বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

সেংগুনেরিয়া নাইট (Sanguinaria Nit -D3) নাকের পলিপাস

আরোগ্য হোমিও হল / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৭:৫০ পূর্বাহ্ন

সেংগুনেরিয়া নাইট D3
Sanguinaria Nit -D3

ভুমিকা : সেংগুনেরিয়া নাইট-  D3 একটি জেনেরিক নাম। এটি হোমিওপ্যাথিক পটেন্সি ড্রপস। যা নাকের পলিপাসের জন্য কার্যকর। এটি বাংলাদেশ হোমিওপ্যাথিত ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

উপাদান : সেংগুনেরিয়া নাইট D3 এবং অন্যান্য পটেন্সি আইটেমের সমম্বয়ে প্রস্তুত।

কার্যকারিতা : সব সময় ঠান্ডা লেগে থাকে নাকের পলিপাস এবং এক নাকের অথবা দুই নাকের মাংস বৃদ্ধি, অধিক পরিমাণে পানির মত শ্লেম্মা তরল নির্গমন, নাসিকার ভিতর জ্বালাপোড়া থাকে, নাকে ক্ষতের মত বেদনা, পানির মত তরল সর্দি নির্গমন, নাসিকা বন্ধ থাকে, মাথা ব্যথা এবং শ্বাস কষ্ট প্রভৃতি লক্ষণে ইহা ব্যবহার হয়। নাকের পলিপাসের জন্য ইহা কার্যকর।

আরও পড়ুন – আর ৯৬ (নাকের স্প্রে) 

সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক ব্যাক্তিরা ১০ থেকে ১৫ ফোঁটা দিনে ২ থেকে ৩ বার সামান্য পানিসহ অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরার্মশে সেবন করতে হবে। পুরতন রোগের ক্ষেত্রে ৮ অথবা ১০ ফোটা করে ৩ বার ধাধা কাপ পানিতে মিশিয়ে খাওয়ার পুর্বে অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্ষে সেবন করতে হবে।

সতর্কতা : সুগন্ধ-দুগন্ধ আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালে বাইরে, শুস্ক স্থানে রাখুন।

 

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev