল ব্যাক্তিগণের অঙ্গপ্রত্যাঙ্গে শোথ। কৈশিকা ও শিরামগুলের শুস্কতা। টিসুসমুহ স্ফীত।
উপচয়, উপশম : বৃদ্ধি- উত্তাপে প্রাত:কালে, উষ্ণ পানীতে।
উপশ্রম- ঠাণ্ডায়, ঘরিয়া বেড়াইলে।
সমন্ধ : তুলনীয়-লিয়োসিনামিনাম (সংযোজক টিসুসমহের উপর ক্রিয়া, অর্বুদ), ক্যালক-ফ্লোর, সাইলিসিয়া।
অনুপুরক : সাইলিসিয়া।
মাত্রা : ৬ষ্ঠ হইতে ৩০ শক্তি।
সমাপ্ত
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।