শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

শিশুর শরীরে আঁচিল

আরোগ্য হোমিও হল / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৭:২৬ পূর্বাহ্ন

শিশুর শরীরে আঁচিল

পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

শিশুর শরীরে আঁচিল : আঁচিল শরীরের বিভিন্ন অংশে ছোট আকারের হয়ে থাকে। এগুলোকে চামড়ার ওপর অনেকটা ফুলকপির মতো অথবা কঠিন ফোসকার মতো বের হয়। এটা সাধারণত মানুষের হাতে বা পায়ে অথবা শরীরের স্থানে আঁচিল হতে দেখা যায়। মানবদেহে ১০ রকমের আঁচিল বা ফুসকুড়ির কথা বলা হয়েছে। যার বেশির ভাগকেই নিরীহ বলে গণ্য করা হয়।

মানব শরীরে প্রায় ১৩০ ধরনের পাপিলোমা ভাইরাস সংক্রমণ ঘটাতে সক্ষম। এই পাপিলোমা ভাইরাস (এইচপিভি)-এর সংক্রমণের কারণেই আমাদের শরীরে বিভিন্ন ধরনের আঁচিল হয়ে থাকে।

 

সাধারণত আঁচিলকে ক্যানসারের লক্ষণ হিসেবে গণ্য করা হয়। সাধারণ মানুষের ক্ষেত্রে আঁচিল না ক্যানসার, তা বোঝা খুব কঠিন হয়ে পড়ে। ঝুঁকি না নিয়ে ত্বকে এসব অস্বাভাবিক বৈশিষ্ট্যের আঁচিল দেখামাত্রই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

ঔষধ : থুজা 12X-৩০ শক্তি ইহার উৎকৃষ্ট ঔষধ। ডা: টঙ্ক থুজা ছ প্রয়োগে কেবল নরদেহের আঁচিল, প্রভৃতি পশুর আঁচিলও নাকি আরোগ্য করিয়াছেন।

আরোগ্য হোমিও হল এডমিন :  এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev