মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

শিশুর খাবারে রুচি নেই

আরোগ্য হোমিও হল / ৪১৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ন

শিশুর অক্ষুধা
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

শিশুর অক্ষুধা : অতিরিক্ত বা গুরপাক দ্রব্য আহার, আহারের পারই নিদ্রা, বহুল পরিমাণে ঔষধ সেবন, অলসভাবে দিন যাবন, নিয়মিত রাত্রি জাগরণ, অস্বাস্থ্যকর স্থানে বাস প্রভৃতি নানা করণে, শিশুদের ক্ষুধামান্দ্য হইয়া থাকে – নাক্স ভমিকা ৬-২০০ শক্তি, ইহার উৎকৃষ্ট ঔষধ। পালসেটিলা 3 শক্তি, কার্ব্বো ভেজ 3x বিচুর্ণ, ক্যামোমিলা 12, অ্যান্টিম ক্রুড 6 শক্তি, সালফার 3০, জেন্টিয়ানা লুটিয়া ৩x প্রভৃতি ঔষধ সময় সময় ব্যবহার করা হতে পারে।

আরোগ্য হোমিও হল এডমিন :  এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev