শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

শিশুর জিয়াডিয়া

আরোগ্য হোমিও হল / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৭:১২ পূর্বাহ্ন

শিশুর জিয়াডিয়া
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

শিশুর জিয়াডিয়া : ল্যাম্বলিয়া জিয়ার্ডিয়া (LambLia Giardia) ঘটিত উদরাময়। এই কৃমিগুলি জেজুনাম ও ডুয়োডেনামের মধ্যে (Jejunum and duodenum)জন্মায় ও বদ্ধিত হয় এবং কখনও কখনও পিত্তবাহী নালীর ভিতরেও অবস্থান করে। কোন কারণে আমাশয়ে হাইড্রো-ক্লোরিক-অ্যাসিডের অল্পতা ঘটিলে এই কৃমি-সংক্রমণ সম্ভব হয়। ইহার অন্ত্রের ঝিল্লী-আবরণীর প্রদাহ উৎপান্ন করিয়া উদরাময় ঘটায়। এই রোগের প্রধান লক্ষণ পর্য্যায়ক্রমে কোষ্ঠবদ্ধতা ও আমযুক্ত উদরাময়। রোগটি মারাত্নক নয় তবে সারিতে অনেক সময় লাগে।

 

এই রোগ সাধারণত: শিশুদের মধ্যেই অধিক দেখা যায়, তবে বয়স্কদের মধ্যেও এই রোগ বিরল নহে। পথ্যাপথোর উপর বিশেষ লক্ষ্য রাখিতে হয়। শ্বেত সারঘটিত খাদ্য (Starchy) অল্প পরিমাণে এবং ছানাজাতীয় খাদ্য অধিক পরিমাণে সেব্য। লক্ষণুসারে- সালফার, মাকুরিয়াস সালফ, পালসেটিলা, কার্ব্বো ভেজ প্রভৃতি ঔষধ প্রযোজ্য।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev