মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

শিশুর ঘুংড়ী কাশি

আরোগ্য হোমিও হল / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৭:১৫ পূর্বাহ্ন

শিশুর ঘুংড়ী কাশি
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

শিশুর ঘুংড়ী কাশি : ঘুংড়ী কাশি (Croup) স্বরযন্ত্র (অর্থাৎ ল্যারিংস শ্বাসযন্ত্রের উর্দ্ধভাগ। ও স্বরযন্ত্রের (Trachea) প্রদহ সহ শ্বাসকষ্ট, শ্বাসরোধক কাসি প্রভৃতি উপসর্গের উপস্থিতি এবং কথনও বা তৎপ্রদেশে কৃত্রিম ঝিল্লী উৎপন্ন হওয়ার নাম “ঘুংড়ী কাশি”।

ঘুংড়ী কাশি দুই প্রাকার (১) কৃত্রিম ও (২) প্রকৃত। “কৃত্রিম ঘুংড়ী” শিশুদিগকে হঠাৎ আক্রমণ করিয়া থাকে, শিশু নিদ্রিত অবস্থায় আছে, হঠাৎ গলা সুড় সুড় করিয়া ভদ্রাভঙ্গ হয়, শ্বাস-প্রশ্বাসে এক প্রকার সাঁই সাঁই শব্দ হইয়া ক্রমে গলা ঘড় ঘড় করিতে থাকে, এই ঘুংড়ী অতি আশঙ্কাজনক। “প্রকৃত ঘুংড়ীতে” প্রথমে খুসখুসে কাসি হইয়া পড়ে আপেক্ষিক শুস্ক কাসি হইতে থাকে। তখন বারবার কাসিয়া গলা ভাঙ্গিয়া যায় এবং গলায় বেদনা হয়, গাত্র অত্যান্ত উত্তপ্ত হইয়া পীড়ার পুর্ণ বিকাশ হয়, কাশির শব্দ বুকুর –শাবকের ন্যায়। এই পীড়া অতীব ভয়াবহ। (কৃত্রিম বা প্রকৃত ঘুংড়ীতে) স্বরভঙ্গ সহ কাসি, কাসিতে কাসিতে দম আটকান ভাব, শুস্ক গ্রাত্রচর্ম্ম, অস্থিরতা, জ্বর প্রবল তৃষ্ণা প্রভৃতি লক্ষণে – অ্যাকোনাইট 3X দশ মিটিন অন্তর প্রযোজ্য। আকোনাইট সেবনে কথঞ্চিত উপশ্রম হইলে – স্পঞ্জিয়া 3x নিন্ম লিখিত লক্ষণে দশ – পনের মিনিট অন্তর অন্তর প্রয়োজ্য : কাশিতে কাশিতে শ্বাসবোধ হইয়া মধ্যরাত্রিতে নিদ্রাভঙ্গ, কাসিবার সময়ে সাঁই সাঁই শব্দ ও স্বর লোপ। উল্লিখিত লক্ষণযুক্ত কৃত্রিম ঘুংড়ীতে ইহা বিশেষ কার্য্যকরী।

অ্যাকোনাইট ও স্পঞ্জিয়ায় কিছু উপশ্রম হইলে (অথাৎ জ্বরত্যাগ না হইয়া কাসির কিছু সরল হইলে), হিপার সালফার 6 শক্তি। আক্ষেপিক কাসির পক্ষে – শ্যাম্বিউকাস 2X শক্তি উপযোগী। (বিশেষত: রাত্রিকালে হঠাৎ ঘুম ভাঙ্গিয়া শ্বাসরোধের ভাব প্রকাশ পাইলে) শ্বাসপথে কৃত্রিম ঝিল্লী পুরু হইয়া শ্বাসকষ্ট হইলে – ব্রোমাইন 3X প্রতি পনের মিনিট অন্তর প্রযোজ্য।

শিশিুর গলা প্রলম্বিত ও সস্তক পশ্চাদ্ভাগে বক্র হইয়া পড়িলে এবং খাবি খাওয়া লক্ষণে- অ্যান্টিম টার্ট 6 প্রযোজ্য।
বেলেডোনা 3 শক্তি (শুক্ত কর্কশ কাসি মুখ থমথমে, চক্ষু রক্তবর্ণ, নাড়ী পুর্ণ ও কঠিন) ফসফরাস 6 শক্তি (স্বরলোপ, বেদনা, রোগাক্রমণের বহু পরে গয়ার নিসরণ), কষ্টিকাম 6 শক্তি (স্বরযন্ত্রে বেদনা, বিরক্তকর শুস্ক কাশি, কাশিবার সময়ে গলদেশ হাত দিয়া চাপিয়া ধরা, শ্বাসকষ্ট, গলা সাঁই সাঁই করা)।

ঝিল্লী-প্রদাহ উপস্থিত হইলে ঝিল্লী-প্রদাহের ঔষধাদি প্রযোজ্য। ডা: সণ্ডার বলেন যে – ক্যাল্কেরিয়া ফস (12X-30 শক্তি) পর্য্যায়ক্রমে অর্দ্ধ ঘন্টা অন্তর বেবন করাইলে “প্রকৃত ঘুংড়ী” এবং – ফেরাম ফস 1X চুর্ণ – 30 শক্তি এবং ক্যালি মিউর 12X চুর্ণ-30 শক্তি (পর্য্যায়ক্রমে) সেবন করাইলে “কৃত্রিম ঘুংড়ী” রোগ আরোগ্য হয়। (Saumder’s bi Chenic Nedicines)।

পথ্য : আক্রমণাবস্থায় গরম জল মাত্র ব্যবস্থা, এরারুট, বালি বা দুগ্ধ প্রভৃতি পথ্য পীড়ার প্রকোপকালে শিশুকে কখনও উঠাইবার চেষ্টা করা উচিত নহে।

আরোগ্য হোমিও হল এডমিন :  এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev