শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

শিশুর নাক দিয়া রক্ত পড়া

আরোগ্য হোমিও হল / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৭:৩৩ পূর্বাহ্ন

শিশুর নাক দিয়া রক্ত পড়া
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

শীতকালে অনেক শিশু ঠাণ্ডায় সমস্যায় ভোগে। অনেক শিশুর ঠাণ্ডা লগিয়া নাক বন্ধ কিংবা সর্দি ঝড়ে। অনেক শিশুর আবার নাক দিয়ে রক্ত পড়ে। নাক দিয়ে রক্ত পড়তে দেখে অনেকেই ঘাবড়ে যান । তখনই পরিবারের মধ্যে আতঙ্ক আরো বেড়ে যায়। শীতকালে নাক দিয়ে রক্ত পড়া স্বাভাবিক কারণে হতে পারে। আতঙ্কিত না হয়ে উপযুক্ত চিকিত্সা প্রয়োজন।

নাক থেকে বারবার রক্ত ঝরলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ঘন ঘন রক্তপাত হবার কারণে রক্ত জমাট বাঁধতে পারে না। ফলে ছোট রক্তপাত একসময় বড় রক্তপাত বা গুরুতর অবস্থার সৃষ্টি হতে পারে।

শীতকালে যাদের সর্দি-কাশির সমস্যা বেশি হয়, তাদেরই নাক দিয়ে রক্ত ঝড়ে। প্রচুর হাঁচি করণেও নাক থেকে রক্ত পড়তে পারে। বার বার হাঁচি হলে নাকের ভেতরের ত্বকে ফেটে যায়। রক্তজালিকাগুলোতে ছোট ছোট ফাটল ধরে। রক্ত ঝড়তে থাকে।

নাকের ভেতরে দীর্ঘস্থায়ী প্রদাহ এবং ফুসকুড়ি সমস্যার করণে নাক থেকে রক্ত ঝড়ে।

শিশুরা তাদের নাক খোঁচাতে ভালবাসে অনেক সময় নখের আঁচড়েও রক্ত ঝড়তে হতে পারে।

অনেক সময় বংশগত কারণেও নাকের রক্তনালি অস্বাভাবিক বৃদ্ধি পেতে পারে। এ কারণেও নাকে ঘন ঘন রক্তপাত হতে পারে।

যে সব শিশু যাদের নাকের ক্যানসার বা রক্ত জমাট বাঁধার মতো জটিল সমস্যা রয়েছে তাদেরও নাক থেকেরক্তপাত হতে পারে।

শিশুর নাক দিয়া রক্ত পড়িলে – মিলিফোলিয়াম Q উৎকৃষ্ট ঔষধ। আঘাত লাগাহেতু রক্ত পড়িলে – আর্ণিকা 3 শক্তি, অত্যাধিক দৌব্বল্য নাসিকার রক্ত নি:সরণে- চায়না 6 শক্তি, প্রাতে রক্তস্রাব লক্ষণে – ব্রায়োয়োনিয়া 3 শক্তি, রাত্রিকালে রক্তপাতে – মার্ক ভাই 3x বিচুুর্ণ প্রযোজ্য।
কোন কঠিন পীড়ায় যথা-সান্নিপাতিক বিকারে ভুগিবার সময়ে মাঝে মাঝে নাক দিয়া রক্ত নি:সৃত হয়, এইরুপ রক্ত¯্রাব হিতকর, তখন ঔষধ প্রয়োগে উহা প্রতিরোধ না করাই ভাল, ঔষধ প্রয়োগে সময় সময় সুফল হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev