বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

স্যান্টোনিনাম (Santoninum)

আরোগ্য হোমিও হল / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
ল্যাপিস এলবাস-Lapis ALbus
হোমিও বই

স্যান্টোনিনাম (Santoninum)

চলতি নাম – স্যান্টেনিন (Santonin)

ডা: ইউলিয়াম বরিক।

আটি মিসিয়া মেরির্টিমা অথবা সিনা গাছের অবিকাশিত পুস্পের উগ্রবীর্য। ‘সিনা’ অধ্যায় দৃষ্টব্য। চক্ষু সংক্রান্ত লক্ষণ ও মুত্রযন্ত্রের লক্ষণগুলি বিশেষ পরিস্ফুট। ইহা পাকাশয়-অন্ত্রে উত্তেজনা, নাসিকায় চুলকানি, অস্থির নিদ্রা, পেশীর স্পন্দন প্রভৃতি ক্রিমিসম্ভৃত রোগে অব্যর্থ ঔষধ। ইহা কেঁচো ক্রিমি এবংক্ষুদ্র ক্ষুদ্র ক্রিমির ঔষধ- কিন্ত ফিতা ক্রিমির নহে। শিশুদের রাত্রিকালীন কাশি। পুরাতন মুত্রাশয়-প্রদাহ। শ্বাসনলীর আক্ষেপ এবং শ্বাসনলীতে বিদ্যুৎবৎ বেদনা।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তক : মস্তকের পশ্চাদ্দিকে শিরঃপীড়া, তৎসহ এক বর্ণকে অন্য বর্ণ দর্শণ। নাসিকায় চুলকান। নাসারুদ্ধের মধ্যে আঙ্গুল খোঁটে।

চক্ষু : অকস্মাৎ অস্পষ্ট দৃষ্টি। বর্ণান্ধতা। সব কিছুই পীতবর্ণ দেখে। ক্রিমিজনিত তির্যক দৃষ্টি। চক্ষু চারিদিকে কৃষ্ণার্ত। জিহ্বা ঘোল লালবর্ণ। দাঁত কড় কম করে। বমি বমিভাব, আহারের পর উপশম। শ্বাসরোধের মত অনুভূতি।

আরও পড়ুন – আর ৩৬ ড্রপ (স্নায়ু রোগ)

মুত্রযন্ত্র : মুত্রে অম্ল থাকিলে উহা সবুজবর্ণ হয়, ক্ষার মিশ্রিত থাকিলেলালাভ বেগুনে হয়। অসাড়ে মুত্রপাত, শয্যামুত্র। মুত্রকৃচ্ছাতা, মুত্রাধারে পুর্ণতা বোধ। মুত্রগ্রন্থি প্রদাহ।

সম্বন্ধ : তুলনীয় –  সিনা, ক্রিউক্রি, ন্যাপথলিন, নেট্রাম ফস, স্পাইজে।

মাত্রা : ২য় হইতে ৩য় বিচুর্ণ। নিন্মশক্তির ঔষধ অনেক ক্ষেত্রে বিষক্রিয়া করে। শিশুর জ্বর অথবা কোষ্ঠবন্ধতা থাকিলে প্রয়োগ করিবে না।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev