শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিশুর টাক-পড়া বা কেশ পতন

আরোগ্য হোমিও হল / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৭:০৩ পূর্বাহ্ন

টাক-পড়া বা কেশ পতন

পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

টাক-পড়া বা কেশ পতন : প্রধানত: শৈশব ও বাল্যাবস্থাতেই মাথায় টাক পড়ে, ষোল বৎসর বয়স উত্তীর্ণ হইলে কদাচিৎ ঘটে। মাথার চুল উঠিয়া যাইতে থাকিলে ডা: ডিউজেস বলেন, উপদংশ ধাতুগ্রস্ত শিশুর পক্ষে অ্যাসিড –ফ্লয়োর একটি উৎকৃষ্ট ঔষধ। ডা: হান্ট আর্সেনিক ঔষধকে টাক-পড়ার উৎকৃষ্ট ঔষধ মনে করেন। টাক-পড়াসহ মাথা অত্যান্ত চুলকাইলে ভিঙ্কা –মাইনর প্রযোজ্য ও থ্যালিয়াম সময় সময় ফলপ্রদ।

কেশ শুস্ক বা খসখসে হইয়া পড়িতে থাকিলে – কেলি কার্ব্ব 6 শক্তি প্রযোজ্য। কোন উৎকট পীড়ার পর, একাঙ্গীর বা সর্ব্বাঙ্গীন দৌর্বল্য কিম্বা মানসিক অবসাদজনিত কারণে চুল পড়িয়া যাইতে থাকিলে – অ্যাসিড ফস 2x শক্তি প্রযোজ্য। সিপিয়া 3 বা 3 শক্তি সেবন এবং অ্যানাকার্ডিয়াম-ওরি Q মধুসহ মিশাইয়া প্রলেপ দিলে টাক নিবারিত হয়। সালফার 3০, ক্যাল্কেরিয়া কার্ব্ব 3০ বা ক্যান্থারিস 3 বা 6 শক্তি সেবন এবং ভেসেলিনসহ ক্যান্থারিস Q মিশ্রিত করিয়া বাহ্য প্রয়োগও হিতকর। Q-মধু প্রয়োগে কেহ কেহ সুফল পাইয়াছেন বলেন, ব্রুস দ্বারা আঁচড়ান হিতকর।

দ্রুজনিত কখনও কখনও কেশ পতন (Alopecia areata) হয়। নিন্মলিখিত ঔষধগুলি প্রত্যেকটি অন্তত: তিন মাস সেবন করিলে টাক নির্দ্দোশরুপে সারিয়া যাইতে পারে – ব্যাসিলিনাম 2০০ থুজা 3০,সালফার 3০, হাইড্রোষ্টিস Qও আর্টিকা ইউরেন্স Q।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev