বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

সদ্যজাত স্তন ফুলিয়া উঠা

আরোগ্য হোমিও হল / ২৭২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৬:০৪ পূর্বাহ্ন

স্তন ফুলিয়া উঠা
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

সদ্যজাত শিশুর স্তন ফুলিয়া উঠিয়া শক্ত হইলে- বেলেডোনা 3 শক্তি, পূঁজ হইলে হিপার 3 পওর সাইলিসিয়া 6 শক্তি প্রযোজ্য। সাবধান শিশুর স্তনে দুগ্ধ-সঞ্চার হইয়াছে মনে করিয়া যেন স্তনের বোঁটা টিপিয়া বা মোচড়াইয়া দেওয়া না হয় এই রুপ করিলে, স্তন প্রদাহিত ইহয়া ফোড়া, পুঁজ প্রভৃতি জন্মিবার সম্ভাবনা থাকে।

জন্মিবার পর শিশুর স্তন হইতে দুগ্ধবৎ একপ্রকার তরল পদার্থ নি:সৃত হয়। ইহাতে কোন ঔষধাদি প্রয়োগের আবশ্যক করে না, ইহা আপনা হইতেই সারিয়া যায়। কিন্ত শীঘ্র সারিয়া যাইবে মনে করিয়া যদি কেহ শিশুর স্তন টিপিয়া দেন এবং তাহাতে স্তনে প্রদাহ ও পূঁজ হয় তবে লাল ও প্রদাহিত অবস্থায় – আর্ণিকা 3 শক্তি, কিন্ত খুব লাল হইলে – বেলেডোনা 3 শক্তি, আর পূঁজোৎপত্তি হলে – হিপার-সালফার ৬ প্রয়োজ্য।

আরও পড়ুন –  হঠাৎ স্তনের পরিবর্তন হলে হতে পারে মহা বিপদ

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev