মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

শিশুর শ্বাসকষ্ট

আরোগ্য হোমিও হল / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৬:২৪ পূর্বাহ্ন

শিশুর শ্বাসকষ্ট
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

ঠান্ডা লাগিয়া শিশুর কাশি , কাশির সহিত সর্দি তার সঙ্গে শ্বাস-প্রশ্বাসের সমস্যা। কাশিতে কাশিতে বমি করে। ব/কাঁচা দুধ তোলে। মায়ের দুধ টানতে পারে না। দুধ খেলেও গলায় শব্দ হয়, একটু দুধ টানলে শিশু হাপিয়া যায়, শিশু কাঁদে, ঘামাইতে পারে না। ঘামাইরে দোমবন্ধ ভাব। ঘুমাইলে গলা সাঁই সাঁই করে।

কখনও কখনও শিশুর সহসা হাঁপানি বা কাসির মত শ্বাস-প্রশ্বাসের কষ্ট হইলে- শ্যাম্বিউকাস 1x, কিউপ্রাম মেট 6 শক্তি, ল্যাকেসিস 6 ও স্পঞ্জিয়া 3 শক্তি ইহার উৎকৃষ্ট ঔষধ।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev