রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিশুর নাভির রোগ

আরোগ্য হোমিও হল / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৬:৫৬ পূর্বাহ্ন

শিশুর নাভির রোগ

পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

শিশুর নাড়ী কাটার পর পাঁচ দিন মধ্যে নাভি শুখাইয়া গিয়া খসিয়া পড়ে। নাভি না শুখাইয়া যদি রস বা পুঁজস্রাব নির্গত হয় কিম্বা নাভিতে ঘা হয়, তাহা হইলে নাভিটি গরম জলে ধুইয়া – ক্যালেণ্ডুলা Q (দশ ফোঁটা, এক ছটাক শরিষার তৈল মিশিইয়া) পটি প্রয়োগ এবং সাইলিসিয়া 6 (কিন্ত পুঁজ দুর্গগ্ধযুক্ত হইলে সাইলিসিয়ার পরিবর্ত্তে অর্স 6 সেবন করান। যদি নাভিদেশ লাল হইয়া ফুলিয়া উঠে ও বেদনা যুক্ত হয় তাহা হইলে – বেলেডোনা ৬ বা আর্স 6 প্রযোজ্য।

ইাভি পাকিয়া পুঁজ পড়িতে থাকিলে – একটু জলে ফোঁটা তিনেক ন্ক্স-মস্কেটা 2X মিশাইয়া উহাতে ন্যাকড়া ভিজাইয়া নাভির উপর বাঁধিয়া রাখা এবং তৎসহ নাক্স – ভমিকা 3০ প্রয়োগ উপকারী, যদি পাঁচ-সাতদিনের মধ্যে পূঁজ স্রাব বন্ধ না হয়, তাহা হইলে – সাইলিসিয়া 6 সেবন করান।
ইাড়ী ভাল বাঁধা না হওয়া হেতু বা নাভির বাঁধন ছিড়িয়া যাওয়ার ফলে যদি রক্তস্রাব ঘটে তাহা হইলে – ম্যামালেলিস Q  ন্যাকড়ায় ঢালিয়া উহা রক্ত নি:সরণের স্থানে হালকা ভাবে চাপিয়া ধরিলে স্রাব বন্ধ হইতে পারে, বারংবার এই রক্তস্রাব হইলে- আর্সেনিক 6 সেবন বিধি।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev