শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

শিশুর মস্তিকে রক্ত-সঞ্চয়

আরোগ্য হোমিও হল / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৫:৪১ পূর্বাহ্ন
শিশুর মস্তিকে রক্ত-সঞ্চয়

শিশুর মস্তিকে রক্ত-সঞ্চয়
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
এম ভট্রাচার্য্য

শিশুর মস্তিকে রক্ত-সঞ্চয় : লক্ষণ ব্রাদ্ধতালু সামান্য ফুলিয়া উঠিয়া শিশু নিস্তেজ হইয়া পড়ে, মাথা ঈষদুষ্ণ, নাড়ীর গতি কখনন দ্রুত কখনও বা ধীর কোষ্ঠকাঠিন্য, বমন ভুল দেখা বা বকা, গোঙান, ফ্যাল-ফ্যাল করিয়া একদৃষ্টে অবলোকন, চক্ষুতারার বিস্তার, জিহ্বা ও চক্ষু লাল, চোখ-মুখের থমথমে ভাব, কপালও ঘাড়ের শিরার স্ফীতি, ঘন ঘন কষ্টকর নি:শ্বাস গাঢ় নিদ্রাবস্থায় হঠাৎ বিকট চীৎকার প্রভতি এই রোগের প্রধান লক্ষণ।

আঘাত লাগ, দন্তোদগম, হুপকসিজনিত মথায় শোণিতের সঞ্চপ, শিরাসমুহে ততোধিক সঞ্চপ এবং হাম বসন্ত বা অন্য কোন চর্ম্মরোগের বিলোপ প্রভৃতি কারণে এইরোগ জন্মে। এপিস- 3 শক্তি, এই রোগের প্রধান ঔষধ। মাথা ভার চোখ বুজিয়া শুইয়া থাকা, শরীরের উষ্ণতা ১০৩ ডিগ্রী পর্য্যন্ত লক্ষণে- জেলসসিনিয়াম 1x প্রযোজ্য। মুখমণ্ডল ও চক্ষু লাল চকচকে, চক্ষুতারা বিস্তৃত, তদ্রাভাব অথচ অনিদ্রা, মাঝে মাঝে চমকাইয়া উঠা, ব্রহ্মাতালুর স্ফীতি প্রভৃতি লক্ষণে – বেলেডোনা 3x, উক্ত উপসর্গচয় প্রচণ্ডতর হইলে- গ্লোনয়ন 3 শক্তি উপযোগী।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev