শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

শিশুর ঘামাচি

আরোগ্য হোমিও হল / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৭:২৭ পূর্বাহ্ন

শিশুর ঘামাচি
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

গ্রীষ্মের অতিরিক্ত ভ্যাপসা গরম পড়ে। আর এই গরমে শরীর ঘেমে যায়, এতে ঘামগ্রন্থির নালি বন্ধ হয়ে যায়। এর ফলে ঘামের বিভিন্ন উপাদান বের হতে পারে না। এর ফলে ত্বকের বিভিন্ন স্তরে জমা হয়ে তৈরি করে ঘামাচি। অনেক সময় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে ঘামাচি হয়ে থাকে।

ঘামাচি যদি একবার হয় তাহলে সারা শরীর লালচে ফোসকায় ভরে যায় ব্যথা-চুলকানিও হয়। ঘামাচি ভালো হবার পথ খুঁজতে থাকে । কিন্তু তাতে সাময়িক আরাম হলেও ঘামাচির জ্বালা আবার ফিরে আসে।

গরম লাগাহেতু বা জামা প্রভৃতি দ্বারা শরীর নিমত আবৃত রাখাজনিত ঘামাচি হইলে – ক্যামোমিলা 12 শক্তি। ঠান্ডা লাগিয়া ঘামাচি হইলে- ডাক্লামারা 6 শক্তি। রসপূর্ণ ঘামাচি লক্ষণে- রাস টক্স 6 শক্তি। ঘামাচি অত্যান্ত চুলকাইলে বা বসিয়া গিয়া শিশুর কষ্ট হইলে – সালফার 0০ শক্তি। ক্যালকেরিয়া কার্ব্ব ৩০ শক্তি, লাইকোপোডিয়াম 3০ শক্তি, বা – সিপিয়া ৩০ সময় সময় প্রয়োজন হয়। ঘামাচির উপর পাউডার বা শ্বেত -চন্দন লেপন উপকারী।

আরোগ্য হোমিও হল এডমিন :  এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev