রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

শিশুর রিকেটস বা বালাস্থি-বিকৃতি

আরোগ্য হোমিও হল / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৫:৫৬ অপরাহ্ন

 শিশুর রিকেটস বা বালাস্থি-বিকৃতি

পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

রিকেটস বা বালাস্থি-বিকৃতি (Rickets) : রক্তস্থ ক্যালসিয়ামের পরিমাণ হ্রাসই এই রোগের কারণ। ক্যালসিয়ামের সাহায্যে দেহস্থ অস্থিসমুহ দৃঢ়তা প্রাপ্ত হয়, সে কারণে ক্যালসিয়ামের অভাব বশত: উহার নমনীয়তা নিবন্ধন অস্থিসমুহ বিকৃতি প্রাপ্ত হয়। শরীরে ক্যালসিয়ামের পরিমাণ যথোপযুক্ত বজায় রাখিতে “ভিটামিন-ডি” (Vitamin-D) একমাত্র সহায়। খাদ্য মারফৎ এই ভিটামিন শরীরে গৃহীত হয় অথবা সৌর আলট্রা-ভাইওলেট রশ্মি (Ultra-violet Ray) চর্ম্মনিন্মস্থ চর্ব্বিও সহিত যৌগিত ক্রিয়ার ফলে এই উৎপন্ন করে।

সেই কারণে রিকেট-আক্রান্ত শিশুর পক্ষে “ভিটামিন-ডি” প্রধান খাদ্য। (যথা- কডলিভার অয়েল, মাখন, বিমের সুসুম ইত্যাদি) এবং সুর্য্য-রশ্মি সেবন সমাধিক উপযোগী। শরীর ক্ষীণ হইলেই রিকেট হইয়াছে ইহা মনে করা ভুল, ক্ষীর্ণকায় শিশুর স্বাস্থবান হইতে পারে আবার স্থুলকায় শিশুর রিকেট রোগাক্রান্ত এবং দুর্ব্বল হওয়া বিচিত্র নয়।

তরল ভেদ মস্তকে ঘর্ম্ম, দস্তোদগমে বিলম্ব, হাত পায়ের গাঁইটে স্ফীতি ও বেদনা, মাথার অস্থিও স্ফীতি ও বৃদ্ধিপ্রাপ্তি, বুকের পাঁজবার সন্ধিস্থানের উচ্চতা, মাংসপেশীর কোমলাত, অপুষ্ট অস্থিচয়, শ্রম-বিমুখতা বা শ্রমসাধ্য কার্য্যে অক্ষমতা, পিঠের শিরদাঁড়ার বক্রতা প্রভৃতি এই রোগের প্রধান লক্ষণ। ক্যাল্কেরিয়া ফস 12x বিচুর্ণ এই রোগর প্রধান ঔষধ। (বিশেষত: শীর্ণকায় বা রক্তহীন শিশুর পক্ষে) স্থলকায় শিশু পক্ষে – ক্যাল্কেরিয়া কার্ব্ব 6 শক্তি বা 30 শক্তি। কৃশকায় শিশুর পক্ষে – আর্সেনিক 6 শক্তি বা আর্সেনিক অয়োড 6x ও অপোষণজনিত ধমল রোগসহ বলাস্থিবিকৃতি ঘটিলে – ফস্ফোরাস 3 শক্তি বা 30 শক্তি উৎকৃষ্ট ঔষধ। সাইলিসিয়া 6 শক্তি, অ্যাসিড ফস 6 শক্তি বা সালফার 30 শক্তি সময় সময় উপকারী। খড়ি মাটি বিশিষ্ট দেশে শিশুকে বায়ু পরিবর্ত্তনের জন্য স্থানান্তরিত করা উপকারী। ভাল দুগ্ধ ও টাটকা শাক-সজ্বি খাওয়া ভালো।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev