শিশু অযথা বাড়ে
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
শিশু অযথা বাড়ে : শিশু কখনও কখনও বেশী চাঙ্গা হয়, বুকের কেবল দৈর্ঘ বাড়ে, সদা ঘুমাইবার প্রবল ইচ্ছা, পরিপাক শক্তি ও স্মৃতি শক্তির হ্রাস, হাঁটিতে অসামর্থ্য, শীর্ণতা, শ্বাসকষ্ট, হৃদস্পন্দন প্রভৃতি উপসর্গ উপস্থিত।
পাইনাস-সিলভেষ্টিস Q – 6 শক্তি, (বিশেষত: নিন্মাঙ্গ শীর্ষ ও গোড়ালি দুর্বল হইতে থাকিলে এবং গ্রন্থিবাত ও চুলকানি প্রভৃতি লক্ষণে) সালফার 3০ (হাত-পা লিকলিকে সরু এবং উহা নাড়িয়া চাড়িয়া খেলা করিতে অক্ষম), ক্যাল্কেরিয়া ফস 12X বিচুর্ণ, ক্যাল্কেরিয়া কার্ব্ব 3০ শক্তি, অ্যাবিস ক্যান এই রোগের উৎকৃষ্ট ঔষধ।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।